৭৫১১ জন মানুষ প্রতিবছর সাপের কামড়ে মারা যায়
১৮ জুন ২০২৩, ০৮:১৮ পিএম | আপডেট: ১৯ জুন ২০২৩, ১২:০১ এএম
আষাঢ়ের ৫ তারিখ আজ। প্রতিদিন বৃষ্টি হোক না হোক বর্ষাকাল শুরু হয়ে গেছে। এ সময় বন্যা হয় এবং সাপের কামড়ে মানুষ মারা যায়। প্রতি বছর দেশে প্রায় চার লাখ মানুষ সাপের কামড়ের শিকার হয়। এতে মৃত্যু হয় সাড়ে ৭ হাজারের বেশি মানুষের। সর্পদংশন সংক্রান্ত একটি জরিপে এসব তথ্য উঠে আসে। অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি (এনসিডিসি) দেশব্যাপী এই জরিপ পরিচালনা করে। রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত একটি অনুষ্ঠানে এই সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।
জরিপে দেখা যায়, দেশে সাপের কামড়ের এক-চতুর্থাংশ ঘটনায় বিষধর সাপ জড়িত। প্রতি লাখে ২৪৪ জন মানুষ সর্পদংশনের শিকার হয়। মৃত্যু হয় প্রতি লাখে ৪ থেকে ৫ জনের।
সাপের কামড়ের ৯৫ শতাংশ ঘটনা গ্রামীণ এলাকায় ঘটে। পুরষরা বাইরে কাজ করায় নারীদের চেয়ে পুরুষরা চারগুণ বেশি সাপের কামড়ের শিকার হয়। সর্পদংশনের ঘটনা বেশি ঘটে বরিশাল ও খুলনায়। ২৫ থেকে ৫৫ বছর বয়সী পুরুষেরা বাড়ির আশপাশে সন্ধ্যা থেকে মাঝরাতের মধ্যে সবচেয়ে বেশি সর্পদংশনের শিকার হন। প্রায় ৮০ শতাংশ মানুষ দংশিত অঙ্গে গিঁট দেন এবং ৬৫ শতাংশ মানুষ প্রথমেই ‘ওঝা’ বা প্রচলিত চিকিৎসকের কাছে চিকিৎসা নেন।
সর্পদংশনের পরে প্রতি হাজারে ২ জন মানুষের অঙ্গহানী ঘটে। ২২ থেকে ২৩ ভাগ বিভিন্ন দীর্ঘমেয়াদী শারিরীক অসুস্থতা ভোগ করেন। ১০ শতাংশ মানুষ দীর্ঘ মেয়াদী অবসাদ গ্রস্ততায় ভোগেন।
আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ১০.৬ শতাংশের শারিরীক অক্ষমতা এবং ১.৯ শতাংশের মানসিক অক্ষমতা দেখা দেয়।
দেশে প্রতি বছর প্রায় ১৯ হাজার গৃহপালিত পশু সর্পদংশনের শিকার হয়। এতে প্রায় আড়াই হাজার পশু মারা যায়।
সমীক্ষায় উল্লেখ করা হয়েছে, উচ্চ হারে সাপের কামড় এবং এতে মৃত্যু হওয়া সত্ত্বেও স্থানীয়ভাবে কোনও অ্যান্টি-ভেনম তৈরি হয়নি।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মৃত্যুর সংখ্যা অনেক। আমাদের একটি বিষ সংগ্রহ কেন্দ্র আছে। এখন আমাদের অ্যান্টি-ভেনম তৈরির ব্যবস্থা নিতে হবে। অনুষ্ঠানে ২০২১-২২ সালে দেশে পরিচালিত বিভিন্ন অসংক্রামক রোগ নিয়ে ১৭টি গবেষণাও তুলে ধরা হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
বড়দিনে ভারতকে ‘দুঃসংবাদ’ শোনালো অস্ট্রেলিয়া
প্রেমিকের মৃত্যুর খবরে প্রাণ দিলেন প্রেমিকা
ব্রাজিলে সেতু ধস: নিহত ৪, নিখোঁজ ১০
যুদ্ধকালীন ইউক্রেনের ডাকটিকিট, সাহসিকতার ভাষায় দেশপ্রেম ও প্রতিবাদের প্রতীক
বিচ্ছেদ হতে না হতেই আবারও একসাথে তারকা জুটি বেন-লোপেজ
হাইতির হাসপাতালে বন্দুকধারীদের হামলায় নিহত তিনজন
ছাত্রদলের কমিটি : ঢাকা কলেজের সামনে ৭টি ককটেল বিস্ফোরণ
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ১৫
গুম হন কেন্দ্রীয় সহ-সমন্বয়ক খালেদ হাসান
বিদেশি ভুল তথ্য ঠেকানোর মার্কিন সংস্থার কার্যক্রম বন্ধ
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা, নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার