কুমিল্লায় জনসম্মুখে শিশুকে দুগ্ধপান
১০ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ এএম | আপডেট: ১০ জানুয়ারি ২০২৫, ০৯:৩২ এএম
কুমিল্লার মুরাদনগর উপজেলার কোথাও নেই ব্রেস্ট ফিডিং কর্ণার। বাধ্য হয়ে জনসমুখ্যে শিশুকে বুকের দুধ পান করান ‘ মা ’। শিশুর জন্য সর্বোৎকৃষ্ট খাবার মায়ের দুধ। শিশুকে কোলে নিয়ে দুধ খাওয়ালে মা ও শিশু উভয়ের শারীরিক মানসিক উন্নতি হয়। কিন্তু কর্মস্থলে ব্রেস্ট ফিডিং কর্ণার না থাকায় শিশুকে বুকের দুধ পান করাতে পারছেন না তাঁরা। শিশুদের দুগ্ধ পান করানো নিয়ে পড়েছেন নানা শঙ্কায়।
কোম্পানীগঞ্জ বাসস্টেশন, মুরাদনগর উপজেলা পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে একটি করে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা এখন সময়ের দাবি বলে মনে করেন সচেতন নাগরিক সমাজ।
সরেজমিনে দেখা যায়, ৯ জানুয়ারী (বৃহষ্পতিবার) ৬ মাসের শিশুকে নিয়ে কুমিল্লা ডাক্তারের কাছে যাবেন এক মা। তিনি কোম্পানীগঞ্জ বাসস্টেশনে গাড়ীর জন্য অপেক্ষা করছিলেন। এমন সময় সন্তান কান্না করতে থাকেন। তিনি বুঝতে পারেন সে ক্ষুধার্ত। তাকে দুধ পান করাতে হবে। স্টেশনের কোথাও দুগ্ধপান করানোর জায়গা না পেয়ে বাধ্য হয়ে সড়কের পাশে বসেই শিশুকে বুকের দুধ দেন।
বড় স্টেশন, শপিংমল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ব্রেস্ট ফিডিং কর্ণার না থাকায় এমন দৃশ্য প্রায়ই দেখা যায়। বেশিরভাগ সময় মায়েরা ঘর থেকে বের হয়ে নিরাপদ কক্ষের অভাবে লজ্জায় শিশুকে বুকের দুধ দিতে চায়না। যার কারণে শিশুরা কষ্ট পায়। ও তাদের দুগ্ধ পানের ন্যার্যঅধিকার থেকে বঞ্চিত হয়। লঙ্ঘিত হয় মানবাধিকার। তাই শিশুদের দুগ্ধপানের জন্য নিরাপদ ও শঙ্কাহীন অনুকুল পরিবেশ বাঞ্চনীয় বলে মনে করেন সচেতন সমাজ।
স্কুল শিক্ষিকা হালিমা বেগম ও লাভলী আক্তার জানান, ঘর থেকে বেরহওয়ার পর শিশুরা কান্না করলে ওদের বুকের দেওয়ার মতো কোন পরিবেশ থাকেনা। তাই বড় স্টেশন ও স্কুলসমূহে একটি করে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা জরুরি।
মুরাদনগর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কণার আছে কিনা ? জানতে চাইলে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার ‘ দৈনিক ইনকিলাব’কে জানান, “ কোন শিক্ষা প্রতিষ্ঠানে ব্রেস্ট ফিডিং কর্ণার আছে বলে আমার জানা নেই। তবে এটি জরুরি। কেননা সকল শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা চাকুরি করছেন। তাদের নিরাপত্তার কথা চিন্তা করে স্কুল ও গুরুত্বপূর্ণ স্টেশনসমূহে ব্রেস্ট ফিডিং কর্ণার একান্ত প্রয়োজন ”।
এদিকে কুমিল্লা-ক্যান্টনমেন্ট থেকে ব্রাক্ষণবাড়িয়া ৭৫ কিলোমিটার। এর মধ্যে ছোট বড় স্টেশন আছে প্রায় ৪০টি। ওইসব স্টেশনের কোথায়ও নেই ব্রেস্ট ফিডিং কর্ণার। ঢাকা-চট্র্রগ্রাম মহসড়কের কুমিল্লার মুরাদনগর অংশের কোথাও নেই ব্রেস্ট ফিডিং কর্ণার । হাজারো নারী কর্মসূত্রে কিংবা জীবনের প্রয়োজনে ঘর থেকে বাহির হয়ে দুগ্ধদান কক্ষ না থাকায় সন্তানদের নিয়ে পড়ছেন চরম বিপাকে।
সচেতন নাগরিকদের মতে “ আগামী প্রজন্মের জন্য শিশুর স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি আমলে এনে ব্যাস্ততম স্টেশন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপদ দুগ্ধপান কক্ষ স্থাপন করা প্রয়োজন ”।
এক সূত্রে জানাগেছ, ২০১৯ সালে ৯ মাসের শিশুকে নিয়ে এক আইনজীবী ‘মা’ ইসরাত হাসান আদালতে রিট করেন। রিট আবেদনের ভিত্তিতে কর্মক্ষেত্র, বিমানবন্দর, বাস, রেলওয়ে স্টেশন ও শপিংমলে মাতৃদুগ্ধ কক্ষ ও বেবি কেয়ার কর্নার স্থাপনের জন্য প্রয়াজনীয় ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে রুল জারি করেন আদালত। এই রুলের প্রেক্ষিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও কয়েকটি রেলওয়ে স্টেশনসহ প্রায় ১২ টি ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন করা হয়। যা প্রয়োজনের তুলনায় নাই বললেই চলে।
শিশু বিশেষজ্ঞদের মতে “ শিশুর জন্য মায়ের দুধ সর্বোৎকৃষ্ট খাবার, শিুশুকে কোলে নিয়ে দুধ খাওয়ালে মা ও শিশু উভয়ের শারীরিক- মানসিক উন্নতি হয়। তাই শিশুকে শঙ্কামুক্ত দুধ খাওয়াতে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রের পাশা-পাশি বাসস্টেশনের যাত্রী ছাউনিগুলোতে বেস্ট ফিডিং কর্ণার প্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। তাহলেই নারীরা স্বস্তিকর পরিবেশে শিশুদের দুগ্ধপান করাতে পারবে। এতে মা ও শিশু উভয়ে ভালো থাকবে”।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
বাগেরহাটে লখপুর গ্রুপের কর্মহীন শ্রমিকদের মানববন্ধন ও বিক্ষোভ
নিকলীতে দশ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
‘গণঅভ্যুত্থানে আহত ১১ জনকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হয়েছে, আরও যাবেন ২৮ জন’
১০ কোটিতে মাল্টার পাসপোর্ট নেওয়ার চেষ্টা টিউলিপের চাচীর
জামিন বাতিল করে সাদপন্থিদের কার্যক্রম নিষিদ্ধের দাবি
পাকিস্তানকে ছেড়ে ভারতের দিকে ঝুঁকছে তালেবান?
টাঙ্গাইলে জিয়া মঞ্চে ৩১ দফা নিয়ে লিফলেট বিতরণ
পলাতক ওসিকে গ্রেপ্তারে রেড অ্যালার্ট জারি, অভিযানে সেনাবাহিনী-পুলিশ-র্যাব
কানাডার লিবারেল পার্টি ৯ মার্চ নতুন নেতা নির্বাচন করবে
স্বৈরাচারের সহযোগীদের রাজনৈতিক দলে ঢোকালে প্রতিরোধ করা হবে : ড. রিপন
দশ বছর পর ফের পুরষ্কৃত মালালা, ফিরছেন পাকিস্তান
ভারতে এক মাসে এক গ্রাহক পেলেন ২১০ কোটির বিদ্যুৎ বিলের কপি
সাতক্ষীরায় ইজিবাইকের চাকায় ওড়না পেঁচিয়ে কিশোরী নিহত
সীমান্তে অতন্দ্র প্রহরী জনগণ, রাজনৈতিক দলের কোনো ভূমিকা নেই
চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস, মৃদু শৈত্য প্রবাহের কবলে গোট জেলা
খলনায়ক এআই, একধাক্কায় বেকার হতে চলেছেন ২ লাখ কর্মী
মক্কায় বন্যার পানিতে ভেসে গেল গাড়ি, ৪ জনের মৃত্যু
পাকিস্তানে অস্ত্রের মুখে ১৭ সরকারি কর্মীকে অপহরণ
যুক্তরাষ্ট্রে দাবানল নেভানোর কাজে এবার নামানো হলো কারাবন্দিদের
পোল্যান্ড সীমান্তে বেলারুশের সেনা উপস্থিতি নিয়ে উত্তেজনা