শারমিনের ব্যাটে অনেকগুলো রেকর্ড গড়ে আয়ারল্যান্ডকে হারাল বাংলাদেশ
২৭ নভেম্বর ২০২৪, ০৪:১৩ পিএম | আপডেট: ২৭ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম
ব্যাট হাতে রেকর্ড ইনিংস উপহার দিলেন শারমিন আক্তার। বাংলাদেশ পেল রেকর্ড সংগ্রহ। পরে বোলারদের মিলিত প্রচেষ্টায় আয়ারল্যান্ডের মেয়েদের একশর আগেই গুটিয়ে রেকর্ড ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশের মেয়েরা।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানেডেতে আয়ারল্যান্ডকে ১৫৪ রানে হারিয়েছে বাংলাদেশ। ২৫৩ রানের লক্ষ্যে স্রেফ ৯৮ রানে গুটিয়ে যায় আইরিশরা।
রানের ব্যবধানে বাংলাদেশের মেয়েদের সবচেয়ে বড় জয় এটি। এর আগের বড় জয়টি ছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, ১১৯ রানের।
বল হাতে সুলতানা খাতুন নেন ২৩ রানে ৩ উইকেট। ২টি করে শিকার ধরেন মারুফা আক্তার ও নাহিদা আক্তার।
আয়ারল্যান্ডের তিনজন হন রান আউটের শিকার। তাদের তিনজন যেতে পারেন তিন অঙ্কে। সর্বোচ্চ ২৫ রান করেন ওপেনার সারাহ ফোরবেস।
তৃতীয় ওভারে টানা দুই বলে অধিনায়ক গ্যাবি লুইস ও অ্যামি হান্টারকে ফেরান মারুফা। এরপর সবচেয়ে বড় জুটির দেখা পায় সফরকারীরা। ওরলা প্রেন্ডারগেস্টকে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন সারাহ। ওরলাকে (১৯) রাবেয়া খাতুনের ক্যাচ বানিয়ে জুটি ভাঙেন নাহিদা।
এরপর নিয়িমিত বিরতিতে উইকেট হারায় দলটি। ওরলা আর সারহ ছাড়া দুই অঙ্কের দেখা পান কেবল লরা ডিলানি (২২)।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ। এই সংস্করণে বাংলাদেশের মেয়েদের যা রেকর্ড সংগ্রহ। আগের সর্বোচ্চ ছিল ৩ উইকেটে ২৫০ রান। গত বছরের ডিসেম্বরে এই সংগ্রহ গড়েছিল দল।
বাংলাদেশের রেকর্ডে সবচেয়ে বড় অবদান শারমিনের। ১৬ মাসের বেশি সময় পর ওয়ানডে খেলতে নেমে ক্যারিয়ার সেরা ইনিংসে ৮৯ বলে ৯৬ রান করেন তিনি।
৪১ বলে পঞ্চাশ পূর্ণ করেন শারমিন। বাংলাদেশের হয়ে এটিই দ্রুততম ফিফটির রেকর্ড। ২০২১ সালে পাকিস্তানের বিপক্ষে ৪৪ বলে ফিফটি করে এতদিন রেকর্ডটি ছিল রুমানা আহমেদের।
২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষেই দেশের প্রথম ফিফটি করেছিলেন শারমিন। প্রায় ১৩ বছর একই দলের বিপক্ষে আরও বড় অর্জনের সম্ভাবনা জাগালেও অল্পের জন্য করতে পারেননি তিনি। ছক্কা হাকাতে গিয়ে ধরা পড়েন বাইন্ডারির কাছে।
ইনিংসে চার মেরেছেন তিনি ১৪টি, বাংলাদেশের রেকর্ড এটিও। মুর্শিদা খাতুনের ১২ চার ছিল আগের রেকর্ড।
উদ্বোধনী জুটিতে ১১২ বলে ৫৯ রান যোগ করেন দুই ওপেনার মুর্শিদা খাতুন ও ফারজানা হক। দুইবার জীবন পেয়েও বেশি দূর যেতে পারেননি মুর্শিদা। ৫ চারে ৬১ বলে করেন ৩৮ রান।
এরপর ক্রিজে গিয়ে শুরু থেকেই রানের গতি বাড়ানোর দিকে মন দেন শারমিন। তার ইতিবাচক ব্যাটিংয়ে ১৭তম ওভারে পঞ্চাশ করা বাংলাদেশের একশতে পৌঁছাতে লাগে আর ১০ ওভার। অন্য প্রান্তে ফারজানা বরাবরের মতোই সময় নিয়ে খেলতে থাকেন। ওয়ানডে ক্যারিয়ারের ১১তম ফিফটি করতে খেলেন ৯৮ বল।
শেষের দিকে অধিনায়ক নিগার সুলতানার ২৮ বলে ২৮ রান ও স্বর্ণা আক্তারের ৯ বলে ১৩ রানের ছোট্ট ক্যামিও বাংলাদেশের রানটাকে আড়াই শ’র ওপারে নিয়ে যায়।
আগামী বছর ভারতে শুরু হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পাওয়ার জন্য এই সিরিজটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
আইসিসি ওয়ানডে সুপার লিগে আর পাঁচ ম্যাচ বাকী অছে বাংলাদেশের। আয়ারল্যান্ডের পর সুপার লিগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নিজেদের শেষ তিনটি ম্যাচ খেলবে টাইগ্রেসরা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই মাঠে আগামী শনিবার।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৫২/৪ (ফারজানা ৬১, মুর্শিদা ৩৮, শারমিন ৯৬, নিগার ২৮, স্বর্ণা ১৩*, সোবহানা ৫*; প্রেন্ডারগাস্ট ৪-০-১৭-০, ক্যানিং ১০-০-৩৫-০, কেলি ১০-০-৪৬-০, সারজেন্ট ১০-০-৫১-২, ডেলানি ৬-০-৩৮-১, ম্যাগুয়েইর ১০-০-৬২-১)
আয়ারল্যান্ড: ২৮.৫ ওভারে ৯৮ (ফোর্বস ২৫, লুইস ৫, হান্টার ০, প্রেন্ডারগাস্ট ১৯, ডেলানি ২২, পল ০, রেমন্ড-হোয়ি ৭, কেলি ৪, ক্যানিং ০, সারজেন্ট ০, ম্যাগুয়েইর ৯*; মারুফা ৪-০-১৮-২, সুলতানা ৮.৫-০-২৩-৩, নাহিদা ৯-১-২৩-৩, ফাহিমা ৩-১-১৪-০, রাবেয়া ৪-০-১৮-০)
ফল: বাংলাদেশ ১৫৪ রানে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজে বাংলাদেশ ১-০তে এগিয়ে।
প্লেয়ার অব দা ম্যচ: শারমিন আক্তার
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
উইলিয়ামসনের ফেরার ম্যাচে অভিষেক হচ্ছে স্মিথের
বৃষ্টির জন্য প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক
কিভাবে কার্যকর হবে ইসরাইল - হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি?
অস্ত্রের মুথে জিম্মি করে ছেলে ও পুত্রবধুর হাত-পা বেধে শিল্পপতির বাাড়িতে ডাকাতি
সাম্প্রদায়িক উস্কানি-উন্মাদনা- হামলা রুখে দাঁড়ান: সিলেট বাসদ
শরণার্থীদের স্থানান্তর করতে চায় মিজোরাম সরকার
মালয়শিয়ার ইউসিএসআই বিশ্ববিদ্যালয় পরিদর্শন ইউজিসি প্রতিনিধিদলের
কার্ডধারীর বাইরেও ১০ লাখ পোশাক শ্রমিক পাবে টিসিবির পণ্য : অর্থ উপদেষ্টা
৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ
মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল যমুনায়
উগ্রবাদী সংগঠন ইসকন নিষিদ্ধ করতে হবে: ইসলামী আইনজীবী পরিষদ
ভারত একচোখা নীতিতে বাংলাদেশকে দেখছে: রিজভীর
চট্টগ্রামে ককটেলসহ ইসকনের পক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের ৬ জন গ্রেফতার
পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা না বলেই মন্তব্য ছাপিয়েছে রয়টার্স: সিএমপি
ইসকন নিষিদ্ধ চেয়ে লিগ্যাল নোটিশ
নওমুসলিমদের আইনজীবী ছিলেন আলিফ, এ জন্যই ইসকনের টার্গেট
ছাত্র-জনতার বিপ্লবকে বিতর্কিত করতে ফ্যাসিবাদীরা কাজ করে যাচ্ছে: শিবির সেক্রেটারি
২৮ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ভারতীয় ব্যাটারের রেকর্ড
নভেম্বরের রেকর্ড তুষারপাতে বিপর্যস্ত দ.কোরিয়ার সিউল
ভিসা প্রক্রিয়ার কাজ শেষে মার্কিন দূতাবাস থেকে বাসায় খালেদা জিয়া