নারায়ণগঞ্জে পথে পথে তল্লাশিচৌকি, বাস না পেয়ে যাত্রীদের চরম ভোগান্তি
২৮ জুলাই ২০২৩, ০৩:০২ পিএম | আপডেট: ২৮ জুলাই ২০২৩, ০৩:০২ পিএম
রাজধানীতে আওয়ামী লীগ ও বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দলের সমাবেশকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বিভিন্ন সড়ক ও মহাসড়কে তল্লাশিচৌকি স্থাপন করেছে পুলিশ। সেইসঙ্গে নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখী বিভিন্ন পরিবহনের বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
শুক্রবার সকাল থেকে সরেজমিনে শহরের চাষাঢ়া, দুই নম্বর গেট, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড, মৌচাক, সোনারগাঁয়ের কাঁচপুর, মদনপুর এলাকায় ঢাকামুখী লেনে পুলিশের তল্লাশিচৌকি দেখা যায়।
এ ছাড়াও রূপগঞ্জের ভুলতা, গাউছিয়া, তিনশ’ ফিট, তারাব বিশ্বরোড এলাকাতেও তল্লাশিচৌকি রয়েছে বলে জানায় পুলিশ। মহাসড়কে পুলিশের সাঁজোয়া যান ও জলকামানও দেখা গেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় অন্তত এক ঘণ্টা অবস্থান করে কোন বাস বা যাত্রাবাহী পরিবহন থামিয়ে তল্লাশি করতে দেখা যায়নি পুলিশকে। যদিও অন্য সময় সমাবেশকে ঘিরে কড়াকড়িভাবে তল্লাশি চালাতে দেখা গিয়েছিল পুলিশ সদস্যদের। তবে গতরাত থেকে ভোর পর্যন্ত পুলিশি তল্লাশিতে কড়াকড়ি ছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়া যাত্রীরা বাসস্ট্যান্ডে পরিবহনগুলোর কাউন্টারে সামনে অপেক্ষা করছেন। তবে সাইনবোর্ড এলাকাতে সকালের দিকে যাত্রীবাহী বাস থামিয়ে তল্লাশি চালাতে দেখা গেছে। তবে বেলা বাড়ার সাথে সাথে তল্লাশি কার্যক্রম শিথিল হয়ে আসে।
নারায়ণগঞ্জ থেকে বন্ধন, উৎসব, হিমাচল, শীতল, মৌমিতাসহ কয়েকটি পরিবহনের বাস ঢাকায় চলাচল করে। তবে সমাবেশকে ঘিরে সকাল থেকে ঢাকাগামী বাসগুলোতে যাত্রী পরিবহন বন্ধ রয়েছে।
বাসগুলোর কাউন্টারও বন্ধ দেখা গেছে। এমনকি নারায়ণগঞ্জের অভ্যন্তরে চলা বাসগুলোকেও অন্য দিনের তুলনায় কম চলাচল করতে দেখা গেছে। সড়কে কয়েকটি বাস দেখা গেলেও তাতে যাত্রী পরিবহন করা হচ্ছিল না।
পূর্বঘোষণা ছাড়াই বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা পড়েছেন ভোগান্তিতে। শহরের চাষাঢ়ায় বাসস্ট্যান্ডে পরিবহনগুলোর কাউন্টারের সামনে যাত্রীদের অপেক্ষমান দেখা যায়। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও কাঙ্খিত পরিবহন না পেয়ে ছোট পরিবহনে ভেঙে ভেঙে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছিলেন তারা। তাতে গুণতে হচ্ছে অতিরিক্ত ভাড়া। এতে বিরক্তি প্রকাশ করেন সরকারি ছুটির দিনে নানা প্রয়োজনে বাসা থেকে বের হওয়া যাত্রীরা।
এদিকে বাস-মালিক সমিতির নেতাদের সূত্রে জানা যায়, সমাবেশকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল দেড় শতাধিক বাস রিজার্ভ করেছে। অধিকাংশ বাসই রিজার্ভ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
নারায়ণগঞ্জ জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি দিদারুল ইসলাম বলেন, “বাঁধন, বন্ধু ও আনন্দ পরিবহনের ৭৫টি বাস রিজার্ভ করেছে আওয়ামী লীগ। এছাড়াও বন্ধন, উৎসব, শীতল বাসও রিজার্ভ করেছে তারা৷
“অন্যান্য রাজনৈতিক দলও সমাবেশকে ঘিরে বাস রিজার্ভ করেছে। সব মিলিয়ে দেড়শ’ বাস সমাবেশের লোকজনই রিজার্ভ করেছে।”
“আমাদের বাসগুলো সমাবেশে নামিয়ে দিয়েই আবার চলে আসবে। তারপর নিয়মিত যাত্রী আবার পরিবহন করবে। শুক্রবার হওয়াতে যাত্রীদের তেমন ভোগান্তি হবে বলে মনে হচ্ছে না’, বলেন বাস-মালিক সমিতির এ নেতা।
এদিকে এ বিশেষ পরিস্থিতিতে যাত্রী পরিবহন চালু রেখেছে সরকারি পরিবহন বিআরটিসি।
এ পরিবহনের চাষাঢ়ার কাউন্টারে বসা মো. শাকিল বলেন, “শুক্রবার ছুটির দিনে বিআরটিসি বাস চলাচল বন্ধ থাকে। কিন্তু আজকে আমাদের বাস চালু রাখার নির্দেশনা আছে। নারায়ণগঞ্জ থেকে ১২টি বাস চলছে। অন্য বাসগুলো বন্ধ থাকায় যাত্রী চাপ বেশি।”
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক