ভোটচোর ও গণহত্যাকারীর বিচার করা হবে: শিবির সেক্রেটারি
০৭ জানুয়ারি ২০২৫, ০৬:০৩ পিএম | আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫, ০৬:৫৪ পিএম
আর কোন ফ্যাসিস্টকে এই বাংলায় ক্ষমতায় আসতে দেয়া হবেনা। কোন স্বৈরাচার লুটেরাদের জনগণ মেনে নিবেনা। সকল ভোটচোর ও গণহত্যাকারীর বিচার করা হবে। দেশকে নিয়ে এখনও গভীর ষড়যন্ত্র চলছে। তবে শিবির থাকাকালে কোন ষড়যন্ত্রই বাস্তবায়ন করতে দেয়া হবেনা। বরং সকল ষড়যন্ত্রকারীর শিকর উপড়ে ফেলা হবে। নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এই মন্তব্য করেছেন।
সোমবার (৬ জানুয়ারী) রাত ৮ টায় শহরের রেলওয়ে মূর্তজা মিলনায়তনে সৈয়দপুরে শিবির সংগঠনের সাথী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শহরের রেলওয়ে মূর্তজা মিলনায়তনে আয়োজিত এই সমাবেশে ২০২৫ সালের জন্য নীলফামারী শহর শাখার সেটাপ সম্পন্ন করা হয়েছে। এতে পূণরায় সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ শফিকুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন মোঃ মাজেদুল ইসলাম।
প্রধান অতিথি নুরুল ইসলাম সাদ্দাম সমাবেশে উপস্থিত ছাত্র শিবিরের সাথীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ছাত্র আন্দোলনের বিভিন্ন চ্যালেঞ্জ ও দায়িত্ব সম্পর্কে গুরুত্বারোপ করে আরও বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী সরকার জামায়াত ও শিবিরের উপর স্টিম রোলার চালিয়েছে। দেশের সকল বিশ^বিদ্যালয়ে শিবিরের রক্তে ক্যাম্পাসের ঘাস ভিজেছে। আর একারণে আল্লাহ তায়ালা শহীদের নজরানা স্বরুপ ২৪ এর বিজয় দান করেছেন।
তিনি আরও বলেন, ফ্যাসিস্টরা দেশকে ধ্বংস করে নিজেদের আখের গোছায়। যা আমরা বিগত শাসনামলে প্রত্যক্ষ করেছি। দেশ আজ চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। এসময় অবশ্যই আমাদেরকে দেশের স্বার্থে সচেতনার সাথে কাজ করতে হবে। যাতে করে কোনভাবেই দেশবিরোধী শক্তি নতুন করে কোন বিশৃঙ্খলা সৃষ্টি করাসহ দেশকে অস্থিতিশীল করার কোন সুযোগ না পায়। সেইসাথে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে সরকারকে সহযোগিতা করার পাশাপাশি ভুমিকা রাখতে হবে। তাই যে কোন পরিস্থিতির জন্য ছাত্র শিবিরকে প্রস্তুত থাকতে হবে। কারণ ছাত্র শিবিরের উপরই দেশের মানুষ আস্থা রাখছে। এই আস্থার সম্মান বজায় রাখতে আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
ছাত্র শিবির নীলফামারী শহর সভাপতি মো: শফিকুল ইসলাম এর সভাপতিত্বে শাখা সেক্রেটারি মো: মাজেদুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চল তত্ত্বাবধায়ক, কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক হাফেজ মিসবাহুল করিম, বিজ্ঞান সম্পাদক ডা. আবির হাসান, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক ডা. মুক্তাদির বিল্লাহ।
আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নীলফামারী জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, জেলা নায়েবে আমীর ড. হাফেজ খায়রুল আনাম, জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম, সৈয়দপুর উপজেলা আমীর আব্দুল মুনতাকিম, সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ। সাবেক জেলা সভা পতিদের মধ্যে উপস্থিত ছিলেন হাফিজুল ইসলাম, আব্দুল কাদের, তৌহিদুর রহমান, আহমদ রায়হান, রন্জু ইসলাম, ময়নুল ইসলাম, সাব্বির হোসেন ও নীলফামারী জেলা সভাপতি তাজমুল হাসান সাগর সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
সাথী সমাবেশে কেন্দ্রীয় সভাপতি স্বাক্ষরিত ব্যালট পেপারে সাথীদের প্রত্যক্ষ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মো: নুরুল ইসলাম সর্বাধিক ভোটপ্রাপ্ত শফিকুল ইসলাম এর নাম সভাপতি হিসেবে ঘোষণা করেন এবং পরে নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান। সদস্যদের পরামর্র্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি শাখা সেক্রেটারি হিসেবে মাজেদুল ইসলামকে মনোনীত করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ঝিকরগাছায় ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়
পাঠ্যপুস্তকে বিতর্কিত ‘আদিবাসী’ শব্দ: জড়িতদের শাস্তি চেয়ে ঢাবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় চলছে হরিলুট- জমজমাট ঘুষ-বাণিজ্য, দেখার কেউ নেই!
রেলওয়ের স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতির নির্বাচন সম্পন্ন
হোসেনপুরে আমেরিকা প্রবাসির বাড়ীতে ডাকাতি
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ
ঘুরে দাঁড়াবে ঢাকা, বিশ্বাস মোসাদ্দেকের
কোটা বাতিলসহ নয় দফা দাবিতে চবির পাঁচ শিক্ষার্থীর অনশন
আগামীর বাংলাদেশে কোন ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না.-মিয়া মিজানুর রহমান
ফ্রান্স ছাড়ার ঘোষণা দিলেন দেশ্যম
কালিয়াকৈরে বিয়ের ৪দিন পর স্বামীর আত্মহত্যা
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি
দীর্ঘ সাড়ে ৭ বছর পর মায়ের বুকে ছেলে
ঘোড়াঘাটে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ
ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি তমিজ, সম্পাদক মাহফুজ
নাজিরপুরে বাজার উন্নয়ন কাজ না করেই বিল তুলে নিয়েছে ঠিকাদার অংশু
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে নেই কোনো কার্যকরী ব্যবস্থা, আতঙ্কিত স্থানীয়রা
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
রামগড়ে হত-দরিদ্রদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন