রাজশাহী সিটিতে ভোট, কোথাও নেই জাপা ও জাকের পাটির এজেন্ট ইভিএম নিয়ে বিপত্তি
২১ জুন ২০২৩, ০৫:৪০ পিএম | আপডেট: ২১ জুন ২০২৩, ০৫:৪০ পিএম
রাজশাহী সিটিতে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ন ভাবে নির্বাচন হয়েছে। সকালে উপশহর স্যাটেলাইট স্কুলে ভোট দেন আওয়ামীলী প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। আর জাকের পাটির লতিফ আনোয়ার সুপ্ত ভোট দেন মুসলিম হাইস্কুলে। জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন আটকষি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট প্রদান করেন। বিভিন্ন কেন্দ্রে ঘুরে দেখা যায় ভোটাররা ভোট দিচ্ছেন। বাইরে রয়েছে আওয়ামীলীগ প্রার্থী লিটন আর কাউন্সিলর প্রার্থীর লোকজন। কোথাও দেখা মেলেনি জাতীয় পাটি আর জাকের পাটির কর্মীদের। কোথাও এ দুজনের এজেন্টের দেখা মেলেনি। সকাল নটায় আ:লীগ প্রার্থী লিটন ভোট দিয়ে বলেন, শান্তিপূর্নভাবে ভোট হচ্ছে। বিএনপি ভোটে না এসে ভুল করেছে। তার জয়ের ব্যাপারে আশাবাদি। জাতীয় পার্টির মেয়র প্রার্থী সাইফুল ইসলাম স্বপন ভোটের সামগ্রিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করলেও ইভিএম নিয়ে অসন্তোষের কথা বলেছেন। ইভিএম খুবই ধীরগতিতে কাজ করছে। একটা ভোট দিতেই লাগছে সাত থেকে আট মিনিট। এক ঘণ্টায় ৮ থেকে ১০টি ভোট নেওয়া হচ্ছে। এভাবে ইভিএম কাজ না করলে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘণ্টা সময়ে অর্ধেক ভোট গ্রহণ করতে পারবে না ইভিএম।
ইভিএম রাজশাহীর মানুষের কাছে প্রথম। কোন অভিজ্ঞতা নেই। কেউ শিখিয়ে দেয়নি ইভিএমে ভোট দেয়ার নিয়ম। কেন্দ্রের শুরুতে মুখেমুখে বলা হলেও ভেতরে গিয়ে প্রার্থী সিলেক্ট করতে পারেনি। অনেকে আন্দাজের উপর বাটমে টিপ দিয়েছেন। ভোট দিয়ে বাইরে এসে বলেন কোথায় যে দিলাম বুঝতে পারলাম না। বিশেষ করে বয়স্করা। ইভিএমে ভোট এলোমেলো হচ্ছে। এমন কথা স্বীকার করেন কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। এদিকে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকায় অনেকে ভোট কেন্দ্রে যেতে বিপাকে পড়েছেন। সকাল এগারোটা পর্যন্ত গুমোট আবহাওয়ার মধ্যদিয়ে ভোটগ্রহন হলেও হঠাৎ করে আকাশজুড়ে কালো মেঘের গর্জন আর বৃষ্টিতে বাগড়া দেয় ভোটে। ফাঁকা হয়ে যায় কেন্দ্রের আশপাশ। অনেকেই ভিজেছেন। ফিরেও গেছেন। দিনভরই গুমোট অবস্থা বিরাজ করে। নির্বাচন উপলক্ষে সব ধরনের যানবাহন বন্ধ থাকায় বিপাকে সাধারন মানুষ। বন্ধ রয়েছে নগরীর দোকানপাট। নগরীর কেন্দ্র গুলো ঘুরে দেখা যায় নারীদের সংখ্যাই বেশী ছিল। সকালের দিকে খানিকটা ভীড় থাকলেও বৃষ্টির পর ফাঁকা হয়ে যায়। দুপুর পর্যন্ত গড়ে পচিশ শতাংশ ভোট পড়েছে বলে জানাযায়। রাজশাহী সিটি নির্বাচনের দুই কাউন্সিলর পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে বুধবার দুপুরে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় এক পক্ষ আরেক পক্ষের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হয়েছেন। রাজশাহী সিটি নির্বাচনে এক ভোটকেন্দ্রে গোপন কক্ষে একাধিকবার এক মহিলা প্রবেশ করায় তিনদিনের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। বুধবার দুপুরে তালাইমারীর দারুল উলুম আলিম মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
ভোটগ্রহণের সময় এক মহিলাকে একাধিকবার মহিলা ভোটারদের নিয়ে গোপন কক্ষে প্রবেশ করতে দেখা যায়। যেটা নির্বাচন কমিশনারগণ সিসিটিভি মনিটরের মাধ্যমে দেখে প্রিসাইডিং অফিসারের সঙ্গে যোগাযোগ করেন।
এ ঘটনা দেখে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে তিনদিনের কারাদন্ড দেন। ৩নং ওয়ার্ডে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। মাঝখানে বিজিবি অবস্থান নেয়। ভোট গ্রহন শেষে ফলাফলের সময় বেশ কয়েকটি কেন্দ্রের বাইরে উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিশেষ করে ২৩নং ওয়ার্ডে দুটি কেন্দ্রের সামনে উভয় পক্ষে মিছিল করে। অনেক এলাকায় প্রার্থীর পক্ষে বিপক্ষে মিছিল হয়।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক