অভিভাবকের কাছে ইউএনও’র খোলা চিঠি
০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৪৯ পিএম | আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪, ০৩:৫১ পিএম
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার সারমিনা সাত্তার মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, প্রাথমিক ও কিন্ডারগার্টেন পর্যায়ের প্রায় ৭৫ হাজার শিক্ষার্থীর অভিভাবকের কাছে খোলা চিঠি লিখে প্রশাংসা অর্জন করেছেন সব মহলে। গত মঙ্গলবার সকালে উপজেলার ২৭৯ প্রতিষ্ঠান প্রধানের হাতে প্রায় ৭৫ হাজার কপি চিঠি বিতরণের মাধ্যমে ব্যতিক্রমী এমন কার্যক্রমের সূচনা করেন তিনি। এসময় সকল প্রতিষ্ঠান প্রধানদের অনুরোধ করা হয় ৫ ডিসেম্বর ২০২৪ তারিখ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবকের হাতে যেনো পত্রটি পৌঁছানোর ব্যবস্থা করা হয়।
সেই খোলা চিঠিতে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার লিখেন 'সুপ্রিয় অভিভাবক, আসসালামু আলাইকুম। ইতো মধ্যে শুরু হয়েছে আপনার সন্তানের বার্ষিক পরীক্ষা। সব বাবা-মায়েরই স্বপ্ন থাকে সন্তান খুব ভালো রেজাল্ট করবে। ক্লাসের টপার হবে। আপনার সন্তান যদি পরীক্ষায় খুব ভালো নম্বর পায় তবে সেটি নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের। কিন্তু যদি না পায় তাহলে অনুরোধ থাকবে, তাদের ওপর নিজের বিশ্বাসটুকু হারাবেন না। সন্তানকে আশ্বস্ত করুন। তার নিজের অভ্যন্তরীণ ক্ষমতার ওপর তাকে আস্থা রাখতে বলুন। সে চাইলেই সামনে আরো ভালো করতে পারবে এতটুক আত্মবিশ্বাস তাকে দিন। তাকে বুঝিয়ে বলুন, পরীক্ষার নম্বর নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই। এটি কেবল একটি ক্লাশ পরীক্ষা। জীবনের আরো বহু পথ পাড়ি দিয়ে আরো বহু পরীক্ষার মুখোমুখি হতে হবে। ক্লাসের এই পরীক্ষাগুলো দিয়ে তাকে ধাপে ধাপে প্রস্তুত করা হচ্ছে কেবলই। কেবলই পরীক্ষার প্রাপ্ত নম্বর দিয়ে সন্তানকে বিচার করা থেকে বিরত থাকুন। আপনার সন্তান নিঃসন্দেহে বহু সুপ্ত প্রতিভার অধিকারী। তার সুপ্ত প্রতিভার বিকাশগুলো প্রকাশের সুযোগ করে দিন। একদিন তার প্রতিভা দিয়েই সে বিশ্বজোড়া খেলোয়াড় হবে অথবা কিংবদন্তী শিল্পী অথবা স্বনামধন্য কোনোও উদ্যোক্তা। পুরো বিশ্ব জয় করে মাথা উঁচু করে দাঁড়িয়ে আপনার সামনেই সে বলবে, আমি পেরেছি। তোমাদের সন্তান পেরেছে। সে পর্যন্ত তার হাত ধরে তাকে সুন্দর আগামীর পথে আপনিই এগিয়ে চলুন।
উপজেলা নির্বাহী অফিসার কর্তৃক প্রথমবারের মতো এমন একটি খোলা চিঠি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন মহলের দৃষ্টিগোচর হলে বিষয়টি ব্যাপকভাবে আলোচিত ও প্রশংসিত হয়।
ইনোসেন্ট চাইল্ড স্কুলের পরিচালক আমজাদ হোসেন বলেন, প্রথম হওয়ার অসুস্থ প্রতিযোগিতা থেকে বের হওয়ার যে মেসেজ টা উনি অভিভাবকদের কাছে পৌঁছে দিতে যাচ্ছেন এটি একদম অভিনব একটি বিষয়। বর্তমান প্রজন্মের সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। তিনি আরো বলেন, কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি অলক ঘোষ ছোটন স্যারের হাতে সকল কিন্ডারগার্টেনের জন্য মোট ১০ হাজার টিঠি দেয়া হয়েছে।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেন, শিক্ষার্থীদের ভালোলাগার গুরুত্ব দিতে এবং বাচ্চাদের সুপ্ত প্রতিভা নষ্ট না করতে অভিভাবকদের প্রতি আমার এই খোলা চিঠি। পড়াশোনা অবশ্যই দরকার কিন্তু সত্যি বলতে পড়াশোনাই সফলতার একমাত্র উপায় না। শুধুমাত্র ফলাফল দিয়েই শিক্ষার্থীদের মূল্যায়ন করা আমাদের এক ধরনের মানসিকতা হয়ে গেছে। এটা থেকে বেরিয়ে আসতে হবে। কারণ শুধু ফলাফল দিয়ে সার্বজনীন উন্নয়ন হয় না। সেখান থেকে বেরিয়ে আসার দরকার অভিভাবকদের। তাদেরকে তাদের মতো বিকশিত হতে দিতে হবে তারা কোন না কোন দিকে সফল হবে যদি বাবা-মা বিশ্বাস ও আস্থা রাখে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
শৈলকুপায় নিহতের ঘটনায় অর্ধশতাধিক বাড়িঘর গুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা
মধ্যরাতে আগুন লেগেছিল সচিব নিবাসেও
গোয়েন্দা সংস্থা একটি রাজনৈতিক দল গঠনের প্রচেষ্টা চালাচ্ছে : রিজভী
ফুলপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে মানববন্ধন
সচিবালয়ের ৮ তলায় মিলল কুকুরের দগ্ধ মরদেহ, চাঞ্চল্যের সৃষ্টি
সুন্দরবন সংলগ্ন গাবুরা পল্লীতে ফ্রিজ থেকে উদ্ধার হলো হরিণের মাংস
ফায়ার ফাইটার নয়নের জানাজা সম্পন্ন
প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে রজতজয়ন্তী উদ্যাপন
‘সচিবালয়ে আগুনের পেছনে আওয়ামী দোসরদের ষড়যন্ত্র রয়েছে’
সচিবালয়ে অগ্নিকাণ্ড : প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবি ফখরুলের
আটঘরিয়া-চাঁদভা হাড়লপাড়া সড়কের ব্রিজ ভেঙ্গে দুর্ভোগে পথচারীরা
পুড়ে যাওয়া ২ মন্ত্রণালয় দেখে আসিফ মাহমুদ: ‘আমাদের সব শেষ হয়ে গেছে’
দেশে ফিরলেন মিজানুর রহমান আজহারী, অংশ নেবেন মাহফিলে
আরেকটি বিধ্বংসী দ্বিশতক হাঁকালেন রিজভি
অবৈধ শিসা তৈরির কারখানায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর
সচিবালয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন , বন্ধ দাপ্তরিক কাজ
স্থানীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে তারা আজ স্বাবলম্বি
মনোহরগঞ্জে দারুল উলূম বান্দুয়াইন মাদরাসার বার্ষিক মাহফিললে-আল্লামা মামুনুল হক
ঈশ্বরগঞ্জে আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
আ'লীগ দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টা চালিয়েছে- মির্জাগঞ্জে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী