মানিকগঞ্জে তেলের অবৈধ পাম্পে আগুন, ব্যাপক ক্ষয়ক্ষতি
২৪ নভেম্বর ২০২৪, ১১:০৪ এএম | আপডেট: ২৪ নভেম্বর ২০২৪, ১১:০৪ এএম
মানিকগঞ্জের সাটুরিয়ায় জ্বালানি তেলের একটি অবৈধ পাম্পে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এতে দগ্ধ হয়েছেন এক ব্যক্তি। গতকাল শনিবার বিকেলে ফুকুরহাটি ইউনিয়নের কৃষ্টপুর গ্রামের হরগজ বাসস্ট্যান্ডের অদূরে অবস্থিত মেসার্স রাকিব এন্টারপ্রাইজে ঘটে এ দুর্ঘটনা।
স্থানীয় সূত্র জানায়, অন্যের লাইন্সেস দিয়ে হরগজ মোড়ে ওই মিনি পাম্পটি অবৈধভাবে স্থাপন করেন মো. মোকছেদ আলী। সেখানে অকটেন, পেট্রোল, ডিজেল ও মবিল বিক্রি করা হয়। প্লাস্টিকের বড় ড্রামে পাইপের সংযোগ দিয়ে মিটার বসানো হয়েছে। এর মাধ্যমে মোটরসাইকেল, প্রাইভেটকারসহ নানা গাড়িতে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হয়। জ্বালানি মন্ত্রণালয় বা জেলা প্রশাসনের কাছ থেকেও কোনো অনুমোদন নেওয়া হয়নি পাম্পটির।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, পাম্প মালিক মোকছেদ আলীর ভাতিজা মো. আতাউর রহমান শনিবার বিকেল ৫টার দিকে মোটরসাইকেলে তেল নিচ্ছিলেন। এ সময় বিদ্যুতের শর্টসার্কিট হয়ে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে পাম্পে মজুত থাকা সব তেল পুড়ে যায়। এর পাশে থাকা একটি ঘর ও পাশের একটি মুরগির খামারে আগুন ছড়িয়ে পড়ে। এতে সেখানে পালিত ১০ দিন বয়সী সাড়ে ৪ হাজার ব্রয়লার মুরগির বাচ্চা পুড়ে মারা যায়।
স্থানীয়রা জানায়, এই পাম্পের ওপর দিয়ে গেছে ৩৩ হাজার ভোল্টের বৈদ্যুতিক সঞ্চালন লাইন। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্ধ হয়ে যায়। এ ছাড়া বিদ্যুতের খুঁটি ও লাইনেও ব্যাপক ক্ষতি হয়। তারা জানিয়েছেন, এক বছর আগেও এ পাম্পে আগুন লেগেছিল। এতে প্রায় কোটি টাকার তেল পুড়ে গিয়েছিল।
শনিবার অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে সাটুরিয়া ও মানিকগঞ্জের ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। তারা প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগেই প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
এ বিষয়ে ফুকুরহাটি ইউনিয়ন চেয়ারম্যান মো. জিয়াউর রহমান বলেন, গত বছরের নভেম্বরেও এই পাম্পে আগুন লেগেছিল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সারা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এবারও আগুন লেগে পাশের রাজা মিয়ার মুরগির খামারসহ একাধিক ঘর পুড়েছে। মোকছেদ আলী অবৈধভাবে তেলের ব্যবসা করতে গিয়ে এলাকাবাসীকে আতঙ্কে রেখেছেন। তাঁকে গ্রামের ভেতর এভাবে তেলের ব্যবসা করতে দেওয়া হবে না।
সাটুরিয়া ফায়ার সার্ভিসের ইনচার্জ মুজিবুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মিনিমেশিনের মাধ্যমে মোটরসাইকেলে তেল দেওয়ার সময় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। এ ঘটনায় মালিক মোকছেদের ভাতিজা আতাউর রহমান আহত হন। তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পেঁয়াজের পরিচর্যায় ব্যস্ত কুষ্টিয়ার কৃষকরা
স্বৈরাচার শেখ হাসিনা সরকার বিতর্কিত সিলেবাসের মাধ্যমে মানুষকে ধর্মহীন করার চক্রান্ত করেছিল-পীর ছাহেব চরমোনাই
ব্যাটারিচালিত রিকশা বন্ধের আদেশের বিরুদ্ধে আপিলে যাচ্ছে রাষ্ট্র
জবির বোটানি বিভাগ অ্যালামনাইয়ের নির্বাচন অনুষ্ঠিত
আরএফকে জুনিয়র কি আমেরিকার খাদ্যাভ্যাসকে পরিবর্তন করতে পারবেন?
জুলাই বিপ্লবের গ্রাফিতি মুছে ফেলার ঘটনায় গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের দুঃখ প্রকাশ
বর্তমান সরকার পূর্নবাসনসহ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন- আশাবাদী ক্ষতিগ্রস্ত শ্রমিকরা
ফরিদগঞ্জে অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছে শিশু-কিশোররা
সউদীতে এক সপ্তাহে ২০ হাজার প্রবাসী গ্রেফতার
চট্টগ্রামে চাকরিচ্যুত ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মহাসড়ক অবরোধ
পাকিস্তানে রাতভর শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত অন্তত ৩২
মোহাম্মদপুরে সড়ক অবরোধ, তীব্র যানজট
ইসরায়েলি হামলায় বৈরুতে নিহত ২০,শুজাইয়া ছাড়ছে শত শত ফিলিস্তিনি
আফগানিস্তানে মাজারে বন্দুকধারীর নির্বিচার গুলিবর্ষণে নিহত ১০
সকল পুলিশ সদস্যকে জনসাধারণের সাথে উত্তম ব্যবহার করতে হবে- শেরপুরের পুলিশ সুপার
সরকারির চাকরির বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশ আজ
২ মার্চ 'জাতীয় পতাকা দিবস' হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান : ড. আব্দুল মঈন খান
সাংবাদিক নূরুল কবিরকে হয়রানি, তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার
রাজধানীতে আজও ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ
"বহুল সমালোচিত ডা. সাবরিনা এবার নাম লেখালেন অভিনয়ে"