খালেদা জিয়া মাঠে থাকলে তাদের এ দেশে দাঁড়াবার স্থানটুকু থাকবে না-মির্জা ফখরুল
২৪ জুন ২০২৩, ০৮:০৪ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০২ এএম
বরিশালে তারুণ্যের সমাবেশ মঞ্চে প্রধান অতিথি বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দফা এক দাবী এক শেখ হাসিনার পদত্যাগ । ব্যতিক্রমী এই সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি ছিল বিপ্লবী গান, কবিতা পাঠ ও ভুক্তভোগী প্রত্যক্ষ নির্যাতনের শিকার মা বোন ও ভাইদের অভিজ্ঞতা বর্ণনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমবেত ছাত্র যুব ও জনতাকে সাথে নিয়ে বার বারই শ্লোগান তোলেন ‘দফা এক, দাবী এক, শেখ হাসিনার পদত্যাগ’।
শনিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেল’স পার্ক) জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের সমন্বয়ে আয়োজিত এই তারুণ্যের সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল জাহান শ্রাবণ এর সভাপতিত্ব বিএসপি মহাসচিব জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা থেকে আবৃত্তি করেন। তার সাথে বঙ্গবন্ধু উদ্যানের হাজার হাজার সমবেতও বিদ্রহী কবির কবিতা আবৃত্তি করেন,
"দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!!"
বিএনপি মহাসচিব তার বক্তব্যের প্রথমেই বরিশালের সন্তান হারানো মা ফিরোজা বেগমকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। কালু আর মিরাজ তার দুই সন্তান ২০০৮ সালে নিখোঁজ হয়। তাদের তুলে নিয়ে যায় সাদা পোশাকের লোকেরা। মির্জ ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় এসেই এই গুম খুনের রাজনীতি শুরু করে। তিনি বলেন, সিলেটের ইলিয়াস আলীর শিশু কন্যার বয়স আজ ১১ বছর। কত মায়ের বুক এভাবে খালি করেছে তারা। পুলিশ হেফাজতে মৃত্যু, আর গুম করে মৃত্যু। এজন্য দেশ স্বাধীন হয় নাই।
তিনি বলেন, এ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনীতি করতে বাধা দিচ্ছে। কারণ, তারা জানে, খালেদা জিয়া মাঠে থাকলে তাদের এ দেশে দাঁড়াবার স্থানটুকু থাকবে না। মিথ্যা মামলা দিয়ে তারা তারেক রহমানকেও দেশে আসতে দেয়না। কারণ তাকেও ভয় পায় এই সরকার।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছুদিন আগে পত্রিকায় এসেছে সুইজারল্যান্ডের ব্যাংকে তাদের কোটি কোটি টাকা। প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড গেলেন, সাথে সাথে সেখানের সুইজ ব্যাংক থেকে বাংলাদেশের সব টাকা উধাও হয়ে গেল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রশ্ন করেন, বিদ্যুৎ এর টাকা কোথায় গেল। আপনি আমি সবাই বিদ্যুৎ বিল দেই, তাহলে, এরা আবার নিজেদের বৈধ সরকার দাবী করে। তিনি বলেন, বৈধ সরকার নও তোমরা, ‘তোমরা অবৈধ’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিটি পণ্যের দাম বেড়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাই। তেল, চিনি, মাংস সবকিছুর দাম দিগুণ-তিনগুণ বেড়েছে। মানুষ কিনতে পারেনা কিন্তু ওরা পারে, যাদের চুরির টাকা আছে তাদের ক্রয় ক্ষমতা আছে।
এর আগে প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আওয়ামী লীগের বাকশাল গঠনের ইতিহাস তুলে ধরে বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করেছে এই সরকার। এই সরকার ভোট চোর উল্লেখ করে টুকু শ্লোগান তোলেন -"তারেক রহমান আসলে দেশে-আওয়ামী লীগ যাবে ভেসে" এবং তিনি তরুণদের নিয়ে সরকারের পতন ও তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে সবাইকে নিয়ে শপথ করেন।
তারুণ্যের এই সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, আকন কুদ্দুসুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম জাহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, শফিকুল ইসলাম মিল্টন, রাজিব আহসান, সাঈফ মাহমুদ জুয়েল সহ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
শণিবার বরিশাল বেল পাকেল তারুন্যের এ সমাবেশে যোগ দিতে মহানগরীর বাইরে থেকেও বিপুল সংখ্যক নেতা কর্মী সমবেত হন। গত ডিসেম্বরে বরিশালের একই স্থানে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রায় ৬ মাস পরে শনিবার এ তরুন্যের সমাবেশ দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মদের আরো উদ্দিবিত করল।
এদিকে শণিবার তারুণ্যের সমাবেশের পাল্টা কর্মসূচী হিসেবে মহানগরীর ফজলুল হক এভেনিউতে নগর ভবনের সামনে আওয়ামী যুব লীগ এক শান্তি সমাবেশের আয়োজন করে। ২৪-৬-২০২৩.
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরায়েল
ইইউভুক্ত দেশে গ্যাস সরবরাহ বন্ধের হুমকি কাতারের
দক্ষিণ কোরিয়ার সৌন্দর্যের পেছনে ছুটে বিপদের ফাঁদে পর্যটকরা
ঢাকার বাতাস আজ ‘ঝুঁকিপূর্ণ’
২৮ ডিসেম্বর দেশে ফিরছেন সাবেক মন্ত্রী কায়কোবাদ
হিরো নয় কারিনার ছেলের চরিত্রে অভিনয় করতে পারি
রাওয়ার নেতৃত্বে আবদুল হক ও ইরশাদ সাঈদ
স্লোভাক প্রধানমন্ত্রীর মস্কোতে পুতিনের সঙ্গে বৈঠক
কুমিল্লায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ কিশোর নিহত
গাজীপুরে কারখানা থেকে দগ্ধ আরও এক লাশ উদ্ধার
সিরিয়ার আকাশে নিষিদ্ধ হলো ইরানের বিমান
বিমানে ‘ঘুমিয়ে’ ছিলেন বাইডেন : সেনাদের লাশ পেতে অপেক্ষায় স্বজনরা
ভারতে পণ আইন নিয়ে বিতর্ক, এক ব্যক্তির আত্মহত্যা ঘিরে আলোড়ন
ভারত সীমান্তের শূন্যরেখায় পড়ে ছিল বাংলাদেশির গুলিবিদ্ধ লাশ
এক্সপ্রেসওয়েতে কভার্ডভ্যান ও প্রাইভেটকার সংঘর্ষে নারী নিহত, আহত ৫
ব্রাজিলে বাড়ির ওপর বিমান বিধ্বস্ত, সব যাত্রী নিহত
চুয়াডাঙ্গার রামদিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে একজনকে হত্যা, আহত ৫
চীনের নতুন বাঁধ প্রকল্পে তিব্বতিদের প্রতিবাদ, দমন-পীড়ন ও গ্রেফতার
গাজীপুরে চাঁদা তোলাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় যুবকের মৃত্যু
সউদীতে এক সপ্তাহে ২০ হাজারের বেশি প্রবাসী গ্রেপ্তার