ঋণের প্রলোভন দেখিয়ে ঢাকায় লোক জড়ো করার অভিযোগে লক্ষ্মীপুরে ৩ মামলা, গ্রেফতার ৭
২৭ নভেম্বর ২০২৪, ০২:২০ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০২:২০ পিএম
লক্ষ্মীপুরে বিনা সুদে লাখ টাকার প্রলোভনে ঢাকায় লোক জড়ো করানোর অভিযোগে সদর রামগতি ও কমলনগর থানায় ১৩ জনের নাম উল্লেখ করে আরও ৭৫ জনকে অজ্ঞাত আসামি করে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
এসব মামলায় সদর থানার মামলায় প্রতারক সিন্ডিকেটের সদস্য নুর মোহাম্মদ ও তাঁর স্ত্রী রাশেদা বেগম, কমলনগর থানার মামলায় সাহাবুদ্দিন মিয়া ও মাহফুজ আলম ও রামগতির থানার হাসিনা আক্তার, শিরীন আক্তার ও শিক্ষক মো. জাহিদ হোসেনসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।
বুধবার দুপুরে পুলিশ সুপার আক্তার হোসেন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রতারক চক্রের অন্যদের গ্রেপ্তারের অভিযান চলছে। এই চক্রের সবাইকে গ্রেপ্তার করা হবে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকায় সমাবেশে যোগ দিলেই মিলবে সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। এমন প্রলোভনে ঢাকায় যাত্রাকালে রোববার রাতে লক্ষ্মীপুরের রামগতি-কমলনগর ও সদরে তিন শতাধিক নারী-পুরুষ স্থানীয় জনতা ও পুলিশের হাতে আটক হন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। পরে পুলিশ ছয়টি মাইক্রোবাস, সাতটি বড় বাসসহ শতাধিক ব্যক্তিকে আটক করে। পরে আটকদের জিজ্ঞাসাবাদ শেষে প্রতারণার মামলায় রামগতিতে সিন্ডিকেটের তিনজন, কমলনগরে দুইজন ও সদরে স্বামী-স্ত্রীসহ সাতজনকে গ্রেপ্তার দেখানো হয়। ঘটনার সঙ্গে জড়িত না থাকায় অন্যদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনায় প্রতারণার অভিযোগে মঙ্গলবার রাতে থানায় পৃথক তিনটি মামলা করা হয়। এর মধ্যে রামগতি থানায় পাঁচজনের নাম উল্লেখ করে আরও ২০ জনকে অজ্ঞাত আসামি করে আবু ইউসুফ বাদী হয়ে একটি মামলা করেন। সদর থানায় মামলা করেন সদর উপজেলার চর মনসা গ্রামের বাসিন্দা নজির উল্লাহর ছেলে মো. সেলিম। এই মামলায় আসামী করা হয় ২৮ জনকে। তাদের মধ্যে তিনজনের নাম এজাহারে থাকলেও ২৫ জন অজ্ঞাত রয়েছে। এ ছাড়া কমলনর উপজেলার বাসিন্দা ওমর ফারুক বাদী হয়ে ৩৫ জনকে আসামি করে থানায় আরও একটি মামলা করেন।
রামগতি, সদর ও কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন, আবদুল মোন্নাফ ও মো. তৌহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার সাতজনকে দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তাঁরা প্রতারণা সিন্ডিকেটের সদস্য। অন্য আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঠাকুরগাঁও, রাঙামাটিতে নতুন ডিসি
লোহাগাড়ায় এডভোকেট সাইফুলের জানাজায় অজস্র মানুষের ভালবাসায় সিদ্ধ, দাফন সম্পন্ন।
বরিশালে বিশ্ব জাকের মঞ্জিল কর্মী গ্রুপের বিভাগীয় আজিমুশ্বান ইসলামী জলছা বৃহস্পতিবার
দুদকের মামলা থেকে অব্যাহতি পেলেন মিয়া গোলাম পরওয়ারকে
আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই চরমোনাই মাহফিল প্রতিষ্ঠা হয়েছে -পীর সাহেব চরমোনাই
দ.কোরিয়ার তারকা জাং উ-সুং-এর সন্তানের খবর সমাজে বিতর্কের ঝড়
মুক্তি পেতে যাচ্ছে রুপালি গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুর 'ইনবক্স'
শারমিনের ব্যাটে অনেকগুলো রেকর্ড গড়ে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ
বিচারহীনতার সংস্কৃতির অবসান হওয়া দরকার : ড. বদিউল আলম মজুমদার
সংবাদ প্রকাশের জের ধরে মাহমুদুল হাসানকে মেরে ফেলার হুমকি
এসপি বাবুল আক্তার জামিন পেলেন
উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান না রাখার সুপারিশ করলেন ড. তোফায়েল
চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে বরগুনায় বিক্ষোভ সমাবেশ
আইনজীবী সাইফুল হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ইসলামাবাদ থেকে ইমরান খানের সমর্থকদের সরিয়ে দিয়েছে নিরাপত্তা বাহিনী
অ্যাডভোকেট আলিফ হত্যা সাবেক এমপি গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নিন্দা
শারমিনের দ্রুততম ফিফটি, বাংলাদেশের রেকর্ড সংগ্রহ
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইলিশ রপ্তানির উদ্যোগ নেয়া হচ্ছে : ফরিদা আখতার
সাবেক কৃষিমন্ত্রী মো: আব্দুস শহীদকে বিস্ফোরক আইনের মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর
২৪'র অনুপ্রেরণায় তরুণদের হাতে গড়ে উঠবে বৈষম্যহীন বাংলাদেশ : ভিসি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়