বিএনপি ক্ষমতার জন্য পাগল ও বেসামাল হয়ে গেছে- ওবায়দুল কাদের
২৩ জুলাই ২০২৩, ০৩:২১ পিএম | আপডেট: ২৩ জুলাই ২০২৩, ০৩:২১ পিএম
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দীর্ঘদিন ধরে ক্ষমতায় না থাকার কারনে বিএনপি ক্ষুধার্ত হয়ে পড়েছে। তারা এখন ক্ষমতার জন্য পাগল ও বেসামাল হয়ে গেছে। বেসামাল এ বিএনপি ক্ষমতায় গেলে আরেকটা হাওয়া ভবন করবে, গণতন্ত্র, উন্নয়ন, মুক্তিযুদ্ধ এবং দেশও গিলে খাবে। তত্ত্বাবধায়ক সরকার আদালতের আদেশে মরে গেছে, তত্ত্বাবধায়ক আর জীবিত হবে না। কারও ফরমায়েশে বাংলাদেশে নির্বাচন হবেনা। ইউরোপ-আমেরিকার নেতারা এসেছে, তাদের সাথেও কথা বলেছি, তাদের দেশেও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নেই এবং তারাও তত্ত্বাবধায়ক বুঝেনা।
রোববার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শান্তি ও উন্নয়ন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এর আগে সকালে সেতুমন্ত্রী আধুনিকায়নকৃত বসুরহাট পৌরসভা বাস স্ট্যান্ড ও বসুরহাট পৌরসভার ৭৩৫টি সোলার বাতি স্থাপন প্রকল্পের উদ্বোধন করেন।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাদলের সঞ্চালনায় বসুরহাট পৌরসভা মিলনায়তনে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ খায়রুল আনম সেলিম, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোয়াখালী পৌরসভা মেয়র সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডাক্তার জাফর উল্যাহ, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান প্রমূখ।
ওবায়দুল কাদের বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কঠোর সমালোচনা করে বলেন, তিনি একজন শিক্ষক ও স¦জ্জন ব্যাক্তি হয়েও মিথ্যা বলায় পারদর্শী। একজন শিক্ষক হয়েও কিভাবে এত বিশ্রি ভাষায় গালি দিতে পারেন। তিনি একজন প্যাথলজিক্যাল লায়ার। ২০০৮ সালে খালেদাÑফখরুল বলেছিলো, আওয়ামী লীগ ৩০আসন পাবে। কিন্তু তখন আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে ক্ষমতায় গিয়েছিল। তারা এবং তাদের জোট পেয়েছিল ৩০আসন। এখন মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ১০সিট পাবে। অথচ দেশের ৭০শতাংশ মানুষ শেখ হাসিনাকে ভোট দিতে উদগ্রিব হয়ে আছে। শেখ হাসিনাই আগামী নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠন করবে। নালিশ করতে করতে বিদেশীদের কাছ থেকে এখন বিএনপি পেয়েছে ঘোড়ার ডিম। এ দলটি এখন নালিশ পার্টিতে পরিনত হয়েছে। ক্ষমতার লোভ করে ক্ষমতায় যেতে পারবেনা বুঝতে পেরে এখন শুধু শেখ হাসিনার পদত্যাগ চায়।
তিনি আরও বলেন, এ উপকূলীয় জনপদের মানুষের জন্য নদী ভাঙ্গনরোধে কেউ ক্রসড্যাম করতে পারেনি, শেখ হাসিনাই পেরেছেন। ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালী জেলার মানুষ অন্ধকারে ছিল। শেখ হাসিনা অন্ধকারের মধ্যে আলো জালিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুলরা দিনের আলো দেখেনা। দিনেও রাতের আঁধার দেখে। বৃহত্তম নোয়াখালী এলাকায় এ সরকার উন্নয়ন করে আলোকিত করেছে। একসময় এ এলাকা বিএনপির ঘাঁটি থাকলেও এখন আওয়ামী লীগের ঘাঁটিতে পরিনত হয়েছে।
ওবায়দুল কাদের বিরোধী দলের আন্দোলন সংগ্রামকে উদ্দেশ্য করে হুশিয়ারি দিয়ে বলেন, আন্দোলনের নামে অগ্নিসংযোগ ভাঙ্গচুর সহ্য করা হবেনা। যে হাত দিয়ে ভাংচুর করতে আসবে, সে হাত ভেঙ্গে দেয়া হবে। যে হাত দিয়ে অগ্নিসংযোগ করতে আসবে, সে হাত জ্বালিয়ে দেয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
সন্তান প্রাপ্তবয়স্ক হলেই বিয়ে দিন
চট্টগ্রামের প্রবীণ আলেম আল্লামা জালাল উদ্দীনের ইন্তেকাল
খানবাহাদুর আহ্ছানউল্লা : শিক্ষায় তার অবদান
ভারত কি শেখ হাসিনাকে ফেরত দেবে?
ভারতকে সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
মহাবিশ্বের সুদূর পারে মিলল অতিকায় মহাসাগরের সন্ধান
না ফেরার দেশে সুজুকি কোম্পানির সাবেক চেয়ারম্যান ওসামু সুজুকি
প্রথম উভচর অ্যাসল্ট জাহাজ উদ্বোধন চীনে
মাত্র ২ ডলার টিপস দেয়ায় গর্ভবতী মহিলাকে ১৪ বার ছুরিকাঘাত
ইরাকে গণকবরে ১০০ কুর্দি নারী ও শিশুর লাশের সন্ধান
টুইটার থেকে এক্স, ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যমের নতুন যুগ
অস্ট্রেলিয়ায় দাবানলে পুড়ে গেছে সিঙ্গাপুরের আয়তনের সমান এলাকা
মরক্কোয় অভিবাসী নৌকাডুবিতে ৭০ জন নিখোঁজ
সানা বিমানবন্দরে ইসরাইলি হামলা অক্ষত আছেন ডব্লিউএইচও প্রধান
জাপানে বয়স্ক জনসংখ্যা ও প্রতিরক্ষা খাতে রেকর্ড বাজেট অনুমোদন
ট্রাম্পের অধীনে সম্ভাব্য পারমাণবিক পরীক্ষা নিয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কতা
হুথি-ইসরাইল সংঘাত বৃদ্ধির নিন্দা জাতিসংঘ মহাসচিবের
দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টও অভিশংসিত
সময় টিভির সাংবাদিকদের চাকরিচ্যুতি: ওই দিনের প্রকৃত ঘটনা তুলে ধরলেন হাসনাত
প্রশ্ন : কেউ ৫০০০ টাকায় একটি আবাদী জমি ভাড়া নিল। বছরে ৫০০ টাকা ভাড়া বাবদ কাটা হবে। তিন বছর পর ১৫০০ টাকা ভাড়া কেটে বাকি ৩৫০০ টাকা ফেরত দিল। এ নিয়ম বৈধ কিনা?