খালেদা জিয়া মাঠে থাকলে তাদের এ দেশে দাঁড়াবার স্থানটুকু থাকবে না-মির্জা ফখরুল
২৪ জুন ২০২৩, ০৮:০৪ পিএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ১২:০২ এএম
বরিশালে তারুণ্যের সমাবেশ মঞ্চে প্রধান অতিথি বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দফা এক দাবী এক শেখ হাসিনার পদত্যাগ । ব্যতিক্রমী এই সমাবেশে বক্তব্য রাখার পাশাপাশি ছিল বিপ্লবী গান, কবিতা পাঠ ও ভুক্তভোগী প্রত্যক্ষ নির্যাতনের শিকার মা বোন ও ভাইদের অভিজ্ঞতা বর্ণনা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমবেত ছাত্র যুব ও জনতাকে সাথে নিয়ে বার বারই শ্লোগান তোলেন ‘দফা এক, দাবী এক, শেখ হাসিনার পদত্যাগ’।
শনিবার বরিশালের বঙ্গবন্ধু উদ্যানে (বেল’স পার্ক) জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের সমন্বয়ে আয়োজিত এই তারুণ্যের সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রওনকুল জাহান শ্রাবণ এর সভাপতিত্ব বিএসপি মহাসচিব জাতীয় কবি নজরুল ইসলামের কবিতা থেকে আবৃত্তি করেন। তার সাথে বঙ্গবন্ধু উদ্যানের হাজার হাজার সমবেতও বিদ্রহী কবির কবিতা আবৃত্তি করেন,
"দুর্গম গিরি কান্তার-মরু দুস্তর পারাবার
লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুশিয়ার!
দুলিতেছে তরী, ফুলিতেছে জল, ভূলিতেছে মাঝি পথ,
ছিঁড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কার হিম্মৎ?
কে আছ জোয়ান, হও আগুয়ান, হাঁকিছে ভবিষ্যত।
এ তুফান ভারী, দিতে হবে পাড়ি, নিতে হবে তরী পার!!"
বিএনপি মহাসচিব তার বক্তব্যের প্রথমেই বরিশালের সন্তান হারানো মা ফিরোজা বেগমকে উদাহরণ হিসেবে তুলে ধরেন। কালু আর মিরাজ তার দুই সন্তান ২০০৮ সালে নিখোঁজ হয়। তাদের তুলে নিয়ে যায় সাদা পোশাকের লোকেরা। মির্জ ফখরুল বলেন, এই সরকার ক্ষমতায় এসেই এই গুম খুনের রাজনীতি শুরু করে। তিনি বলেন, সিলেটের ইলিয়াস আলীর শিশু কন্যার বয়স আজ ১১ বছর। কত মায়ের বুক এভাবে খালি করেছে তারা। পুলিশ হেফাজতে মৃত্যু, আর গুম করে মৃত্যু। এজন্য দেশ স্বাধীন হয় নাই।
তিনি বলেন, এ সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে তাকে রাজনীতি করতে বাধা দিচ্ছে। কারণ, তারা জানে, খালেদা জিয়া মাঠে থাকলে তাদের এ দেশে দাঁড়াবার স্থানটুকু থাকবে না। মিথ্যা মামলা দিয়ে তারা তারেক রহমানকেও দেশে আসতে দেয়না। কারণ তাকেও ভয় পায় এই সরকার।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছুদিন আগে পত্রিকায় এসেছে সুইজারল্যান্ডের ব্যাংকে তাদের কোটি কোটি টাকা। প্রধানমন্ত্রী সুইজারল্যান্ড গেলেন, সাথে সাথে সেখানের সুইজ ব্যাংক থেকে বাংলাদেশের সব টাকা উধাও হয়ে গেল।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল প্রশ্ন করেন, বিদ্যুৎ এর টাকা কোথায় গেল। আপনি আমি সবাই বিদ্যুৎ বিল দেই, তাহলে, এরা আবার নিজেদের বৈধ সরকার দাবী করে। তিনি বলেন, বৈধ সরকার নও তোমরা, ‘তোমরা অবৈধ’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, প্রতিটি পণ্যের দাম বেড়েছে। সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা নাই। তেল, চিনি, মাংস সবকিছুর দাম দিগুণ-তিনগুণ বেড়েছে। মানুষ কিনতে পারেনা কিন্তু ওরা পারে, যাদের চুরির টাকা আছে তাদের ক্রয় ক্ষমতা আছে।
এর আগে প্রধান বক্তা যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু আওয়ামী লীগের বাকশাল গঠনের ইতিহাস তুলে ধরে বলেন, মানুষের ভোটের অধিকার হরণ করেছে এই সরকার। এই সরকার ভোট চোর উল্লেখ করে টুকু শ্লোগান তোলেন -"তারেক রহমান আসলে দেশে-আওয়ামী লীগ যাবে ভেসে" এবং তিনি তরুণদের নিয়ে সরকারের পতন ও তারেক রহমান দেশে না ফেরা পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে সবাইকে নিয়ে শপথ করেন।
তারুণ্যের এই সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, আকন কুদ্দুসুর রহমান, সেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব মীর জাহিদুল ইসলাম জাহিদ, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান, শফিকুল ইসলাম মিল্টন, রাজিব আহসান, সাঈফ মাহমুদ জুয়েল সহ ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবক দলের জেলা, উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
শণিবার বরিশাল বেল পাকেল তারুন্যের এ সমাবেশে যোগ দিতে মহানগরীর বাইরে থেকেও বিপুল সংখ্যক নেতা কর্মী সমবেত হন। গত ডিসেম্বরে বরিশালের একই স্থানে বিএনপির বিভাগীয় সমাবেশের প্রায় ৬ মাস পরে শনিবার এ তরুন্যের সমাবেশ দল ও সহযোগী সংগঠনের নেতা কর্মদের আরো উদ্দিবিত করল।
এদিকে শণিবার তারুণ্যের সমাবেশের পাল্টা কর্মসূচী হিসেবে মহানগরীর ফজলুল হক এভেনিউতে নগর ভবনের সামনে আওয়ামী যুব লীগ এক শান্তি সমাবেশের আয়োজন করে। ২৪-৬-২০২৩.
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ডেনমার্ক সরকারের আইএফইউ কর্তৃক একেএস খান ফার্মাসিউটিক্যালসে ১২.৫ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ
রাশিয়ার জনগণকে ভালোবাসেন ট্রাম্প!
বিমানবন্দরে রাতভর তল্লাশিতে মেলেনি কিছুই : শাহজালালে ফের বোমা হামলার হুমকি বার্তা
বিপুল কর্মী ছাঁটাই করতে যাচ্ছে সংবাদমাধ্যমগুলো
ইএফডি মেশিনের আগে সব ব্যবসায়ীদের ভ্যাটের আওতায় আনুন
বিএনপিতে চাঁদাবাজ অত্যাচারী ও দখলবাজের কোনো জায়গা নেই : আমান উল্লাহ আমান
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
রূপগঞ্জে শীতার্তদের ঘরে ঘরে কম্বল পৌঁছে দিলেন এসিল্যান্ড
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
ধামরাইয়ে ভাড়ারিয়া ইউনিয়ন ভূমি অফিসে ঝুলছে তালা
মাদক চাঁই রুবেল দেশীয় অস্ত্রসহ গ্রেফতার
দুর্নীতির মামলায় খুলনার সাবেক এমপি মিজানুর রহমান কারাগারে
সাধন চন্দ্র মজুমদারের আয়কর নথি জব্দ
জুলাই বিপ্লবে প্রত্যেকটি খুনের বিচার হতে হবে
এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে ৫ম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ট্যাম্পা বে-২০২৫
নারায়ণগঞ্জে কিউলেক্স মশার উপদ্রবে নাজেহাল নগরবাসী
স্বতন্ত্র বিধিমালা ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান
নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করুন : নবীন পুলিশদের আইজিপি