কক্সবাজারে নতুন ঈদগাঁও উপজেলা সদর দপ্তর স্থাপন নিয়ে রশি টানাটানি

Daily Inqilab কক্সবাজার ব্যুরো

০৪ জুলাই ২০২৩, ০৬:২২ পিএম | আপডেট: ০৫ জুলাই ২০২৩, ১২:০১ এএম

  • এক প্রভাবশালীর অনৈতিক হস্তক্ষেপে জনমনে অসন্তুষ
  • নিকার এর অনুমোদিত স্থানে উপজেলা হেড কোয়ার্টার স্থাপনের দাবীতে সোচ্চার এলাকাবাসী


সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ 'নিকার' এর সিদ্ধান্ত লঙ্ঘন করে এক কর্মকর্তা ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কক্সবাজারে নবগঠিত ঈদগাঁও উপজেলা সদর দপ্তর স্থাপনের স্থান পরিবর্তনে ব্যাপক জনঅসন্তুষ দেখা দিয়েছে। বিষয়টির সুরাহা চেয়ে উচ্চ আদালতে এখন মামলা ঝুলছে।
মঙ্গলবার কক্সবাজার প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে ঈদগাঁও উপজেলা কমপ্লেক্স 'নিকার' প্রস্তাবিত জমিতেই গড়ার দাবি জানিয়েছেন ঈদগাঁও উপজেলার সচেতন নাগরিকবৃন্দ।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সব কিছু ঠিক থাকলেও
স্থানীয় সরকারের সাবেক এক পদস্থ কর্মকর্তা (হেলাল উদ্দিন) নিকারের সিদ্ধান্তের তথ্য গোপন করে তার পৈত্রিক নিবাসের পাশে তিন ফসলী জমিতে উপজেলার প্রশাসনিক ভবন তৈরির প্রক্রিয়া করায় স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের মতে নিকার সিদ্ধান্ত মতে মহাসড়কের পাশের খালি জায়গায় প্রশাসনিক কার্যালয় স্থাপন না করে লোকালয়ের মাঝখানে ইউএনও অফিস করা হলে নতুন করে সড়ক যোগাযোগ স্থাপন করতে হবে। এতে ফসলী জমিসহ সরকারের কোটি কোটি টাকা গচ্ছা যাবে। ৫টি ইউনিয়ন নিয়ে গঠিত ঈদগাঁও উপজেলার জনগণের সেবা পেতে ভোগান্তি ও আর্থিক ক্ষতি হবে। এ ছাড়া নির্মিতব্য রেললাইনের পাশে বহুতল ভবন হলে তা হবে অনিরাপদ। তাই নিকার এর সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারের নীতিনির্ধারণী মহলে হস্তক্ষেপ চেয়েছেন তারা।

মঙ্গলবার (৪ জুলাই) দুপুরে কক্সবাজার প্রেসক্লাবে ঈদগাঁও উপজেলার সচেতন নাগরিকের ব্যানারে সংবাদ সম্মেলনে ঈদগাঁও ইউনিয়নের চেয়ারম্যান ছৈয়দ আলম বলেন, ২০২১ সালের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার সদরের ৫টি ইউনিয়ন নিয়ে নতুন ঈদগাঁও উপজেলা ঘোষণা করেন। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে 'নিকারে' উক্ত উপজেলা সদর দপ্তর ঈদগাঁও ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন সকলের সুবিধার্থে ঈদগাঁও কলেজের পার্শ্ববর্তী খালি স্থানটি নির্ধারণ করা হয়। নতুন উপজেলা সদর দপ্তর স্থাপনের বিধিমালায় বলা আছে এমন জায়গা নির্ধারণ করতে হবে যেখানে কাছাকাছি বিভিন্ন সরকারি-বেসরকারি অফিস, বিদ্যুৎ অফিস, স্কুল, কলেজ রাস্তা, হাটবাজার, ব্যাংক, বীমা ও সরকারি হাসপাতাল ইত্যাদি সুবিধা থাকে। কলেজের পাশের প্রথম প্রস্তাবিত জায়গাতে প্রায় নাগরিক সুযোগ-সুবিধা বিদ্যমান। এটি পছন্দ করে নিয়মিত অফিস কার্যক্রমের অংশ হিসেবে বিগত ২০২১ সালের ১৫ সেপ্টেম্বর প্রস্তাবিত জায়গার প্রতিবেদন চেয়ে স্থানীয় সরকার শাখা কক্সবাজার হতে একটি চিঠিও ইস্যূ করা হয়। এ জমিতে প্রশাসনিক ভবন হলে বেশ কিছু খাস জমি অধিগ্রহণে আসবে। ফলে সরকারি টাকার অপচয় রোধ এবং ফসলী জমি নষ্ট হবেনা।

তিনি আরো বলেন, প্রথম জমির বিষয়ে প্রতিবেদন চাওয়ার প্রায় এক মাস পর স্থানীয় সরকারের উচ্চ পদে থাকা (বর্তমানে সাবেক হয়েছেন) ইসলামাবাদ ইউনিয়নের এক ব্যক্তির ইশারায় তারই দুই প্রতিবেশীকে দিয়ে কথিত উপজেলার স্থান নির্ধারণ বাস্তবায়ন কমিটির ব্যানারে একটি আবেদন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বরাবর পাঠানো হয়।
সেখানে তারা লিখেন, ইসলামাবাদের গর্বিত সন্তন হিসেবে ইসলামাবাদ রেল স্টেশনের পাশে ১০ একর ধানি জমিতে উপজেলার প্রশাসনিক ভবন স্থাপনের ব্যবস্থা করলে আপনার গৌরবের পাশাপাশি এলাকাবাসী উপকৃত হবে এবং ইউনিয়নের সন্তান হিসেবে যুগ যুগ আপনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। এ আবেদনের প্রেক্ষিতে পূর্বের ফাইল থেকে ডিজিটাল ট্রেস ও ১৫ সেপ্টেম্বরের চিঠি গোপন করে ১১ অক্টোবর জেলা প্রশাসককে ইসলামাবাদে স্থান নির্ধারণ করতে স্থানীয় সরকার বিভাগ হতে পত্র দেয়া হয়। এরপরই শুরু হয় রশি টনাটানি। আমরা চাই, মূল ভবনটি নিকার প্রস্তাবিত স্থানে হয়ে সংশ্লিষ্ট অন্য বিভাগ গুলো আশপাশের ইউনিয়নে গড়ে উঠুক।

চেয়ারম্যান ছৈয়দ আলমের মতে, প্রধানমন্ত্রীর নির্দেশনা মতে কোন স্থাপনা গড়তে ফসলী জমি নষ্ট করা যাবে না। ইসলামাবাদের যেখানে উপজেলা হেড কোয়ার্টার করার প্রক্রিয়া চলছে তা ঈদগাঁও রাবার ড্রামের আওতাধীন ৩ ফসলী জমি এবং এখানে কোন ধরণের নাগরিক সুযোগ-সুবিধা নেই। এখানের কৃষি জমি নষ্ট করে উপজেলা ভবন করলে রাবার ড্যামের সুবিধা পাওয়া ৮০০ একর জমি ক্ষতির মুখে পড়ে অকার্যকর হবে। যোগাযোগের জন্য বড় করতে হবে সরু সড়ক। আর সম্পূর্ণ কৃষি জমি অধিগ্রহণ করে ক্ষতিপূরণ বাবত প্রায় অর্ধশত কোটি টাকার পাশাপাশি ফসলী জমিও গচ্চা যাবে।

অন্যদিকে প্রথম প্রস্তাবিত ঈদগাঁও কলেজের পাশের জমি অধিগ্রহনে ব্যক্তি মালিকানাধীন জমির পরিমাণ কম ও খাস জমি থাকায় টাকা পরিশোধ করতে হবে কম। নতুন গড়তে হবে সড়ক। তাই অধিকতর জনকল্যাণকর স্থানে (নিকারের সিদ্ধান্ত মোতাবেক) জায়গাতে নবগঠিত উপজেলা ভবন করার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

এদিকে, ঈদগাঁও উপজেলার নতুন প্রশাসনিক ভবন গড়ার জটিলতা নিরসনকল্পে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) একটি মতামত দিয়েছে। কউকের নগর পরিকল্পনা বিভাগ হতে ২০২২ সালের ৩ ফেব্রুয়ারি দেয়া পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়, নবসৃষ্ট ঈদগাঁও উপজেলা বিদ্যমান মহাপরিকল্পনা এলাকার বাইরে কিন্তু কউকের অধিক্ষেত্রের আওতাধীন। পর্যবেক্ষণে দেখা যায়, ঈদগাঁও ইউনিয়নের প্রস্তাবিত সাইট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক সংলগ্ন। সাইটের পারিপার্শ্বিক ভূমি ব্যবহারের মধ্যে থানা, স্কুল, কলেজ, হাসপাতাল, স্টেডিয়াম এবং বাণিজ্যিক (শপিংমল, বাজার, ব্যাংক ইত্যাদি) ভূমি ব্যবহারের আধিক্য লক্ষ্যণীয়। ঈদগাঁও ইউনিয়নের প্রস্তাবিত সাইট ঈদগাঁও স্টেশন হতে প্রায় ৫০০ মিটারে এবং ভৌগোলিক দৃষ্টিকোন হতে নিকার প্রস্তাবিত ঈদগাঁও স্টেশন সংলগ্ন জায়গাটি নবসৃষ্ট উপজেলার অনেকটা মাঝামাঝি অবস্থিত। যা নবসৃষ্ট উপজেলাবাসীর জন্য সুবিধা গ্রহণের ক্ষেত্রে সহজতর এবং উপজেলাবাসীকে দ্রুত ও স্বল্প ব্যয়ে সরকারের বিভিন্ন সেবা প্রদানের উদ্দেশ্য সহায়ক হবে।

অন্যদিকে, ইসলামাবাদ ইউনিয়নের প্রস্তাবিত সাইট চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হতে প্রায় ২ কিলোমিটার দূরে। ভূমির মাঝে কৃষি ব্যবহারের আধিক্য থাকায় প্রশাসনিক ভবন করতে গেলে শ্রেণি পরিবর্তন আবশ্যক। এতে ইউনিয়নের কৃষি নির্ভর জনগণের জীবিকা ক্ষতিগ্রস্থ হতে পারে। ইসলামাবাদের প্রস্তাবিত স্থানটি নিকটবর্তী ঈদগাঁও রাবার ড্যামের সেচ সুবিধাপ্রাপ্ত প্রায় ৮০০ হেক্টর কৃষি জমির আওতাধীন। ফলে উক্ত স্থানে উপজেলার প্রশাসনিক দপ্তর সমূহ প্রতিষ্ঠা করা হলে রাবার ড্যাম দ্বারা সেচ সুবিধাপ্রাপ্ত জমির পরিমান হ্রাস পাবে, কমে যাবে রাবার ড্যামের উপযোগিতাও। তাই উপজেলা কমপ্লেক্স স্থাপনে ঈদগাঁও ইউনিয়নের সাইটটি ইসলামাবাদের প্রস্তাবিত সাইটের চেয়ে অধিক উপযুক্ত।

কক্সবাজারের প্রকৌশলী হেলাল উদ্দিন বলেন, রেল লাইনের পার্শবর্তী স্থাপনাগুলো ধীরে ধীরে শক্তিহীন হয়ে যায়। তাই দেখেশুনে রেল লাইনের পাশে উপজেলা কমপ্লেক্স গড়া বোকামির সামিল।

সংবাদ সম্মেলনে ঈদগাঁও বাজারের ব্যবসায়ী জাফর আলম, মুহাম্মদ ছৈয়দ, এহেসান বাবুল, মুহাম্মদ ইউনূস কোম্পানী, মুহাম্মদ আবু ছালেহ প্রমূখ উপস্থিত ছিলেন।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার

সিংগাইরের তহরা হত্যা মামলা : শিক্ষক লালমুদ্দিনের ব্লাকমেইলের শিকার ছাত্রী আইরিন আক্তার

১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন

১৫ জানুয়ারি বিদায়ী ভাষণ দেবেন জো বাইডেন

’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত

’৭১ প্রশ্নে জামায়াতে নতুন আলোচনা, আসতে পারে সিদ্ধান্ত

ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে

ঘণকুয়াশায় ৩ ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস চালু হয়েছে

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের মালামাল নিয়ে বিদেশি জাহাজ মোংলায়

চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি

চীন সফরে রেচেল রিভস , যুক্তরাজ্যের উন্নতির প্রতিশ্রুতি

দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির

দায়িত্ব পেলে আমরা ধর্ম ও দল দেখব না : জামায়াতের আমির

'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'

'মুরুব্বী মুরুব্বী কামডা করল কী'

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

বায়ুদূষণের শীর্ষে কলকাতা, ঢাকা দ্বিতীয়

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

তথ্য গোপন মামলায় ট্রাম্প দোষী সাব্যস্ত হলেও নেই কোনও শাস্তি

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে বিজয়ী কারেন বিদ্রোহীরা, প্রশাসন গঠনে চ্যালেঞ্জ

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

ভ্যাট ও শুল্ক বৃদ্ধির ইস্যুতে প্রতিক্রিয়া জানাবে জাতীয় নাগরিক কমিটি

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা ১১, সংকট আরও বাড়ছে

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

মেঘনায় বাল্কহেড-স্পিডবোট সংঘর্ষে নিহত অন্তত ২, একাধিক নিখোঁজ

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

গাজায় টেলিকম সেবা বন্ধের আশঙ্কা , জ্বালানি সংকটে জরুরি সেবা বিপর্যস্ত

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় আসাদ অনুগত কর্মকর্তার জনসম্মুখে মৃত্যুদণ্ড কার্যকর

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি সার্ভিস বন্ধ

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইয়েমেনে বিদ্যুৎ কেন্দ্র-বন্দরে ইসরায়েলি যুদ্ধবিমানের হামলা

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে

ইসরায়েলি বিমান হামলায় গাজায় নিহত আরও ২১, মানবিক বিপর্যয় চরমে

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক

ফেনীর মহিপালে এক শিশুসহ ৭ রোহিঙ্গাকে আটক