কুষ্টিয়ার কুমারখালীতে আ.লীগ পন্থী সন্ত্রাসীদের গুলিতে যুবক আহত
০১ নভেম্বর ২০২৪, ০৫:১২ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৪, ০৫:১২ পিএম
কুষ্টিয়ায় আওয়ামী লীগ পন্থী সন্ত্রাসীদের গুলিতে তরুণ শেখ (৪৮) নামের যুবক গুরুতর আহত হয়েছে। সে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের বেড়কালোয়া গ্রামের মোশারফ শেখের ছেলে। তনি জেলার বিভিন্ন এলাকায় ফেরি করে মশারি বিক্রি করেন। এই ঘটনায় আশরাফুল শেখ (৪৩) নামের আরও এক যুবক আহত হয়েছেন বলে জানা গেছে। গুলিবিদ্ধ তরুণ শেখ বর্তমানে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জানা যায়, বৃহঃবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক আড়াইটার সময় আওয়ামী লীগ পন্থী ১০ থেকে ১৫ জন অস্ত্রধারী আহত তরুণ শেখের চাচা কুদ্দুস শেখের বাড়ীতে আতর্কিত হামলা করে। সেই সময় আশরাফুল শেখ, তরুণ শেখ ও তার স্ত্রী রুমা বাধা প্রদান করতে গেলে অস্ত্রধারী সন্ত্রাসীরা এলাপাতাড়ি ভাবে গুলি করে।
সেই সময় তরুণ শেখের বাম হাতে ও হাটুর নিচে গুলি লাগে এবং আশরাফুল শেখকে বেধড়ক মারপিট করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। অবস্থা বেগতিক দেখে তরুণ শেখ জীবণ বাঁচাতে পালিয়ে পাশর্^বর্তী ধান ক্ষেতে আশ্রয় নেয় এবং তার ভাই ও স্ত্রীকে মোবাইল ফেনে তার অবস্থান সম্পর্কে জানায়। পরবর্তিতে তার ভাই ও স্ত্রীসহ পরিবারের সদস্যরা আশরাফুল শেখ ও তরুণ শেখকে উদ্ধার করে চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে এনে ভর্তি করান। আশরাফুল শেখ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ীতে ফিরে গেলেও গুলিবিদ্ধ তরুণ শেখ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। খোঁজ নিয়ে আরও জানা যায়, কুমারখালী থানার দুই পুলিশ হত্যার ঘটনার সাথে জড়িত এক আসামীকে ধরিয়ে দিতে কুদ্দুস শেখ পুলিশকে খবর দেয়। তারই জের ধরে এই হামলার ঘটনার ঘটেছে।
এদিকে দুই পক্ষই বিএনপির রাজনীতির সাথে জড়িত বলে দাবি করেছেন। গুলিবিদ্ধ ব্যবসায়ীর পরিবার ও স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বৃহস্পতিবার ভোররাতে স্থানীয় সাবেক মেম্বার খালেকের ছেলে রিপন, শিপন ও লিটনচোর সহ ৬/৭ জন তাদের সহযোগীদের নিয়ে বেড় কালোয়া এলাকায় তরুণ শেখের বাড়িতে গিয়ে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এসময় তরুণ শেখের বাম হাতের কব্জির ওপরে এবং আরেকটি গুলি বাম পায়ের হাটুর নিচে লেগে গুরুত্ব আহত হন তিনি। সরেজমিনে ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে গিয়ে দেখা যায়, অপারেশনের মাধ্যমে তরুণ শেখের হাত থেকে গুলি বের করা হয়েছে এবং তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে। এছাড়াও তরুণ শেখের শরীরের বিভিন্ন স্থানে আঘাতে ক্ষত চিহৃও দেখা যায়। আহত আশরাফুল শেখ জানান, আমার ঘুমিয়ে ছিলাম।
রাত আড়াইটার দিকে আমার চাচার বাড়ীতে হামলা করে। সেই সময় আমার চাচা চিৎকার করে উঠে এবং আমরা দ্রুত চাচার বাড়ীতে গেলে আমাদের ওপর সন্ত্রাসীরা আক্রমণ করে। যারা আমাদের উপর গুলি করেছে তারা স্থনীয় আওয়ামী লীগ নেতা খালেক মেম্বরের ছেলে এবং ক্যাডার বাহিনী। তরুণ শেখের ভাইয়ের ছেলে হামিদুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে স্থানীয় সাবেক মেম্বার খালেক ও তার ছেলেরা এলাকায় আধিপত্য বিস্তার করতেই নিরিহ মানুষের ওপর অন্যায়ভাবে নির্যাতন করে আসছে। আজ আমার চাচা তরুণ শেখকে হত্যা করতেই গুলি করা হয়েছে। আমরা এদের দৃষ্টান্তমূলক বিচার চাই। এদিকে গত সোমবার পদ্মা নদীতে কর্তব্যরত অবস্থায় পুলিশের ওপর হামলা চালিয়ে দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার অভিযোগে কুমারখালী থানায় একটি মামলা হয়েছে। গত মঙ্গলবার রাত পৌনে নয়টায় থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। মামলায় আটজনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে ২০-২৫ জনকে।
মামলায় কয়েকজন জেলেকে গ্রেফতার করেছে পুলিশ। আর ভয়ে পলাতক রয়েছেন কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকার জেলেপাড়ার পুরুষরা। সেই সুযোগে তাদের বাড়িতে থাকা জাল, টিউবওয়েল, মাছ ধরার অন্যান্য সামগ্রী ও নৌকা লুটপাটের অভিযোগ উঠেছে কয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বর আব্দুল খালেক, তার ছেলে রিপন ও শিপনসহ তাদের সমর্থকদের বিরুদ্ধে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সরেজমিন গিয়ে দেখা যায়, পদ্মা নদীপাড়ে অবস্থিত জেলেপাড়ায় সুনসান নিরোবতা। কোনো পুরুষ লোক নেই। আতঙ্কিত নারীরা নদীপাড়ে জড়ো হয়ে আছেন। এসময় জেলে রাজুর স্ত্রী লাবনী খাতুন বলেন, মেম্বর গ্রুপের সঙ্গে জেলেপাড়ার নেতা ইয়ারুলের দীর্ঘদিন দরে বিরোধ চলছে। সম্প্রতি পুলিশের মামলায় জেলেপাড়ার সকল পুরুষ পালিয়েছে।
অনেকেই গ্রেফতার হয়েছেন। সেই সুযোগে খালেক মেম্বর, তার ছেলে রিপন ও শিপনসহ ২০-৩০ জন লোকজন বার বার জেলেপাড়ায় এসে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছেন। মেয়েদের মারধর করছে। জাল, নৌকা টিউবওয়েল লুট করে নিয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জেলে অজ্ঞাত স্থান থেকে ফোনে বলেন, মেম্বরের লোকজন তার জাল ও নৌকা নিয়ে গেছে। সব বাড়িতেই লুটপাট করতেছে ওরা। সরেজমিন গিয়ে দেখা যায়, আব্দুল খালেক মেম্বরের বাড়িতে ২০ – ৩০ জন লোকের সমাগম। তবে মেম্বর বাড়িতে নেই। এসময় সকল অভিযোগ অস্বীকার করে মেম্বরের ছেলে রিপন বলেন, আমি গত বুধবার জামিনে জেল থেকে ছাড়া পেয়েছি। আমি বা আমার লোকজন জেলেপাড়ায় যায়না। পূর্বশত্রুতার জেরে মিথ্যা অভিযোগ করছেন প্রতিপক্ষরা।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) তাপস কুমার সরকার বলেন, তরুণ শেখ নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার বাম হাতের কব্জির ওপরে এবং বাম পায়ের হাটুর নিচে তিনটি গুলি লেগেছে। এখন তিনি শঙ্কা মুক্ত রয়েছেন। ঘটনার সত্যতা স্বীকার করে কুমারখালী থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম বলেন, থানা এলাকায় গুলিবিদ্ধ হওয়ার এমন কোনো ঘটনা ঘটেনি। পদ্মায় পুলিশ হত্যা মামলার তদন্ত করছেন নৌ পুলিশ বলে জানান কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপারেশন ও মিডিয়া) পলাশ কান্তি নাথ। তিনি বলেন, রাতে আসামি ধরতে গেলে স্থানীয় লোকজন পুলিশের কাজে বাঁধা দেন এবং আক্রমণ করে। এসময় আত্মরক্ষার্থে পুলিশ দুই রাউন্ড ফাঁকা রাবার বুলেট নিক্ষেপ করে আসামি নিয়ে চলে আসে। এ ঘটনায় কেউ আহত আছে কি না, তা জানা নেই পুলিশের। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
আনুপাতিক হারে সংসদ নির্বাচনের দাবি সংস্কারের নামে কুসংস্কার বাংলাদেশ খেলাফত আন্দোলন
সিলেট সীমান্ত হয়ে ভারতে পালাতে যেয়ে ধরা খেলেন এক আ'লীগ নেতা !
নির্বাচনে জিততে যেভাবে ধর্মকে ব্যবহার করছেন ট্রাম্প
আগামীদিনের রাজনীতি তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের গড়ার রাজনীতি
জনগণের দুঃখ দুর্দশা লাঘব করতে হলে বাজার নিয়ন্ত্রণ জরুরি - ইঞ্জিনিয়ার আশরাফুল আলম
বহু এলাকায় খাদ্যশস্যের সংকট বাড়ছে: জাতিসংঘ
স্যামসাংয়ের নতুন ফ্যান এডিশন: এআই দিয়ে কী কী করা যাবে!
ওসমানী বিমানবন্দর পূর্ণাঙ্গ, বাসা-বাড়ী, প্রতিষ্ঠান সমূহে গ্যাস সংযোগ ও আখাউড়া টু সিলেট ডাবল রেল লাইন নির্মাণের দাবীতে সিলেটে মানববন্ধন
আশুলিয়ায় সিঁড়ি থেকে পড়ে মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
জাতীয় দিবস হিসেবে ‘৭ নভেম্বর’ ফিরিয়ে আনার দাবি বাংলাদেশ এলডিপির
কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী ইজতেমা
বিশ্বজয়ী হাফেজ মুয়াজ মাহমুদকে নিয়ে যা বললেন মিশা সওদাগর
বিএনপি কর্মী সর্বস্ব রাজনৈতিক দল নয়, বিএনপি জনসমর্থন ভিত্তিক রাজনৈতিক দল – বিএনপি ভাইস চেয়ারম্যান মোঃ শাহজাহান
ওয়াকফ নিয়ে গুজব, কর্ণাটক মুসলিমদের ওপর হামলা
ব্র্যাক ব্যাংক এবং এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে যশোরে নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি কর্মশালা
৭ কলেজের অধিভুক্তি বাতিল চেয়ে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ
রাজশাহীতে প্রত্যাশিত বিদ্যুত মিলছেনা
ইসলামের শাসন ছাড়া সুন্দর একটি আদর্শ দেশ গঠন করা সম্ভব নয়
শিক্ষা ব্যবস্থা ধ্বংসকারী কুশীলবদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে-জাতীয় শিক্ষক ফোরাম
স্পেনে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ২০৫, আরও বৃদ্ধির আশঙ্কা