হাসপাতালের মেঝেতেও ঠাঁই মিলছে না রোগীর
১১ আগস্ট ২০২৩, ০৯:৫৩ পিএম | আপডেট: ১২ আগস্ট ২০২৩, ১২:০৩ এএম
বরিশালে ডেঙ্গু ক্রমাগত ভয়াবহ আকার ধারণ করছে। প্রতিদিন সরকারি হাসপাতালগুলোতে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে। ইতোমধ্যে বরিশাল অঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তির সংখ্যা প্রায় ৯ হাজারে পৌঁছেছে। ইতোমধ্যে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জনের মৃত্যু হয়েছে। শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ বরিশাল অঞ্চলের কোন সরকারি হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের মেঝেতেও নতুন রোগী ভর্তির জায়গা খালি নেই। কিন্তু তারপরেও প্রতিদিনই হাসপাতালমুখি ডেঙ্গু রোগীর স্রোত অব্যাহত আছে। চরম বিব্রত ওয়ার্ডের চিকিৎসকসহ হাসপাতাল কর্তৃপক্ষও।
সরকারি হাসপাতালের বাইরে দ্বিগুণেরও বেশী রোগী বিভিন্ন চিকিৎসকদের ব্যক্তিগত চেম্বারে ব্যবস্থাপত্র নিয়ে ঘরে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক। অপরদিকে বরিশাল মহানগরীসহ সমগ্র দক্ষিণাঞ্চলে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এবার ভয়াবহ আকারে মশাবাহিত এ রোগের বিস্তার ঘটলেও সিটি করপোরেশনসহ এ অঞ্চলের পৌরসভাগুলোর মশক নিধনে তেমন হেলদোল নেই বলে অভিযোগ সাধারণ মানুষের। স্বাস্থ্য বিভাগ থেকে মশক নিধনসহ পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হলেও খুব একটা অগ্রগতি নেই।
চলতি মাসের প্রথম ১১ দিনেই বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে প্রায় সাড়ে ৩ হাজার ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। গত বৃহস্পতিবার এক দিনেই ৪০৫ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন। গত ১১ দিনে মৃত্যু হয়েছে ৫ জনের। শুক্রবার দুপুর পর্যন্ত শের এ বাংলা মেডিকের কলেজ হাসপাতালসহ বরিশাল অঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে প্রায় ১১শ’ ডেঙ্গু রোগী চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার দুপুরের পূর্ববর্তি ২৪ ঘণ্টাই ভর্তি হয়েছেন আরো প্রায় সাড়ে ৩শ’ ডেঙ্গু রোগী।
গতমাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই এ অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে। ২০ জুলইয়ের পরে তা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছে। তবে গত বৃহস্পতিবারই চলতি মৌসুমের সর্বাধিক সংখ্যক, ৪০৫ জন রোগী বরিশাল অঞ্চলের সরকারি হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন।
ইতোমধ্যে বরিশাল অঞ্চলে যে ১৬ জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে, তার মধ্যে ১০ জনই নারী। এমনকি এবার ২০ বছর থেকে ৯০ বছরের বৃদ্ধারও মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। মৃত ১৬ জনের মধ্যে বরিশাল শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জন ছাড়াও ভোলা জেনারেল হাসপাতালে ৩ জন এবং বরগুনা ও পিরোজপুর জেনারেল হাসপাতালে ১ জন করে ডেঙ্গু আক্রান্তের মৃত্যু হয়েছে বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে।
বরিশাল বিভাগের সরকারি হাসপাতালগুলোতে ভর্তিকৃত ডেঙ্গু রোগীর মধ্যে করোনা ও ডায়রিয়ার মতই বরিশাল শীর্ষে রয়েছে। শের এ বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল ও বরিশাল জেনারেল হাসপতালসহ জেলাটির বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে প্রায় সাড়ে ৩ হাজার ডেঙ্গু আক্রান্ত ভর্তি হয়েছেন ইতোমধ্যে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলাটিতে ভর্তিকৃত রোগীর সংখ্যাও প্রায় ২ হাজার। পিরোজপুরেও ভর্তিকৃত রোগীর সংখ্যা প্রায় দেড় হাজার ছুঁতে চলেছে। ভোলাতে প্রায় ১ হাজার। বরগুনাতে প্রায় ৯শ’ এবং ঝালকাঠীতে গত মাসের ১০ তারিখে প্রথম ডেঙ্গু রোগী শনাক্ত হবার পরে ইতোমধ্যে প্রায় ৩শ’ আক্রান্ত জেলা সদরের জেনারেল হাসপাতালসহ বিভিন্ন উপজেলা হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
কালীগঞ্জে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর সংবাদ সম্মেলন
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে সমন্বয় সভা অনুষ্ঠিত
মিসরে প্রেসিডেন্ট সিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ
কুর্দি যোদ্ধাদের ভয়ঙ্কর হুঁশিয়ারি এরদোগানের
৩৫শ’ এজেন্টের অধিকাংশই গুজরাটের পাচারকারী
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?