অতি বৃষ্টি ও উজানের ঢলে সিলেটে বন্যা, উত্তরাঞ্চলে বন্যার পদধ্বনি

Daily Inqilab অনলাইন ডেস্ক

১৬ জুন ২০২৪, ০৫:০৮ পিএম | আপডেট: ১৬ জুন ২০২৪, ০৫:০৮ পিএম



সিলেট অঞ্চল ফের বন্যা কবলিত হয়েছে। উত্তরাঞ্চলে আকস্মিক বন্যার পদধ্বনি দেখা দিয়েছে। প্রধান নদ-নদীসমূহের উৎসস্থ উত্তর-পূর্ব ভারতের উজান থেকে নেমে আসা ঢল এবং দেশের অভ্যন্তরে বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলে অতি বৃষ্টির কারণে এই আকস্মিক বন্যা দেখা দিয়েছে। পবিত্র ঈদুল আজহার এই সময়ে বন্যা কবলিত এলাকার মানুষের নানামুখী দুর্ভোগ সৃষ্টি হয়েছে। আজ রোববার বিকাল পর্যন্ত দেশের উত্তর-পূর্বাঞ্চলে বিশেষত সিলেট বিভাগের প্রধান নদ-নদীসমূহের পানি ক্রমাগত বৃদ্ধির দিকেই ছিল। সুরমা নদী দু’টি পয়েন্টে এবং সারিগোয়াইন নদী একটি পয়েন্টে বিপদসীমার ঊর্ধ্বে প্রবাহিত হচ্ছে।
এর মধ্যে সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে পানি আরও বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯২ সেন্টিমিটার উপর দিয়ে এবং সুনামগঞ্জে পানি আরও বেড়ে গিয়ে বিপদসীমার ২ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিগোয়াইন নদীর পানি সারিঘাট পয়েন্টে বিপদসীমার ২৮ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। বন্যা কবলিত হয়েছে সিলেট ও সুনামগঞ্জ জেলা। মৌলভীবাজার জেলাও বন্যার মুখোমুখি রয়েছে। তাছাড়া কুশিয়ারা নদী একাধিক পয়েন্টে বিপদসীমার কাছাকাছি রয়েছে।
অন্যদিকে উত্তরাঞ্চলের অন্যতম প্রধান নদী তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। তিস্তার উজানে উত্তর-পূর্ব ভারতের সিকিম রাজ্যে অতি বর্ষণে ব্যাপক বন্যায় এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে ভারী বর্ষণের কারণে ভারতের উজান থেকে ধেয়ে আসছে ঢল-বানের পানি। আজ বিকাল পর্যন্ত তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানি বৃদ্ধির দিকেই ছিল। এদিকে ব্রহ্মপুত্র-যমুনা নদের পানিও বৃদ্ধি পাচ্ছে। আজ বিকাল পর্যন্ত তিস্তা নদীর পানি ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে বিপদসীমার যথাক্রমে ৬৬ ও ৪৫ সে.মি. নিচে রয়েছে।
পানি উন্নয়ন রোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র দেশের নদ-নদীর প্রবাহ পরিস্থিতি ও পূর্বাভাস বুলেটিনে কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান আজ জানান, ব্রহ্মপুত্র ও যমুনা নদের পানির সমতল বৃদ্ধি পাচ্ছে এবং আগামী ৭২ ঘণ্টায় পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
বৈশি^ক আবহাওয়া সংস্থাসূহের তথ্যানুযায়ী, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চল ও এর কাছাকাছি উজানে এবং আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় উত্তরাঞ্চল ও সংলগ্ন উত্তর-পূর্ব ভারতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এর ফলে আগামী ৭২ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ^রী, যাদুকাটা, ঝালুখালী নদীসমূহের পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কতিপয় স্থানে বিপদসীমা অতিক্রম করতে পারে। এর ফলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার জেলার কতিপয় স্থানে নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীসমূহের পানি সময়বিশেষে দ্রুত বৃদ্ধি পেতে পারে। কতিপয় স্থানে বিপদসীমা অতিক্রম করে নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
নদ-নদীর প্রবাহ পরিস্থিতি সম্পর্কে পাউবো জানায়, পাউবো’র পর্যবেক্ষণাধীন ১১০টি স্টেশনের মধ্যে ৭১টিতে পানি বৃদ্ধি পায়, ৩২টিতে হ্রাস এবং ৬টিতে অপরিবর্তিত থাকে।
আজ সকাল পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পাউবো উল্লেখযোগ্য বৃষ্টিপাত রেকর্ড করেছে কুড়িগ্রামে ২০৪ মিলিমিটার, সিলেটের জাফলংয়ে ১৬৫ মি.মি., সুনামগঞ্জে ১৫০ মি.মি., মহেশখোলায় ৮৬ মি.মি., লরেলগড়ে ৮০ মি.মি.।
ওই সময়ে উজানে ভারতের উত্তর-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে মেঘালয়ের চেরাপুঞ্জিতে ৪৪১ মি.মি., পশ্চিমবঙ্গের কোচবিহারে ১০৮ মি.মি., আসামের ধুবরিতে ৮১ মি.মি.।
পাউবো’র বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে পূর্বাভাসে জানা গেছে, সিলেট জেলা বন্যা কবলিত হওয়ার পাশাপাশি সুনামগঞ্জ জেলাও বন্যার ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে রংপুর বিভাগ তথা দেশের উত্তরাঞ্চলের তিস্তা নদী সংলগ্ন চারটি জেলা লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম বন্যা কবলিত হতে পারে। মেঘাললের চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টিপাত হলে সিলেট জেলা দ্রুত বন্যা কবলিত হয়। সেখানে এখন অতি ভারী বর্ষণ হচ্ছে। আগামী ৫ দিনের মধ্যে চেরাপুঞ্জিতে গড়ে একশ’ থেকে দুইশ’ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সাথে অভ্যন্তরে আগামী ৫ দিনে সিলেট ও এর সংলগ্ন এলাকায় ৩শ’ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে গত ১২ জুন থেকে থেকে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় সিকিম রাজ্যে অতি ভারী বর্ষণ হচ্ছে। সেখানে ২৪ ঘণ্টায় ২২০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এর ফলে উত্তর সিকিমের অনেক জায়গায় ভূমিধস হয়েছে। একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে তিস্তা নদীর পানি। যেহেতু ভারতের সিকিম তিস্তা নদীর অববাহিকার উজানের অংশ, সেখানে ভারী বর্ষণ হলে তার প্রভাব সরাসরি তিস্তা নদীতে পড়ে। তিস্তা নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি মাত্রায় বেড়ে গেলে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোর নি¤œাঞ্চল বন্যায় প্লাবিত হয়।
আবহাওয়া বিভাগের পূর্বাভাসে জানা গেছে, ১৮ জুন পর্যন্ত ময়মনসিংহ, রংপুর ও সিলেট বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। ভারতের উজানের অতি বৃষ্টির সঙ্গে অভ্যন্তরীণ মাঝারি থেকে ভারী বর্ষণের কারণে উত্তর-পূর্বাঞ্চলে সিলেটের সাথে উত্তরাঞ্চলেও বন্যার শঙ্কা দেখা দিয়েছে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সার্বিয়াকে বিদায় করে শেষ ষোলোতে ডেনমার্ক

সার্বিয়াকে বিদায় করে শেষ ষোলোতে ডেনমার্ক

বিবর্ণ ফুটবলে ফের জয়হীন থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

বিবর্ণ ফুটবলে ফের জয়হীন থেকেও গ্রুপ চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ফিরেই গোল পেলেন এমবাপে,তবুও জয় পেলনা ফ্রান্স

ফিরেই গোল পেলেন এমবাপে,তবুও জয় পেলনা ফ্রান্স

ডাচদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সার্বিয়া

ডাচদের বিপক্ষে ঐতিহাসিক জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে সার্বিয়া

ওয়েল সাবরা বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন

ওয়েল সাবরা বিএটি বাংলাদেশের চেয়ারম্যান হিসেবে গোলাম মইন উদ্দীনের স্থলাভিষিক্ত হচ্ছেন

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর পুনর্বিন্যাসকৃত মৌখিক পরীক্ষার সময়সূচি

৪৪তম বিসিএস পরীক্ষা-২০২১ এর পুনর্বিন্যাসকৃত মৌখিক পরীক্ষার সময়সূচি

যাতায়াতের দুর্ভোগ লাঘব হোক

যাতায়াতের দুর্ভোগ লাঘব হোক

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ চাই

সরকারি স্বাস্থ্যকেন্দ্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ চাই

সেন্টমার্টিনের অদূরে গুলি এবং খ্রিষ্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত কি একসূত্রে গাঁথা?

সেন্টমার্টিনের অদূরে গুলি এবং খ্রিষ্টান রাষ্ট্র বানানোর চক্রান্ত কি একসূত্রে গাঁথা?

পশ্চিমের ইসলামোফোবিয়া ও নরেন্দ্র মোদির নতুন মন্ত্রীসভা

পশ্চিমের ইসলামোফোবিয়া ও নরেন্দ্র মোদির নতুন মন্ত্রীসভা

নতুন শ্রমবাজার খুঁজতে হবে

নতুন শ্রমবাজার খুঁজতে হবে

টিআরপিতে সেরার আসন ধরে রাখল ফুলকি

টিআরপিতে সেরার আসন ধরে রাখল ফুলকি

স্টার ওয়ারসে ফিরছেন ডেইজি রিডলি

স্টার ওয়ারসে ফিরছেন ডেইজি রিডলি

সিঙ্গেল লাইফে ভালো আছেন মোনালিসা

সিঙ্গেল লাইফে ভালো আছেন মোনালিসা

সাম্প্রদায়িক উত্তেজনায় ফের উত্তপ্ত ভারতের যোধপুর

সাম্প্রদায়িক উত্তেজনায় ফের উত্তপ্ত ভারতের যোধপুর

পরীমণির সাথে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন পুলিশ কর্মকর্তা

পরীমণির সাথে অনৈতিক সম্পর্কের জেরে চাকরি হারাচ্ছেন পুলিশ কর্মকর্তা

সঙ্গীতজীবনের ৬০ বছর পূর্তিতে রুনা লায়লাকে চ্যানেল আই-এর সংবর্ধনা

সঙ্গীতজীবনের ৬০ বছর পূর্তিতে রুনা লায়লাকে চ্যানেল আই-এর সংবর্ধনা

চীনে আবার ছুরি হামলা, গ্রেপ্তার ১

চীনে আবার ছুরি হামলা, গ্রেপ্তার ১

ফজর সুন্নত নামাজের পূর্বে কাজা বা নফল নামাজ পড়া প্রসঙ্গে।

ফজর সুন্নত নামাজের পূর্বে কাজা বা নফল নামাজ পড়া প্রসঙ্গে।

ময়মনসিংহে ফেইসবুকে পোস্ট দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা

ময়মনসিংহে ফেইসবুকে পোস্ট দিয়ে নারী চিকিৎসকের আত্মহত্যা