সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের চাকরি জাতীয়করণের দাবি
১৮ জুন ২০২৩, ০৭:৪৫ পিএম | আপডেট: ১৮ জুন ২০২৩, ০৭:৪৫ পিএম
দেশের ৩৫০ সরকারি কলেজ মসজিদের ৫৫০ জন ইমাম-মুয়াজ্জিন-খাদিমের চাকরী জাতীয়করণ না হওয়া পর্যন্ত সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, একই প্রতিষ্ঠানে চাকরী করেও ইমাম-মুয়াজ্জিনরা সামান্য বেতন ভোগ করেন। অথচ একজন চতুর্থ শ্রেণির কর্মচারীও সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করেন। এ বৈষম্যের বিরুদ্ধে সকল সরকারি কলেজের ইমাম-মুয়াজ্জিন-খাদিমকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বক্তারা। আজ রোববার খুলনার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পরিষদের কেন্দ্রীয় নেতারা এসব কথা বলেন। সরকারি কলেজ মসজিদে নিয়োজিত ইমাম-মুয়াজ্জিনদের চাকরী জাতীয়করণের দাবিতে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বাংলাদেশ সরকারি কলেজ ইমাম মুয়াজ্জিন ঐক্য পরিষদের সভাপতি মাওলানা এহসান উদ্দিন। সরকারি বিএল কলেজ জামে মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন, সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব হাফেজ মাওলানা মোহাম্মদ নাসিম ও কেন্দ্রীয় অর্থ সচিব মাওলানা আ: আলিম। সভায় খুলনা বিভাগের বিভিন্ন সরকারি কলেজ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনগন বক্তৃতা করেন।
বক্তারা আরও বলেন, দেশের সকল সরকারি কলেজের কর্মকর্তা-কর্মচারীরা সরকারি স্কেলে বেতন-ভাতা পেলেও শুধুমাত্র ইমাম-মুয়াজ্জিন-খাদিমরা বঞ্চিত। অথচ ইমাম-মুয়াজ্জিনদের রয়েছে সকল প্রকার যোগ্যতা ও একাডেমিক সার্টিফিকেট। এর ফলে একই প্রতিষ্ঠানে চাকরী করে বৈষম্যের শিকার ইমাম-মুয়াজ্জিমদের অত্যন্ত মানবেতরভাবে দিন কাটাতে হয়। এজন্য তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। সরকারি কলেজ মসজিদগুলোতে ইমাম-মুয়াজ্জিনের পদ সৃষ্টি করে সরকারি স্কেলে বেতন-ভাতাসহ সকল সুযোগ-সুবিধা দেয়ার জন্যও তারা দাবি জানান। বক্তারা আক্ষেপ করে বলেন, দেশের সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সরকারি স্কেলে যে বেতন-ভাতা দেয়া হয়না সেটি অনেক মন্ত্রী বা সরকারের কর্তা ব্যক্তিরা জানেনই না। অথচ সরকারের সকল ধরনের ম্যাসেজ জনগনের কাছে পৌঁছে দেয়ার জন্য মসজিদের ইমামরাই উল্লেখযোগ্য ভূমিকা পালন করে থাকেন। সরকারি কলেজ মসজিদের ইমাম মুয়াজ্জিনদের চাকরী জাতীয়করণের দাবিতে এ পর্যন্ত সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে কমপক্ষে ১০টি পত্র দেয়া হয় উল্লেখ করে বক্তারা বলেন, এর বাইরেও প্রধানমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রীকে সার্বিক বিষয়ে অবহিত করা হয়েছে।
সভা শেষে হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসানকে সভাপতি, মাওলানা সাঈদ আহমাদ, মাওলানা আমজাদ হুসাইন ও মাওলানা রুহুল আমীনকে সহ-সভাপতি এবং মাওলানা মোহাম্মদ নুর সাঈদকে সাধারণ সম্পাদক করে সরকারি কলেজ মসজিদের ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের খুলনা বিভাগীয় কমিটি গঠন করা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মাদুরোকে গ্রেপ্তারে ২৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
যুক্তরাষ্ট্র ও ভারত উভয়েই একটি স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় :বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত
অর্থনৈতিক সঙ্কটের মধ্যে ইরানে অস্থিরতা বাড়ছে
দ্রুত নির্বাচন হলে সৃষ্ট সংকট দূর হবে : মির্জা ফখরুল
গাজায় ইসরাইলি আগ্রাসনে নিহত আরও ২১
নিষেধাজ্ঞার কারণে যুক্তরাষ্ট্রে গ্যাসের দাম বৃদ্ধি পাবে
অভিশংসিত প্রেসিডেন্ট বাসভবনকে ‘দুর্গে’ পরিণত করেছেন
ভারতের সঙ্গে করা জনস্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবি আনু মুহাম্মদের
পাকিস্তানিদের জন্য ভিসার শর্ত শিথিল করল বাংলাদেশ
মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্যবদ্ধ কার্যকরী ভূমিকা সময়ের অপরিহার্য দাবি
রাজনীতি হওয়া উচিত জনমানুষের কল্যাণে -বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী
বিএনপির সাথে জামায়াতের দূরত্ব নয় বরং সুসম্পর্ক রয়েছে -চাঁদপুরে ডা. তাহের
আদমদীঘিতে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
ছাত্রাবাস থেকে রুয়েট শিক্ষার্থীর লাশ উদ্ধার
দেশীয় চোলাই মদের ট্রানজিট বোয়ালখালী
সোনারগাঁওয়ে বিনামূল্যে চক্ষু শিবির
রূপগঞ্জ অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সভা, সংবর্ধনা ও বার্ষিক মিলনমেলা অনুষ্ঠিত
ইসলামিক ফাউন্ডেশনের কর্মীরাও ফ্যাসিস্ট সরকারের নিপীড়নের শিকার : অধ্যাপক মুজিবুর রহমান
সাম্প্রদায়িক হামলার অভিযোগে ১১৫টি মামলা, ১০০ জন গ্রেফতার
উন্মুক্ত মঞ্চে তরুণদের উচ্ছ্বাস