অবশেষে বরিশালের ঐতিহ্যবাহী ‘হীমনীড়’এর ‘পদ্মপুকুর’ থেকে শ্বেতপদ্ম বিনাশের ঘটনায় তদন্ত কমিটি কাজ শুরু করল
২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৯ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১০:৩৯ এএম
বরিশালে বিআইডব্লিউটিএ’র কতিপয় বিবেকহীন কর্মকর্তার হীনস্বার্থে ঐতিহ্যবাহী ‘হীমনীড়’এর ‘পদ্মপুকুর’ থেকে সব শ্বেতপদ্ম সমূলে উৎপাটন করে মেরে ফেলার পরে বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে গত ২৪ অক্টোবর কর্তৃপক্ষর ডিজাইন এন্ড মনিটরিং বিভাগের প্রধান প্রকৌশলী মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে গঠিত ঐ কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হলেও সরেজমিনে তদন্তই শুরু হয়েছে প্রায় একমাস পরে। গত ২১ নভেম্বর তদন্ত কমিটির প্রধান সহ অন্যান্য সদস্যরা বরিশালে সরেজমিনে তদন্ত করে গেছেন বলে জানা গেছে।
কমিটিতে বিআইডব্লিউটিএ’র ড্রেজিং বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহম্মদ মিজানুর রহমান ভ’ঁঞা, অর্থ বিভাগের উপ-পরিচালক মোঃ সাইফুর রহমান এবং বন্দর ও পরিবহন বিভাগের বরিশালের উপ-পরিচালক মোঃ আবদুর রাজ্জাক সদস্য হিসেবে রয়েছেন।
শতাধিক বছরের ঐতিহ্যবাহী হীমনীড়-এর পদ্মপুকুর থেকে ২০১৯ সালেও মাছ ধরার নামে আরেকবার পদ্মফুলের বংশ বিনাশ করা হলেও বছর দুয়েকের মধ্যেই শ্বেতপদ্মরা আপন মহিমায় ফিরে এসেছিল।
কিন্তু আকস্মিকভাবেই গতবছর পদ্মপুকুরের মাঝে কর্মকর্তাদের শ্রান্তি বিনোদনের লক্ষে একটি খোলা ঘোলঘর নির্মাণ সহ পদ্ম ফুলের বংশ বিনাশ করা হয়েছে। এ ঘর নির্মাণে সরকারের কয়েক লাখ টাকা ব্যায়ও হয়েছে। তবে কি উদ্দেশ্যে পুকুরটি থেকে পদ্ম ফুলের মূল উৎপাটন করা হয়েছে, এখন আর সে বিষয়ে মুখ কেউ মুখ না খললেও তদন্তে সব বেরিয়ে এসেছে বলে জানা গেছে।
হীমনীড়-এর পদ্ম পুকুর থেকে শ্বেতপদ্ম নির্মূলের বিষয়টি নিয়ে গত ৫ সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব’এ একটি সচিত্র প্রতিবেদন প্রকাশের পরে কর্তৃপক্ষ কিছুটা নড়েচড়ে বসেন। পরবর্তীকালে কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা-বিএন বরিশাল সফলকালেও বিষয়টি নিয়ে খোজ খবর নিয়ে এ ব্যপারে তদন্ত কমিটি গঠন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
দীর্ঘ বিলম্বে হলেও সে কমিটি সরেজমিনে পুকুরটি পরিদর্শন করে স্থানীয় প্রকৌশল বিভাগের বিভিন্নস্তরের কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য গ্রহণ করেছেন। পাশাপাশি পুকুরটির মাটি ও পানি পরীক্ষার জন্য কৃষি গবেষণা ইনস্টিটিউটে প্রেরন করা হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র ছাড়াও একাধিক সূত্রের মতে রাতের আঁধারে হীমনীড়-এর পুকুরটি থেকে মাছ ধরার জন্য এর পদ্মফুলের বংশ বিনাস করা হয়েছে। কিন্তু বিবেকহীন এ কর্মকান্ডের পরেও কতৃপক্ষের বিদায়ী নির্বাহী প্রকৌশলী গনমাধ্যম কর্মীদের কাছে সাফাই গেয়েছিলেন। তারমতে, পুকুরটি থেকে প্রকৃতিগত কারণেই পদ্মফুলের বংশ বিনাশ হয়েছে। অথচ তদ›ত কমিটির কাছে সুস্পষ্টভাবে ‘রাতের আঁধারে পুকুরটি থেকে মাছ ধরার লক্ষ্যেই কয়েকদিন ধরে হীমনীড়ের পদ্মপুকুর থেকে স্বেতপদ্মের বংশ নির্মূল করা হয়েছে’ বলে প্রমান মিলেছে বলে জানা গেছে। এমনকি পুকুরটি থেকে অবৈধভাবে আহরন করা সরকারী মাছ কতৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সহ আরো কয়েকজন কর্মচারী লোপাট করেছেন বলেও কমিটির কাছে প্রমানিত হয়েছে বলেও জানা গেছে। শুধুমাত্র সরকারী পুকুরের মাছ খাবার লোভেই ঐতিহ্যবাহী একটি সরকারী পুকুর থেকে দীর্ঘ দিনের নয়নাভিরাম পদ্ম ফুলের বংশ নির্মূল করার বিষয়টিও কমিটির কাছে প্রমানিত হয়েছে বলে জানা গেছে। চলতি সপ্তাহের শেষ ভাগেই তদন্ত প্রতিবেদন দাখিল করা হতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। তবে কৃষি গষেনা ইনস্টিটিউট-এর মাটি ও পানি পরিক্ষার ফলাফলের ওপরই প্রতিবেদন প্রস্তুত ও দাখিলের বিষয়টি নির্ভরশীল বলে একটি সূত্র জানিয়েছে।
উল্লেখ্য বৃটিসÑভারত যুগে তৎকালীন নৌ ও রেল বানিজ্য প্রতিষ্ঠান, ‘অইজিএন-আরএসএন কোম্পানী’র পূর্ব বাংলার সদর দপ্তর ছিল বরিশালের এই হিমনীড়’এ। সে সময় একতলা চুন-সুরকীর ভবনটির পশ্চিম-দক্ষিণ কোনে নির্মান করা হয় কাঠের পাটাতনের ওপর টালির ঘর। ‘চাড়ার বাংলো’ খ্যাত ঐ দ্বিতল ঘরটি ছিল কোম্পানীর ম্যনেজারের বাস ভবন। আর এ দুটি ভবনের দক্ষিণ ও পূর্ব পাশে খনন করা হয়েছিল একটি পুকুর। পাকিস্তান সৃষ্টির পরে এখানে বসে ‘পাকিস্তান রিভার স্টিমার্স-পিআরএস’এর নৌ নির্র্মান কারখানার অফিস ও ম্যানেজারের বাস ভবন। ১৯৫৮ সালে ‘পূর্ব পাকিস্তান ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথারেটি-ইপিআইডব্লিউটিএ’ গঠনের পরে সরকারী নির্দেশে বরিশালের নৌ কারখানা পিআরএস থেকে আইডব্লিউটিএ’র কাছে হস্তান্তর করা হয়। ফলে হিমনীড়’র একতলা দালানে ম্যানেজারে বাস ভবন আর কাঠের চাড়ার বাংলো’তে স্থাপন করা হয় পরিদর্শন বাংলো।
১৯৬৪ সালে এখানে কর্মরত একজন ব্যবস্থাপকের আপ্রাণ চেষ্টায় হিমনীড় সংলগ্ন পুকুরটিতে সফলভাবে পদ্ম ফুলের আবাদ সম্পন্ন হয়। সে থেকে ২০১৯-এর শেষভাগ পর্যন্ত এ পুকরটি পদ্মফ‘ুুলে ঢেকে ছিল। কিন্তু আগাছা পরিস্কারের নামে সে সময়ও একবার পুকুরটির পদ্ম ফুলের বংশকে নির্বংশ করার ‘বিবেকহীন কর্মকান্ড’ পরিচালনা করে কতৃপক্ষের একটি মহল।
একইভাবে গতবছরের শেষভাগে পুনরায় পদ্মপুকুরের মাঝে একটি ঘর নির্মান ও মাছ চাষের নামে স্বেতপদ্মের বংশ বিনাশ সহ মাছ লুট করেছেন বিঅইডব্লিউটিএ’রই একটি দায়িত্বশীল মহল। কিন্তু ঐতিহ্যবাহী এ পুকুরটির মূল চরিত্র পরিবর্তন করে তার মাঝে ঘর নির্মান জরুরী ছিল কিনা, সেব্যপারেও এখন মুখ খুলছেন না কেউ।
তবে এরপরে পরিবেশবাদী সহ বরিশালবাসী আরো একবার অপেক্ষার প্রহর গুনছেন ঐতিহ্যবাহী পদ্মপুকুরে আবারো স্বেতপদ্ম ফিরবে, নাকি কতৃপক্ষের বিবেকহীন কতিপয় কর্তার অসৎ কর্মকান্ডে চীর দিনের মত হারিয়ে যাবে পদ্মপুকুরের স্বেতপদ্ম। তা কেবল ভবিষ্যতই বলতে পারবে।
এ ব্যপারে সম্প্রতি বরিশাল সফরকালে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর অরিফ আহমেদ মোস্তফা-বিএন’র সাথে আলাপ করে হলে তিনি বিষয়টি তদন্ত কমিটি করার কাথা জানিয়ে ‘প্রতিবেদন পাবার পরে কারো গাফিলতি বা ইচ্ছাকৃতভাবে কোন অনিয়ম-অন্যায় করে থাকলে বিধি মোতাবেক ব্যাবস্থা গ্রহন করা হবে’ বলে জানিয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
সাটুরিয়ায় জমি নিয়ে বিরোধে হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় কৃষকের মৃত্যু
"অভিনেত্রী মন্দিরার সিনেমার প্রিমিয়ার প্রদর্শনী যুক্তরাষ্ট্রে"
পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত কুষ্টিয়ার কৃষকরা
স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিতর্কিত সিলেবাসের মাধ্যমে মানুষকে ধর্মহীন করার চক্রান্ত করেছিল-পীর ছাহেব চরমোনাই
ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছে রাষ্ট্র
জবির বোটানি বিভাগ অ্যালামনাইয়ের নির্বাচন অনুষ্ঠিত
আরএফকে জুনিয়র কি আমেরিকার খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে পারবেন?
জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের দুঃখ প্রকাশ
বর্তমান সরকার পূর্নবাসনসহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন- আশাবাদী ক্ষতিগ্রস্ত শ্রমিকরা
ফরিদগঞ্জে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে শিশু-কিশোররা
সউদীতে এক সপ্তাহে ২০ হাজার প্রবাসী গ্রেফতার
চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মহাসড়ক অবরোধ
পাকিস্তানে রাতভর শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত অন্তত ৩২
মোহাম্মদপুরে সড়ক অবরোধ, তীব্র যানজট
ইসরায়েলি হামলায় বৈরুতে নিহত ২০,শুজাইয়া ছাড়ছে শত শত ফিলিস্তিনি
আফগানিস্তানে মাজারে বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে নিহত ১০
সকল পুলিশ সদস্যকে জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে- শেরপুরের পুলিশ সুপার
সরকারির চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ আজ
২ মার্চ 'জাতীয় পতাকা দিবস' হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান : ড. আব্দুল মঈন খান
সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার