জামালকে হত্যার জন্য শেষ গুলিটা করেছিল শুটার দেলু
২৫ জুন ২০২৩, ০৮:৫৮ এএম | আপডেট: ২৫ জুন ২০২৩, ০৮:৫৮ এএম
গত ৩০ এপ্রিল রাত ৮টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে যুবলীগ নেতা মো. জামাল হোসেনের (৪০) ভাড়া বাসার নিচে বোরকা পরিহিত তিন সন্ত্রাসীকে গুলি করে হত্যা করে। এ হত্যাকাণ্ডে বোরখা পরে সরাসরি জড়িত একজন দেলোয়ার হোসেন দেলু। সেদিনের হত্যাকাণ্ডের হত্যার লোমহর্ষক বর্ণনা দিয়ে আফালতে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বর্ণনা দিয়েছে দেলু। হত্যাকাণ্ডের দিন সন্ধ্যায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই মাসুদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে তারা। কালো হাইয়েস গাড়িযোগে পরিকল্পনা মতো গৌরীপুর বাজারে বোরকা পরে যায় আরিফ, কালা মনির ও দেলু। বাজারে জামালকে পাওয়া মাত্র মনির ও আরিফ দুইটা করে গুলি করে। শেষে একটা গুলি করে দেলু।
হত্যার পর যেভাবে পালায় খুনিরা -
জামালকে গুলি করে পরিকল্পনা মতো দৌড়ে প্রথমে সিএনজিতে করে, পরে হাইয়েসে উঠে চান্দিনার কাঠেরপুল এলাকায় চলে যায় হত্যাকারীরা। সেখান থেকে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের ছোট ভাই মাসুদ অন্য একটি হাইয়েসে করে তাদের নিয়ে যান নোয়খালীর সুবর্ণচরে। নোয়খালীতে দেবিদ্বার উপজেলা চেয়ারম্যান ও কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদের মুরগির ফ্যাক্টরিতে আত্মগোপন করে তারা।
আদালতে খুনের যে বর্ণনা দেয় দেলু-
দেলোয়ার হোসেন দেলু আদালতে তার জবানবন্দিতে জানায়, দাউদকান্দিতে জমি বিক্রি ও দালান উঠানোর চাঁদা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব হয় জামাল-কামাল ও সুজন-শাকিল দুই গ্রুপের মধ্যে। এগুলো নিয়ে মারামারিও হয় কয়েক দফা। পরে দশ লাখ টাকা চুক্তিতে জামালকে হত্যার পরিকল্পনা করে প্রতিপক্ষ। এই বিষয়ে আরও অনেকেই সহায়তার কথা বলেন।
৩০ এপ্রিল যেভাবে হত্যা করা হয়-
জবানবন্দিতে দেলু বলেন, ৩০শে এপ্রিল বিকেলে জিয়াকান্দি পাওয়ার হাউস থেকে একটি হাইয়েসে উঠে আরিফ, মনির ও আমি বোরকা পরি। গাড়িটি আমাদের নিয়ে ঘন্টা খানেক ঘোরাঘুরি করে আবার পাওয়ার হাউসে চলে আসে। সেখানে আরিফ আমাকে একটি ও মনিরকে একটি বন্দুক দেয়। তার কাছে রাখে আরো একটি। সেখান থেকে সিএনজিতে করে গৌরীপুর বাজারে চলে যাই। গৌরীপুর বাজারে আমাদের লোক জামালের অবস্থান সম্পর্কে জানিয়ে দেয়। সন্ধ্যা নাগাদ তথ্য দেয়া জায়গায় জামালকে দেখামাত্র আরিফ ও কালা মনির দু’টি করে গুলি করে। শেষে আমি একটি গুলি করি। লোক জড়ো হতে থাকলে আমরা দৌড়ে ভুলির রাস্তা মাথায় চলে যাই। সেখান থেকে জঙ্গল দিয়ে একটি গ্যারেজের কাছে গেলে শাহ আলী হাইয়েস গাড়ি নিয়ে আসে। পরে আমি শনিরআখড়া আমার খালার বাড়িতে চলে যাই। সেখান থেকে র্যাব আমাকে গ্রেপ্তার করে।
জামাল হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী এড. মাসুদ সালাউদ্দিন বলেন, আদালতে দেলু, সৈকত ও গাড়ি চালক সুমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এতে মাসুদসহ পেছনের সকল মাস্টার মাইন্ডের কথা বেরিয়ে এসেছে। আমরা আশা করবো মহামান্য আদালত মাস্টার মাইন্ডসহ সকলের সর্বোচ্চ শাস্তি দিবেন ।
দাউন্দকান্দি যুবলীগ নেতা জামাল হত্যাকাণ্ডের ঘটনায় শ্যুটার দেলুসহ আরো দুইজন আদালতে স্বীকারোক্তি মূলকজবানবন্দি দিয়েছে। অপর দুইজন হলো হাইস গাড়ি চালক সুমন হোসেন ও একই ঘটনায় অস্ত্র মামলায় গ্রেপ্তার ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম সৈকত। গাড়ি চালক সুমন হোসেন গাড়িতে করে আসামিদের বহন করার কথা আদালতে স্বীকার করেন।
অপরদিকে ছাত্রলীগ নেতা মাজহারুল ইসলাম সৈকত মাসুদের বাড়িতে অস্ত্রের ব্যাগ হত্যা শেষে পৌছে দেয়া ও পরবর্তীতে মহাসড়কের পাশে লুকিয়ে রাখার বিষয়টি স্বীকার করেন। এখন পর্যন্ত জামাল হত্যাকাণ্ডের ঘটনায় র্যাব ও গোয়েন্দা পুলিশের হাতে ১০ জন গ্রেপ্তার হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৯ দফা বাস্তবায়নে পদক্ষেপ কতদূর?
মর্গের দুই লাশের দাবিদার দুই পরিবার,
আইনজীবীকে হত্যার হত্যাচেষ্টা: শেখ হাসিনা-জয়সহ ৯৩ জনের মামলা এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ
তথ্য থাকলেও সন্দেহজনক লেনদেনে দেরিতে ব্যবস্থা নিচ্ছে বিএফআইইউ!
সাবেক এমপি হেনরীর ৫৬ কোটি টাকার সম্পত্তি জব্দের নির্দেশ,
গ্যাসের দাম বাড়ানোর উদ্যোগে উৎকণ্ঠায় নারায়ণগঞ্জের ব্যবসায়ীরা
দেশে এইচএমপি ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত
শাহজালাল বিমানবন্দরে বিমান বাহিনীর সদস্যদের অপসারণে আইনি নোটিশ
চকরিয়ায় পুলিশ-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি: বসতবাতিতে আগুন, ওয়ার্ড মেম্বারসহ আহত ২
স্বাধীন সামরিক বাহিনী সংস্কার কমিশন গঠনের প্রস্তাব
শেখ হাসিনার চোখ ছিল শুধু ঢাকা থেকে টুঙ্গীপাড়া পর্যন্ত : সারজিস
শেখ হাসিনা ভারতের সাথে বৈষম্যমৃলক চূক্তি করেছিলেন-মৌলভীবাজারে সারজিস আলম
ব্র্যাক ব্যাংকের টপ টেন রেমিটেন্স অ্যাওয়ার্ড জয় ২০২৪ সালে ১.৬ বিলিয়ন ডলার রেমিটেন্স সংগ্রহ
ওসি মুহিবুল্লাহকে বাঁচাতে স্বজনদের মানববন্ধন
পাটগ্রাম সীমান্তে বাংলাদেশিকে লক্ষ্য করে বিএসএফের গুলি, আহত ১
ওয়ান টাইম প্লাস্টিক বন্ধে ক্ষতিগ্রস্ত হবে ৬ হাজার প্রতিষ্ঠান: বিপিজিএমইএ
চলমান সংস্কার গতিশীল করতে হবে, যাতে কেউ প্রশ্ন তুলতে না পারে : মান্না
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় তিন দিনে মোট ১১ জন নিহত, আহত ৩৫
বিধ্বংসী শতকে লিটনের জবাব, ঝড়ো সেঞ্চুরি তানজিদেরও, বিপিএলে রেকর্ড
ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রকারী বিএনপির ক্ষতি করতে পারবে না : আমিনুল হক