বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল)-এর সাবেক উপাচার্য, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক, বিএনপির কেন্দ্রীয় নেতা এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী মরহুম অধ্যাপক ডাঃ এম এ হাদীর স্মরণে গতকাল শুক্রবার এশার নামাজের পর রাত ১১টা পর্যন্ত এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ডাঃ এম এ হাদী চিকিৎসা সেবা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন মরহুম অধ্যাপক ডাঃ এম এ হাদীর ছেলে অধ্যাপক হোসেন ইমাম আল হাদী এবং পরিচালনা করেন মোঃ দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন গফরগাঁও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজুল হক, গফরগাঁও পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মোঃ ফজলুল হক, প্রকৌশলী মোঃ হাসিম উদ্দিন এবং মোঃ শামছুজ্জামান মাস্টার।
বক্তারা বলেন, বিএনপি সরকারের সময় সাবেক উপাচার্য মরহুম অধ্যাপক ডাঃ এম এ হাদী সর্বস্তরের জনগণের জন্য চিকিৎসা সেবা প্রদান করেছেন। তিনি গফরগাঁও উপজেলায় ১৫টি ইউনিয়নে চিকিৎসা ক্যাম্প পরিচালনার মাধ্যমে জনগণকে নিয়মিত সেবা দিয়েছেন। তার উদ্যোগে বহু মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।
আলোচনা সভায় বক্তারা মরহুম অধ্যাপক ডাঃ এম এ হাদীর নামে একটি হাসপাতাল ও সরকারি মেডিক্যাল কলেজ স্থাপন এবং গফরগাঁও পৌর শহরে তার নামে একটি সড়কের নামকরণের জন্য সরকারের প্রতি দাবি জানান।