আমাকে হত্যা করা হলেও বিএনপি’র গায়ে কাদা লাগতে দিব না: দিপু হায়দার খান
২৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৫ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও টাঙ্গাইল জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান বলেছেন, ‘আমাকে হুমকি দিচ্ছেন, আপনাকে বলি, হুমকি ধমকি দিয়ে আমাকে ভয় দেখাতে পারবেন না। আমি জানি, আপনার সাথে গুন্ডা-বদমাইস হত্যাকারীরা রাজনীতি করে। তারপরও আমি আপনাকে ভয় পাই না। আপনি আমাকে যতই হত্যার হুমকি দেন, গুম করার হুমকি দেন, গায়ে হাত তোলার হুমকি দেন, অপমান করার হুমকি দেন, আমি ভয় পাওয়ার মানুষ না। আমাকে আপনি ভয় দেখাতে পারবেন না। আপনাকে আমরা সেইদিনও সতর্ক করেছি, আজকেও সতর্ক করতে চাই। আপনি যত দিন পর্যন্ত দখলদারিত্ব ও চাঁদাবাজি থেকে ফিরে না আসবেন। তারেক রহমানের নির্দেশ বাস্তবায়ন না করবেন। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমি বিএনপির গায়ে কাদা লাগতে দিব না।
মির্জাপুরের সাবেক এমপি বিএনপি এক নেতাকে উদ্দেশ্য করে দিপু হায়দার বলেন, ‘গোড়াইতে আপনি কোন হত্যাকান্ড ঘটাবেন না। হত্যাকান্ড যদি ঘটে যায়। আপনি কিন্ত রাজনীতি থেকে ছিটকে পড়বেন। তিনি বলেন, গোড়াই একটি শান্তিপ্রিয় এলাকা। এই এলাকায় শান্তি ধরে রাখা আপনার কাজ। আপনি অশান্তি তৈরি করতে পারেন না।’
কৃষক দল নেতা দিপু হায়দার খান সাবেক ওই এমপির নাম উল্লেখ না করে বলেন, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলীম হত্যার নির্দেশদাতা আপনি। ‘আপনার নেতৃত্বে আব্দুল আলীমকে কুপিয়ে হত্যা করা হয়েছিল। আমরা দেখতে পাই আপনার নির্দেশে এই হাটুভাঙা রোডে হোন্ডা জ্বালানো, খুঁনাখুঁনি, গুলাগুলি, কুপাকুপি এইগুলো হচ্ছেই। এই পর্যন্ত তিন-চার বার এসব ঘটনা ঘটেছে।’
গত সোমবার রাতে উপজেলার গোড়াই ইউনিয়নের হাটুভাঙা রোডে ইউনিয়ন ও ওয়ার্ড কৃষক দল আয়োজিত শহীদ প্রেডিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন।
উল্লেখ্য, ২০১৪ সালে গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া বাজারে বিএনপির দুই গ্রুপের মধ্যে পৃথক মিছিল শেষে বাড়ি ফিরছিলেন আব্দুল আলীম। এ সময় তাঁকে তাঁর প্রতিপক্ষের লোকজন হত্যা করে। এ ঘটনায় আব্দুল আলীমের বড় ভাই সোহরাব হোসেন বাদী হয়ে মির্জাপুর থানায় মামলা দায়ের করেন।
গোড়াই ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আব্দুল লতিফের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন কৃষক দলের ঢাকা বিভাগীয় উপ-কমিটির সদস্য আজাহারুল ইসলাম, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. আজিজুল হক, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক খালিদুর রহমান ফীরদ, যুগ্ম আহবায়ক জুয়েল রানা, উপজেলা ছাত্রদল নেতা সানিয়াত প্রমুখ।
দিপু হায়দার খান বলেন, জুট ব্যবসা থেকে প্রতি মাসে আপনি এক কোটি দশ লাখ চাঁদা নিচ্ছেন। আপনি সাবেক এমপি। আগামী দিনে এমপি হতে চান। আমরা চাই আপনি এদেশের প্রতিষ্ঠিত রাজনীতিবিদ হন। কিন্ত আপনার কারণে বিএনপি ক্ষতিগ্রস্থ হতে পারে না। আপনার কারণে বিএনপি তুচ্ছ তাচ্ছিল্যের দল হতে পারে না। আপনার কর্মকান্ডে এ এলাকার মানুষ বিএনপিকে নুংড়া দল আওয়ামী লীগের সঙ্গে তুলনা করুক। সেটা আমরা চাই না।
মিল কারখানায় যে চাঁদাবাজি করছেন উল্লেখ করে বলেন, আপনি আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারিকে নিয়ে দখলদারিত্ব করবেন না। আপনি মাইকে বলেন বড় বড় কথা, আর নিন্মমানের কর্মকান্ড করে এলাকা দূষণ করছেন।
বিএনপি একটি ক্লিন ইমেজের দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া দল, আমাদের নেতা তারেক রহমানের আদর্শে গড়া দল। এই দলকে আপনি কুলষিত করবেন না। এই দলে আপনি দাগ লাগাবেন না। যেটুকু লাগাবার লাগিয়েছেন। আপনি এখান থেকে ফিরে আসেন। যতক্ষণ পর্যন্ত আপনি মিলকারখানায় দখলবাজী করবেন। হাটুভাঙা ফ্লাইওভার ব্রিজের নীচের বাজার থেকে চাঁদাবাজি করাবেন। আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে, আমি এ কথা বলতেই থাকবো।
টাঙ্গাইল জেলা কৃষক দলের আহবায়ক দিপু হায়দার খান আরও বলেন, ৫ আগস্ট স্বাধীন হওয়ার পর আমরা দেখলাম, যারা স্বৈরাচারের দোসর। এই আন্দোলন সংগ্রামে যারা হত্যা করেছে। এই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি। যাদের কারণে বিএনপির কোন নেতাকর্মী স্বাভাবিক জীবন যাপন করতে পারে নাই। যারা মিলকারখানা গুলোকে লুটপাট করে খেয়েছেন। শত শত কোটি টাকার মালিক হয়েছে। আপনি তাদের কাছ থেকে সুবিধা নিয়ে মামলা থেকে তাদের নাম বাদ দিয়ে অহেতুক মানুষের নাম দিয়ে মামলা করেছেন। আপনি মনে করবেন না যে আপনি চালাক, আর দেশের মানুষ বোকা।
যতক্ষণ পর্যন্ত আমার নেতা তারেক রহমানের কান পর্যন্ত এ খবর পৌঁছাতে না পারবো, ততক্ষন পর্যন্ত বলতেই থাকবো। তিনি দলের নেতাকর্মীকে বিশৃঙ্খলার পথ পরিহার করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শের পথে চলার আহবান জানান।
এর আগে গত রোববার মির্জাপুর উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ এবং সহযোগি সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯তম জন্মদিন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুরের সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী কেন্দ্রীয় কৃষক দল নেতাকে ইঙ্গিত করে বলেন, ভবিষ্যতে অঙ্গ দলের নেতা বিএনপির কোন নেতার বিরুদ্ধে বক্তব্য রাখলে তার বিরুদ্ধে রাজনৈতিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ফাঁকা বাসায় ডেকে নিয়ে চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টা, অতঃপর
মাদক ব্যবসায়ের অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন শিক্ষক
সোনারগাঁওয়ে স্বেচ্ছাসেবক দলের প্রধান কার্যালয় উদ্বোধন
চাটখিলে থানার পুকুরে পড়ে ছিল লুট হওয়া চায়না রাইফেল
২৬ জানুয়ারি গুলশান-২ এলাকা এড়িয়ে চলার অনুরোধ
লাকসামে সমবায়ের বার্ষিক সাধারণ সভায় -এড.সুজন
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমান ওঠা-নামা বন্ধ
ফেব্রুয়ারি মাসের মধ্যে রাজনৈতিক দল ঘোষণা: আখতার হোসেন
সৈয়দপুরে ঘন কুয়াশার কারনে বিমান ওঠা-নামা বন্ধ
কুয়াশার চাদরে ঢাকা সিলেটে, শীতের দাপটে কাহিল জনজীবন
মুজিবনগর উপজেলা বিএনপির কর্মী সমাবেশ
দিরাই সরমঙ্গল ইউপি চেয়ারম্যান জুয়েল সাময়িক বরখাস্ত
আপিল আবেদনের অনুমতি পেল চ্যানেল ওয়ান
নির্মম নির্যাতনে লিবিয়ায় মারা গেলো মাদারীপুরের রাকিব
শ্রীপুরে বাল্যবিয়ের অপরাধে বরসহ দুজনের কারাদণ্ড
সব প্রার্থীর এজেন্টদের প্রশিক্ষণ দিতে চায় ইউএনডিপি
জিয়াউর রহমানের ১৯ দফার উপর ভিত্তি করে তারেক রহমান দিয়েছেন ৩১দফা: শামা ওবায়েদ
লক্ষ্মীপুরের মান্দারীতে দুই হোটেল মালিকের জরিমানা
নিরপেক্ষ সরকারের দাবি আরেকটা ১/১১ এর ইঙ্গিত বহন করে : উপদেষ্টা নাহিদ
কালিয়াকৈর পুকুর থেকে নারী ও শিশুর লাশ উদ্ধার