ঢাকা   মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫ | ৩০ পৌষ ১৪৩১

জুলাইয়ে বিরোধী দলের বিরুদ্ধে ৪১টি মামলা, আসামি সাড়ে ১২ হাজার: এমএসএফ

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

৩১ জুলাই ২০২৩, ০৮:০৬ পিএম | আপডেট: ৩১ জুলাই ২০২৩, ০৮:০৬ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গনে সরকার দলীয় ও বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ড ও কর্মসূচি বাস্তবায়নে সহিংসতা, হানাহানি ও হতাহতের ঘটনায় নাগরিক জীবনে উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে। চলতি জুলাই মাসে রাজনৈতিক নেতা-কর্মীদের গ্রেপ্তার, গায়েবি মামলা ও পুলিশি বলপ্রয়োগের ঘটনা বেড়েছে। এ মাসে বিরোধী দলের বিরুদ্ধে ৪১টি রাজনৈতিক মামলা হয়েছে। এসব মামলায় ১২ হাজার ৭০২ জনকে অভিযুক্ত করা হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা পর্যালোচনা করে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) তাদের মাসিক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।
আজ সোমবার (৩১ জুলাই) গণমাধ্যমে সংস্থাটির সভাপতি সুলতানা কামালের পক্ষ থেকে পাঠানো প্রতিবেদনে বলা হয়েছে, ডিজিটাল নিরাপত্তা আইনের অপব্যবহার, অনুসন্ধানী সাংবাদিকতা ও মতামত প্রকাশের সংবিধানপ্রদত্ত অধিকার প্রয়োগের পথ রুদ্ধ করার মতো ঘটনা অব্যাহত রয়েছে।
প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের এই ঘটনাগুলো ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) গভীর ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করছে। এসব ঘটনা রোধে সরকারের নিষ্ক্রিয়তার তীব্র নিন্দা জানিয়েছে তারা। একই সঙ্গে প্রত্যেকটি ঘটনার নিরপেক্ষ তদন্তসহ ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন দুজন। এ ছাড়া এক শিশুও একজন নারী গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তিনজন বিরোধী দলীয় কর্মীকে তুলে নেওয়ার ঘটনা ঘটেছে। অপর একটি ঘটনায় একই পরিবারের শিশুসহ তিন সদস্যকে তুলে নিয়ে যাওয়ার এক মাস পর মামলা দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
এমএসএফ মনে করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নেওয়া ও অপহরণের অপতৎপরতাগুলো গুরুতর অপরাধ ও মানবাধিকারের চরম লঙ্ঘন। অপরাধ দমনে আইনসিদ্ধ পথ অবলম্বন না করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ হেন আচরণ নাগরিক জীবনে চরম উৎকণ্ঠা সৃষ্টি করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ক্রমাগত আস্থাহীনতা বেড়ে চলেছে, যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর।
মানবাধিকার সংগঠনটি আরও বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে নির্যাতন ও অপতৎপরতার যে সব অভিযোগ পত্রিকাগুলোতে আসছে তা অন্যায়, ক্ষমতার অপব্যবহার, মানবাধিকারের চরম লঙ্ঘন ও ন্যায়বিচারের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শনেরই নামান্তর।
জুলাই মাসে রাজনৈতিক, নির্বাচনী সহিংসতা ও সভা সমাবেশে বাধার ৪৬টি ঘটনায় বিরোধীদের বিরুদ্ধে ৪১টি রাজনৈতিক মামলা হয়েছে। এ সব মামলায় ১২ হাজার ৭০২ জনকে অভিযুক্ত করা হয়েছে। যাদের মধ্যে ২ হাজার ১৭৪ জন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী। ১১৯ জনের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। এ মামলাতে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ১০ হাজার ৫২৮ জনকে।
এ মাসে ৪১টি রাজনৈতিক মামলার মধ্যে ৩৭টি বিএনপির বিরুদ্ধে, ২টি জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ২টি মামলা করা হয়েছে বিএনপি ও জামায়াতের বিরুদ্ধে যৌথভাবে। মামলাগুলোর মধ্যে পুলিশ ৩৩টি, আওয়ামী লীগ ৫টি, আইনজীবী ২টি ও সরকারি বাঙলা কলেজের অফিস সহকারী করেছেন একটি মামলা।
৪১টি রাজনৈতিক মামলায় মোট ১ হাজার ৩৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ১ হাজার ১০৭ জন বিএনপি, ৯১ জন জামায়াতে ইসলামী কর্মী, ৩ জন বিদেশগামী যুবক ও ১৬৩ জনের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।
এমএসএফের প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে বিএনপির ১৩ জন কর্মীকে ভবঘুরে হিসেবে গ্রেপ্তার করেছে পুলিশ। ফৌজদারি কার্যবিধির ৫৫ ধারায় ভবঘুরে, অভ্যাসগত ইত্যাদি অপরাধে জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ। কিন্তু পুলিশ যাঁদের গ্রেপ্তার করেছে, তাঁদের প্রত্যেকের নাম, ঠিকানা রয়েছে বলে বিএনপি দাবি করেছে। দলটি বলছে, রাজনৈতিক কর্মীদের ভবঘুরে হিসেবে গ্রেপ্তার এক নতুন আলামত।
প্রতিবেদনে আরও বলা হয়, এ মাসে সহিংসতার শিকার হয়েছেন ৭৬৯ জন। নির্বাচনী, রাজনৈতিক সহিংসতা ও সভা সমাবেশে বাধার ঘটনায় মোট ৭৬৫ জন আহত ও ৪ জন নিহত হয়েছেন। আহতদের মধ্যে ১০৯ জন গুলিবিদ্ধ হয়েছেন। নিহতদের মধ্যে ১ জন পুলিশ-বিএনপি সংঘর্ষে কৃষক দলের কর্মী এবং ৩ জন যুবলীগের কর্মী। ডিজিটাল নিরাপত্তা আইনের ৫টি মামলায় ৫ জন গ্রেপ্তার হয়েছেন। ১৮টি গণপিটুনির ঘটনা ঘটেছে, যেখানে ১৩ জন নিহত ও ৬ জন গুরুতরভাবে আহত হয়েছেন।

 


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এসবির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে গোলাম রসুলকে

এসবির প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে গোলাম রসুলকে

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার

পিএসসির ৬ সদস্যের নিয়োগ বাতিল করেছে সরকার

বাংলাদেশের সীমান্তে ১৬০টি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

বাংলাদেশের সীমান্তে ১৬০টি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে ভারত : রিজভী

সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

সব ধরনের সঞ্চয়পত্র বিক্রি বন্ধ, ভোগান্তিতে গ্রাহকরা

মোক্ষম চাল রাশিয়ার

মোক্ষম চাল রাশিয়ার

লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !

লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার

বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার

ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার

খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর

টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের

যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন

যাদের চিন্তাধারায় গড়ে উঠেছে পাশ্চাত্য জীবন দর্শন

`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'

`সমন্বয়ক, মৃত্যুর জন্য প্রস্তুত হ'

মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে

মুজিবনগর ঘোষণায় সেক্যুলারিজম সমাজতন্ত্র বাঙ্গালী জাতীয়তাবাদ ছিল না : ৭২ এর সংবিধানে আছে

সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে

সন্ত্রাস-চাঁদাবাজি-দখলবাজি রুখতে হবে

এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা

এইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা

হতাহত ৩০

হতাহত ৩০

৩শ’ সৈন্য নিহত

৩শ’ সৈন্য নিহত

৫ মাওবাদী হত্যা

৫ মাওবাদী হত্যা

দাবানলে চুরি

দাবানলে চুরি

চেক প্রজাতন্ত্রে নিহত ৬

চেক প্রজাতন্ত্রে নিহত ৬