রাজনীতির মুল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা : তারেক রহমান
০৫ নভেম্বর ২০২৪, ০৭:১৩ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৭:২০ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনীতির মুল লক্ষ্য হচ্ছে জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপি তার ৩১ দফার আলোকে দেশের প্রতিটি নাগরিকের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে কাজ করে যাচ্ছে। মরহুম তরিকুল ইসলামও আমৃত্যু মা, মাটি ও মানুষের মুক্তির সংগ্রামে নিজেকে নিয়োজিত করেছিলেন। আজকের নতুন প্রজন্মকে তরিকুল ইসলামের রাজনৈতিক জীবন ও শিষ্ঠাচার থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। ব্যক্তিগত লাভাবান বা অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে যিনি বা যারা রাজনীতি করেন বা করেছেন তাদের পরিনতি দেশবাসী প্রত্যক্ষ করেছে। পতিত স্বৈরাচার ফ্যাষ্টিদের পরিণতি কি হতে পারে তা দেশের মানুষ ৫ আগষ্ট ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মাধ্যমে উপলব্ধি করেছে। তাই আগামীর বাংলাদেশ হতে হবে শোষন, নির্যাতন ও বৈষম্য মুক্ত বাংলাদেশ। আর মানুষের ও গণবিপ্লবের সেই লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য সবাইকে এক হয়ে কাজ সকরতে হবে। মনে রাখতে হবে ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই।
মঙ্গলবার বিকেলে যশোর শহরের টাউন হল ময়দানে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী মরহুম তরিকুল ইসলামের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপি আয়োজিত স্মরণ সভায় ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তারেক রহমান এসব কথা বলেন।
জেলা বিএনপির যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন খোকনের সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বিএনপির খুলনা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু। মরহুম তরিকুল ইসলামের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন ঘটনা প্রবাহ তুলে ধরে বক্তৃতা করেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর বারের সাবেক সভঅপতি এ্যাড. নজরুল ইসলাম, ডাক্তার হারুন অর রশীদ, অধ্যাপক আয়ুব হোসেন, তন্ময় সাহা, এজেড এম সালেক, মোশারফ হোসেন, মাওলানা বেলায়েত হোসেন , জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর প্রমুখ।
স্মরণ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মরহুম তরিকুল ইসলামের সহধর্মিণী ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম, দুই সন্তান শান্তুনু ইসলাম সুমিত ও খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান খান, বিএনপি নেতা গোলাম রেজা দুলু, সাবেক পৌর মেয়র মারুফুল ইসলাম মারুফ, একেএম শরফুদ্দৌলাহ ছটলু, মাহাতাব নাসির পলাশ, মাওলানা আব্দুল মান্নান, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, এ্যাড. জাফর সাদিক, যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, সেক্রেটারী আনছারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি প্রকৌশলী রবিউল ইসলাম, সেক্রেটারী মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। এছাড়া এই স্মরণ সভায় খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তারেক রহমান বলেন, আজকের এই স্মরণ সভায় হাজারো মানুষের উপস্থিতি প্রমান করে মরহুম তরিকুল ইসলাম কতটা জনপ্রিয় ছিলেন। তরিকুল ইসলাম সারাজীবনই আদর্শের সাথে কোন বেঈমানী করেননি। বিগত স্বৈরাচার এরশাদ আমলে এবং ফ্যাসিষ্ট পতিত স্বৈরাচার হাসিনার আমলে ও ওয়ান ইলেভেন সরকারের আমলে মরহুম তরিকুল ইসলাম বার বার কারা বরণ ও হামলা, মামলার শিকার হয়েছেন। কিন্তু তিনি কখনো তার আদর্শ থেকে বিন্দু মাত্র বিচ্যুত হননি। মরহুম তরিকুল ইসলামের সাথে আমার কাজ করার বেশি অভিঙ্গতা নেই। তারপরও যতটুকু সময় পেয়েছি ততটুকু সময়ে আমি তার কাছ থেকে মানুষের জন্য রাজনীতি করা শিখেছি। ওয়ান ইলেভেন সরকারের আমলে আমি ও মরহুম তরিকুল ইসলাম সাহেব এক সাথে কারাবরণ করেছি। একদিন পিজি হাসপাতালে কিছু সময়ের জন্য তাঁর সাথে আমার দেখা হয় ও খুব সামন্যই কথা হয়। জীবনে প্রথম কারাবরণ করায় আমি কিছুটা নার্ভাস ছিলাম। আমাকে দেখে তরিকুল ইসলাম সাহেব বললেন, “তারেক বুকে সাহস রাখ, নিজেকে শক্ত রাখ, ইনশাল্লাহ একদিন সব ঠিক হয়ে যাবে।” সেই কথা শুনে আমি কিছুটা হলেও সাহস পেয়েছিলাম।
তিনি বলেন, রাজনীতি করার কারনে মরহুম তরিকুল ইসলামকে এরশাদ সরকারের আমলে কিছু দিন গুম করা হয়েছিল। তার পর তিনি বহু নির্যাতনের শিকার হয়েছেন। হামলা ও মামলার শিকার হয়েছে। বহু মিথ্যা মামলায় তাকে আটক করে রাজনৈতিক আদর্শচ্যুত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তিনি ততোই বাংলাদেশ জাতীয়তাবাদী আাদর্শের প্রতি অটুট ও অবিচল থেকে মাটি ও মানুষের জন্য রাজনীতি করেছেন। মরহুম তরিকুল ইসলাম বিএনপির প্রতিষ্ঠাকালীন আহবায়ক কমিটির সদস্য ছিলেন। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার একজন বিশ^স্ত সহচর ছিলেন। তিনি তার রাজনৈতিক প্রজ্ঞা ও কর্ম দিয়ে ধীরে ধীরে দলের যুগ্ম মহাসচিব, ভারপ্রাপ্ত মহাসচিব, ভাইস চেয়ারম্যান ও জীবনের শেষ দিন পর্যন্ত দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্য ছিলেন। তিনি বহুবার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রনালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু তারপরও তিনি শেকড়ের কথা ভোলেননি। তৃণমুলের মানুষের সাথে তাঁর সার্বক্ষনিক যোগাযোগ ছিল। আমিও মরহুম তরিকুল ইসলামের এই গুন থেকে শিক্ষা নিয়ে তৃণমুলের সাথে কাজ করার চেষ্টা করছি। কারন মানুষের ভালোবাসা অর্জনের জন্য এই যোগাযোগের কোন বিকল্প নেই।
তারেক রহমান বলেন, আজ রাজনৈতিক বক্তব্য দেওয়ার সময় এটা নয়। তারপরও দুই একটি কথা না বলে পারছি না। ছাত্র জনতার মহা বিপ্লবের মাধ্যমে আমরা ফ্যাসিষ্ট স্বৈরাচার হাসিনা সরকারকে উৎখাত করেছি। হাসিনাসহ অনেকেই দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তাদের দোসর, পেতাত্বরা এখনো সর্বত্র বসে আছে। তারা প্রশাসনকে অস্তিতিশীল করে নিজেদের পুন:প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। মনে রাখতে হবে এসব পতিত স্বৈরাচারের দোসদরা সময় সুযোগ বুঝে ফের জাতির ঘাড়ে চেপে বসতে পারে। আপনারা যারা জাতীয়তবাদের আদর্শ বুকে লালন করেন, তাদেরকে বজ্রকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। সব রকম ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দেশকে সত্যিকারের গণতন্ত্রের পথে নিতে হবে। মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। কেবল মাত্র সংবিধানে কয়েকটি শব্দ যোজন বিয়োজন করলেই সংস্কার হবে না। সংস্কার করতে হলে প্রথমেই মানুষের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। সেই লক্ষ্যে বিএনপি ৩১ দফা সংস্কার প্রস্তাব জাতির সামনে তুলে ধরেছে। সেই দাবি বাস্তবায়নে বিএনপি কাজ করে যাচ্ছে। আপনাদেরকে সেই দাবি পূরণে এক্যবদ্ধ থাকতে হবে। মনে রাখতে হবে নিজেদের বিশৃঙ্খলা বা অনৈক্যরে সুযোগে ফের স্বৈরাচার যেন মাথা চাড়া দিয়ে উঠে না পারে।
পরে তিনি মরহুম তরিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
র্যাব পরিচয়ে ২৬ লাখ টাকা লুটের ঘটনায় ৯ ডাকাত গ্রেফতার
সুষ্ঠু হজ ব্যবস্থাপনাকে কলঙ্কিত করার ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে
সভাপতি বেলাল উদ্দীন, সম্পাদক নেজাম উদ্দিন রানা
ঢাবিতে ঐতিহাসিক মাজার ভাঙচুর করলো সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে আগতরা
সুষ্ঠু হজ ব্যবস্থাপনাকে কলঙ্কিত করার ষড়যন্ত্রকে প্রতিহত করা হবে
বিশুদ্ধ ইমান আকিদা ছাড়া প্রকৃত মুমিন হওয়া যাবে না
মতিবিনিময় সভা, যবিপ্রবির উন্নয়ন-অগ্রযাত্রায় সাংবাদিকদের পাশে চাই: উপাচার্য
তরিকুল ইসলাম আজীবন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছেন: তারেক রহমান
নিষিদ্ধ পলিথিনে সয়লাব সাতকানিয়ার বাজার
ইজমির উৎসবে পুরস্কার জিতেছে ইরানের ‘মেলোডি’
মতলবে ধানের চারা ফেলার জমি নিয়ে মারধরের ঘটনায় নিহত ১
সমাজসেবা অধিদফতরের ডিজিকে সরাতে নির্দেশ দিলেন হাইকোর্ট
লালন শাহ সেতুর উপর দুই মোটরসাইকেলের সংঘর্ঘে নিহত-১ আহত-১
সাবেক এমপি কন্ঠ শিল্পী মমতাজ বেগম বিরুদ্ধে আরও একটি নতুন হত্যা মামলা
মানিকগঞ্জে সাংবাদিকের বাড়িতে ভাংচুর মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ তিন জেলহাজতে
আওয়ামী বিবেচনায় কনস্টেবল নিয়োগ!
পরিবেশগত ছাড়পত্র প্রদান প্রক্রিয়ার স্মার্ট ট্রান্সফরমেশন
ফরিদপুরে ২৩ মামলার আসামি ডিজে মাহফুজকে ফেনসিডিলসহ গ্রেপ্তার
বাগেরহাটে বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যকে গুলি করে এবং কুপিয়ে হত্যা
ফ্যাসিবাদের বিচার এবং পাচারকৃত টাকা ফিরিয়ে আনতে হবে