হেলস-সাইফ টর্নেডোয় সিলেটকে উড়িয়ে রংপুরের চারে চার

Daily Inqilab স্পোর্টস ডেস্ক

০৬ জানুয়ারি ২০২৫, ০৪:৫৮ পিএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ০৫:৪৮ পিএম

ছবি: রংপুর রাইডার্স/ফেসবুক

ব্যাটসম্যানদের মিলিত প্রচেষ্টায় বড় সংগ্রহই পেয়েছিল সিলেট স্ট্রাইকার্স। কিন্তু অ্যালেক্স হেলস আর সাইফ হাসানের খুনে ব্যাটিংয়ের সামনে সেই সংগ্রহও হয়ে গেল মামুলি। ঢাকা পর্বের ফর্ম সিলেটে টেনে নিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল রংপুর রাইডার্সও।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলতি বিপিএলের নবম ম্যাচে সোমবার স্বাগতিকদের ৮ উইকেটে হারিয়েছে রংপুর। ২০৬ রানের লক্ষ্য তারা পূরণ করেছে এক ওভার হাতে রেখেই। বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড এটি। 

৫৬ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংস খেলেছেন হেলস। সাউফের ভ্যাট থেকে আসে ৪৯ বলে ৮০ রান। দুজনে মিলে ছক্কা-হাঁকিয়েছেন ১৪টি। একটি মেরেছেন ইফতিখার আহমেদ। সিলেট ইনিংসে ছক্কা ছিল ১৬টি। ম্য্যাচে হয়েছে সর্বোচ্চ ৩১ ছক্কার রেকর্ড।

বিপিএলে এক ম্যাচে এর আগে ২৯টির বেশি ছক্কা দেখেনি। ২৯ ছক্কার দুই ম্যাচের একটি আবার এবারের বিপিএলেরই। মিরপুরে উদ্বোধনী ম্যাচে ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহীর ব্যাটসম্যানরা মেরেছিলেন ২৯টি ছক্কা।

চার ম্যাচেই জিতে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুদ করল রংপুর। দুই ম্যাচেই হেরে পয়েন্ট তালিকার তলানীতে সিলেট। ঢাকা পর্বের একমাত্র ম্যাচটিও তারা হেরেছিল রংপুরের কাছে।

রান তাড়ার শুরুটা অবশ্য ভালো ছিল না রংপুরের। প্রথম ওভারের শেষ বলে তানজিম হাসান সাকিবকে ফিরতি ক্যাচ দিয়ে ফেরেন আজিজুল হাকিম। বাকি গল্পটা হেলস-সাইফের।

রান তোলার পাল্লায় দুজনেই ছুটছিলেন একই গতিতে। আরিফুলের করা ষোড়শ ওভারে তিন ছক্কা ও এক চারে ২৩ রান নিয়ে এগিয়ে যান হেলস। দুজনেই ফিফটি পূর্ণ করেন ৩১ বলে।

পাওয়ার প্লেতে ওঠে ১ উইকেটে ৫৪ রান। দলীয় একশ পূর্ণ হয় ১০.২ ওভারে। ৯১ বলে আসে দেড়শ’। ৫৬ বলে সেঞ্চুরি পূর্ণ হয় জুটির। জুটির দেড়শ’ আসে ৮৫ বলে। শেষ পর্যন্ত জুটি বিচ্ছিন্ন হয় ১০১ বলে ১৮৬ রানে।

ক্যারিয়ার সেরা ইনিংসে সাইফ যখন ৪৯ বলে ৩ চার ও ৭ ছক্কায় ৮০ রানের ইনিংস খেলে তানজিমের শিকার হয়ে ফেরেন, দলের জয় তখন নাগালে।

আল-আমিনের বলে ডাবল নিয়ে ৫৪ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের অষ্টম আর বিপিএলে নিজের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন হেলস। পরের দুই বলই ছক্কায় উড়িয়ে জয় সঙ্গে নিয়ে মাঠ ছাড়েন এই ইংলিশ ওপেনার।

তার ৫৬ বলে ১১৩ রানের অপরাজিত ইনিংসে চার ১০টি, ৭টি ছক্কার মার।

সতীর্থদের রান বিলোনোর দিনে ব্যতিক্রম ছিলেন তানজিম। এই তরুণ পেসার ৪ ওভারে স্রেফ ২৩ রান দিয়ে দুটি উইকেটই নেন তিনি।

বাকিদের মধ্যে ওভারপ্রতি ১৭ গড়ে ৩ ওভারে ৫১ রান দিয়েছেন আরিফুল হক,, ৪ ওভারে ৪৪ রান দিয়েছেন নাহিদুজ্জামান। আল-আমিন হোসেন ছিলেন আরও খরুচে। এই পেসার ৪ ওভারে দেন ৫৩ রান।

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দারুন শুরু করেন সিলেট স্ট্রাইকার্সের দুই ওপেনার রনি তালুকদার ও স্কটল্যান্ডের জর্জ মুনসি। ৩০ বলে ৪৭ রান যোগ করেন তারা।

পঞ্চম ওভারের শেষ বলে মুনসিকে থামিয়ে রংপুরকে প্রথম ব্রেক-থ্রু এনে দেন পেসার আকিফ জাভেদ। ১টি চার ও ২টি ছক্কায় ১২ বলে ১৮ রান করেন মুনসি।

তিন নম্বরে নামা জাকির হাসানকে নিয়ে সিলেটের রানের চাকা সচল রাখেন রনি। ৩০ বলে টি-টোয়েন্টিতে ১২তম হাফ-সেঞ্চুরি তুলে সাজঘরে ফিরেন রনি। রংপুরের স্পিনার মাহেদি হাসানের বলে এলবিডব্লিউ হন ৭টি চার ও ৩টি ছক্কায় ৩২ বলে ৫৪ রান করা রনি। দ্বিতীয় উইকেট জুটিতে জাকিরের সাথে ২৩ বলে ৪১ রান যোগ করেন রনি।

তৃতীয় উইকেটে পল স্টার্লিংকে নিয়ে ৩১ বলে ৩৬ রানের জুটিতে সিলেটের রান ১শ পার করেন জাকির। ২টি চারে ১৬ বলে ১৬ রান করে মোহাম্মদ সাইফুদ্দিনের শিকার হন স্টার্লিং।

১৪তম ওভারে দলীয় ১২৪ স্টার্লিং ফেরার পর ক্রিজে জাকিরের সঙ্গী হন অ্যারন জোন্স। দলের বড় সংগ্রহের পথ তৈরি করতে রংপুরের বোলারদের উপর চড়াও হন জাকির ও জোন্স। ২৯ বলে ৪৭ রানের জুটিতে দলের রান ১৭১ রানে নেন তারা। ৩৬ বলে টি-টোয়েন্টিতে সপ্তম অর্ধশতক করে সাইফুদ্দিনের দ্বিতীয় শিকার হন জাকির। ৪টি ওভার বাউন্ডারিতে ৩৮ বলে ৫০ রান করেন জাকির।

আকিফের করা ইনিংসের শেষ ওভার থেকে ৪টি ছক্কায় ২৭ রান তুলেন জোন্স ও জাকের আলি। এরমধ্যে জাকের ৩টি ও জোন্স ১টি ছক্কা মারেন। এতে ২০ ওভারে ৪ উইকেটে ২০৫ রানের বড় সংগ্রহ পায় সিলেট। এবারের বিপিএল চতুর্থবার দলীয় রান ২’শ স্পর্শ করলো।

৪টি চার ও ১টি ছক্কায় জোন্স ১৯ বলে ৩৮ এবং ৩টি ওভার বাউন্ডারিতে ৫ বলে ২০ রানে অপরাজিত থাকেন জাকের। সাইফুদ্দিন ৩১ রানে নেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ২০৫/৪ (রনি ৫৪, জাকির ৫০, জোন্স ৩৮*, জাকের ২০*; সাইফউদ্দিন ২/৩১, মেহেদী ১/৩৮, আকিফ ১/৫১)।

রংপুর রাইডার্স: ১৯ ওভারে ২১০/২ (হেলস ১১৩*, সাইফ ৮০; তানজিম ২/২৩)।

ফল: রংপুর রাইডার্স ৮ উইকেটে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: অ্যালেক্স হেলস।


বিভাগ : খেলাধুলা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

সন-টটেনহ্যাম চুক্তির মেয়াদ বৃদ্ধি
হারা ম্যাচে শাস্তিও পেল পাকিস্তান
ওয়েস্টার্ন গ্রুপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
সিলেটকে ‘হ্যাটট্রিক’ উপহার দিয়ে বরিশালের টানা দ্বিতীয় জয়
ওয়েস্টার্ন গ্রুপ এ্যামেচার গলফ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
আরও

আরও পড়ুন

সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি

সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি

ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু

ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু

দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,

দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,

শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা

শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা

কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত

কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত

পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত

পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত

ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী

ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল

শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা

শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা

গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে

ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে

মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ

মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ

বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে

বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে

এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে

এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে

গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র

গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র

মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা

মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা

ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ

ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ

পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত

পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত

যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের

অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল

অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল