কেসিসির সাবেক কাউন্সিলর টিপু কক্সবাজারে খুন
১০ জানুয়ারি ২০২৫, ০৮:০১ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০৮:০১ এএম
খুলনা সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে (৪৬) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি নগরীর দৌলতপুর উত্তর পাড়া এলাকায় মো. গোলাম আকবরের ছেলে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাত ৯টার দিকে কক্সবাজারে পাঁচ তারকা হোটেল সীগালের সামনে তাকে গুলি করা হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার পকেটে জাতীয় পরিচয়পত্র ভোটার আইডি কার্ড থেকে তার পরিচয় সনাক্ত করা হয়।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, এক মোটরসাইকেল আরোহী হঠাৎ এসে ওই ব্যক্তিকে গুলি করে। এ সময় গুলিটি মাথার এক পাশ দিয়ে ঢুকে অন্য পাশে চলে যায়। নিহতের মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে।
জানা যায়, সর্বশেষ সিটি করপোরেশন নির্বাচনে গোলাম রব্বানী টিপু ৪নং ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন। পরে ২৬ সেপ্টেম্বর দেশের অন্য ১২টি সিটি কর্পোরেশনের মতো কেসিসি কাউন্সিলর হিসেবে তাকেও অপসারণ করে স্থানীয় সরকার মন্ত্রনালয়। ৫ আগষ্টের পর থেকে স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা গোলাম রব্বানী টিপু আত্মগোপনে ছিলেন।
জানা যায়, এর আগেও গোলাম রব্বানী টিপুকে লক্ষ্য করে কয়েকদফা হামলার ঘটনা ঘটে। এর মধ্যে ২০২৪ সালের ৮ এপ্রিল গভীর রাতে তার দৌলতপুরের বাড়িতে ককটেল হামলা চালানো হয়।
দেয়ানা উত্তরপাড়ার নিজস্ব বাসায় দুটি মোটরসাইকেলে চার অজ্ঞাতনামা ব্যক্তি এসে তিনটি ককটেল গেটের বাইরে থেকে বাড়ির ভেতর ছুড়ে মারে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি, তবে বাড়ির ছাদ ও দেওয়াল ককটেলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। রাজনৈতিক প্রতিপক্ষরা এই ঘটনার জন্য দায়ী বলে ওই সময় টিপু দাবি করেন। এছাড়া নির্বাচনে জয়ী হওয়ার পর মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে তার পদক্ষেপের কারণেও এই হামলা হতে পারে বলে জানান।
এদিকে রাতে স্থানীয় পত্রিকা চট্টগ্রাম প্রতিদিনের অনলাইন ভার্সনের সংবাদে টিপুকে গুলি করে হত্যার ঘটনা প্রচার করে। এতে বলা হয়, বৃহস্পতিবার রাত ৯টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের হোটেল সীগাল পয়েন্টে গুলিবিদ্ধ অবস্থায় গোলাম রব্বানীকে পড়ে থাকতে দেখা যায়। কয়েকজন ইজিবাইক (টমটম) চালক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গোলাম রব্বানীর পকেটে থাকা এনআইডি থেকে জানা গেছে, তার বাড়ি খুলনা সিটি কর্পোরেশনের দৌলতপুর উত্তরপাড়া এলাকায়। তবে তিনি পর্যটক হিসেবে সেখানে ছিলেন কিনা নিশ্চিত হওয়া যায়নি। রাত ১১টায় প্রতিবেদন লেখা পর্যন্ত কি কারণে বা কারা তাকে গুলি করেছে সেটাও জানা যায়নি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে
স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে : ড. রিপন
দশ বছর পর ফের পুরষ্কৃত মালালা, ফিরছেন পাকিস্তান
ভারতে এক মাসে এক গ্রাহক পেলেন ২১০ কোটির বিদ্যুৎ বিলের কপি
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের
পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ১৩ কিলোমিটার যানজট
আগুনে পুড়ে ছাই হলিউড তারকাদের বাড়ি-ঘর