রাজশাহী পর্যটন মোটেলে মদপানের বিল চাওয়ায় ছাত্রলীগের ভাংচুর
১১ জুন ২০২৩, ০৭:৫০ পিএম | আপডেট: ১২ জুন ২০২৩, ১২:০১ এএম
মদপানের বিল চাওয়ায় রাজশাহী মহানগর ছাত্রলীগের এক নেতাসহ সংগঠনের ১২-১৩ জনের বিরুদ্ধে পর্যটন মোটেল বারে মদপান করে ভাঙচুর করার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে রাজশাহী পর্যটন মোটেলে এ ঘটনা ঘটে। অভিযুক্ত ছাত্রলীগ নেতার নাম ইশতিয়াক আহমেদ। তিনি রাজশাহী মহানগর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। পরে পুলিশের কাছে মুচলেকা দিয়ে ছাড়া পান ছাত্রলীগের নেতাকর্মীরা।
রাজশাহী পর্যটন মোটেল সূত্র জানায়, শুক্রবার রাতে ইশতিয়াক আহমেদসহ ছাত্রলীগের ১২-১৩ জন নেতাকর্মী রাজশাহী পর্যটন মোটেলে মদপান করতে যান। মদপান শেষে তাদের বিল হয় ৭ হাজার ২০০ টাকা। এসময় তারা বিল না দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন বারে কর্মরতরা বিল চাইলে নিজেদের ছাত্রলীগের নেতা পরিচয় দেন এবং বিল না দিয়ে চলে যান। একপর্যায়ে তারা বিল চাওয়ায় বারের কয়েকটি গ্লাস এবং দুটি মোবাইলফোন ভাঙচুর করেন। এছাড়া দুই কর্মচারীকে মারধরও করেন। এরপর মোটেল কর্তৃপক্ষ গেটে তালা দিয়ে নগরের রাজপাড়া থানায় খবর দেয়।
এ ঘটনায় নগরীর রাজপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী বলেন, তারা নিজেরাই ভুল স্বীকার করে পুলিশের কাছে মুচলেকা দেন। এরপর ৭ হাজার ২০০ টাকা বিল পরিশোধ করলে রাত ১০টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়। যেহেতু পুলিশ ডাকা হয়েছিল, তাই পুলিশ গিয়ে মীমাংসার কাগজটা নিয়েছে।
রাজশাহী পর্যটন মোটেল বারের ব্যবস্থাপক আবদুর রাজ্জাক বলেন, মাঝে মাঝেই অনেকে মদ খেয়ে মাতলামি করে। তখন পুলিশ ডেকে মীমাংসা করতে হয়। শুক্রবার ছাত্রলীগ নেতারাও মোটেলে বসেই মুচলেকা দিয়েছেন। এরপর মদের বিল ৭ হাজার ২০০ টাকা পরিশোধ করেন। এছাড়া বার এবং মোবাইলফোন ভাঙচুরের ক্ষতিপূরণও দিয়েছেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়াম বলেন, গতকাল পর্যন্ত আমি এ বিষয়ে কিছুই জানতাম না। সকালে সাংবাদিকদের কাছ থেকে বিষয়টি সম্পর্কে জেনেছি। ঘটনা কতটুকু সত্য সেটাও জানি না। ছাত্রলীগের বিরুদ্ধে যেহেতু অভিযোগ এসেছে। এটি সত্য হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক