হিরণ ও তার ড্রাইভারের লাশ ৫ মাস পর উত্তোলন
১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম | আপডেট: ১৬ জানুয়ারি ২০২৫, ০৪:৩৭ পিএম
জুলাই গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট ঝিনাইদহে জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণের জেরে গণপিটুনী ও অগ্নিকান্ডে নিহত আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম হিরণ ও তার গাড়ি চালক আক্তার হোসেনের লাশ উত্তোলন করা হয়। আদালতের আদেশে আজ বৃহস্পতিবার হিরনের গ্রামের সদর উপজেলার বাড়ি আড়–য়াকান্দি ও আক্তারের গ্রামের বাড়ি ভুপতিপুরের পারিবারিক কবরস্থান থেকে তাদের লাশ ময়না তদেন্তর জন্য উত্তোলন করা হয়।
গত বছরের ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতা তার বাড়ি ঘেরাও করলে শহিদুল ইসলাম হিরণ জনতার উপর নির্বিচারে গুলিবর্ষন করেন। এতে অন্তত ২৫ জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এ ঘটনায় ক্ষুদ্ধ হয়ে শহিদুল ইসলাম হিরণের ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে আগুন ধরিয়ে দেয়। এতে হিরন ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
প্রচন্ড জনরোষে তার গাড়ি চালক আক্তারকেও কুপিয়ে হত্যা করে জনতা। হিরণকে হত্যার পর ৫ আগষ্ট সন্ধ্যার দিকে তার লাশ ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে জুলিয়ে রাখা হয়। এই ভিডিও বিশ^ব্যাপী ভাইরাল হয়। ফলে চারিদিকে আতংক ছড়িয়ে পড়ে। এ ঘটনায় শহিদুল ইসলাম হিরণের ভাতিজা জিয়াউল আলম গত বছরের ২০ নভেম্বর ও ড্রাইভার আক্তার হোসেনের ভাই মুক্তার হোসেন ১৭ নভেম্বর বাদী হয়ে পৃথক দুইটি মামলা করেন।
মামলায় অজ্ঞাত ২’শ থেকে ৩’শ জনকে আসামী করা হয়। অভিযোগটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোছাঃ রুমনা আফরোজ ঝিনাইদহ সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণের জন্য আদেশ দেন। ঝিনাইদহ সদর থানা আদালতের নির্দেশ পেয়ে ডাবল হত্যা মামলা রেকর্ড করে, যার মামলা নং ৩৭। মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে পুলিশ বৃহস্পতিবার লাশ উত্তোলন করে। এ সময় নিদের্শে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিনসহ ডাক্তার, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শহিদুল ইসলাম হিরণের ভাতিজা ও মামলার বাদী জিয়াউল আলম বলেন, আদালতে অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে। আমরা এই হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি করছি।
সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত গাড়িচালক আক্তারের ভাই মুক্তার হোসেন ও হিরণের ভাতিজা জিয়াউল আলম বাদি হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার দু’জনার লাশ উত্তোলন করা হয়। তিনি বলেন, এই মামলায় অজ্ঞাত ২/৩শ’ জনকে আসামি করা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
ইসলামি আদর্শে প্রতি বিদ্বেষ রেখে কোন দল ক্ষমতার চিন্তা করতে পারবে না: এএমএম বাহাউদ্দীন
বর্ধিত ভ্যাট প্রত্যাহারের দাবিতে সৈয়দপুরে রেস্তোরাঁ মালিকদের মানববন্ধন
ব্যর্থ ও দুর্নীতিবাজদের ক্ষমতায় চায় না: ইসলামী আন্দোলন
কুষ্টিয়ায় প্লাইউড বোর্ড কারখানায় আগুন
চাঁদাবাজির তকমা থেকে পরিবহন সেক্টরকে বের হতে হবে : শিমুল বিশ্বাস
ফরিদপুরের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক হলেন জাফর ইকবাল
প্রথম ম্যাচের অর্থ পুরস্কার দাবানলে ক্ষতিগ্রস্তদের দিলেন ফ্রিটজ
শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
‘আল্লাহর প্রতি অবিচল আস্থা ও বিশ্বাস’ হতে হবে সংবিধানের অন্যতম মূলনীতি - খেলাফত মজলিস
পাহাড় কাটা মনিটরিংয়ে আধুনিক প্রযুক্তি ব্যবহার করার উদ্যোগ নিয়েছে সরকার : রিজওয়ানা হাসান
মেট্রোরেলের শুক্রবারের সময়সূচি পরিবর্তন
লৌহজংয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নবাব সলিমুল্লাহ অসংখ্য নেতা তৈরির মৌলিকক্ষেত্র সৃষ্টি করেছেন : বাংলাদেশ মুসলিম লীগ
আগামী সপ্তাহে সুইজারল্যান্ড সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
নালিতাবাড়ীতে মোবাইল কোর্টে ৭ ব্যক্তির কারাদন্ড
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
গণঅভ্যুত্থানের শুধু ঘোষণাপত্র নয়, ১৬ বছরের আন্দোলনের স্বীকৃতি চায় ১২ দলীয় জোট
কর না কমালে সুলভ মূল্যে ইন্টারনেট দেয়া সম্ভব হবে না : মন্তব্য খাত সংশ্লিষ্টদের
জমির শ্রেণি পরিবর্তন করলে সে জমি খাস হিসেবে রূপান্তর করা হবে : ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসন
মার্কিন নাগরিক হারুন আসাদ মির্জা আন্তর্জাতিক নারী পাচারকারী চক্রের হোতা