চীনকে মোকাবেলা করতে ভারতের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র
২৩ জানুয়ারি ২০২৫, ০৭:১১ পিএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ০৭:২০ পিএম
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সমর্থন প্রদর্শন করেছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রথম দেখাকারীদের মধ্যে একজন ছিলেন এবং নতুন মার্কিন প্রেসিডেন্ট এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই প্রচেষ্টা চলছে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর, যার সাথে মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ ছিল দায়িত্ব গ্রহণের পর পরবর্তীকালের প্রথম দ্বিপাক্ষিক আলোচনা, তিনিও একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি শীঘ্রই পাকিস্তানের সাথে বাণিজ্য পুনরায় শুরু করার সম্ভাবনা উড়িয়ে দেন। রুবিওর কার্যকাল শুরু হয়েছিল চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার উপর স্পষ্ট মনোযোগ দিয়ে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য রক্ষাকারী হিসেবে ভারতের উপর মার্কিন নির্ভরতার উপর জোর দিয়ে।
ট্রাম্পের শপথে বিদেশি অতিথিদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখেই স্পষ্ট হয়েছিল ‘প্রায়োরিটি’। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বসানো হয়েছিল একেবারের সামনের সারিতে। কোয়াড–সদস্য জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা ছিলেন দু’সারি পিছনে! এ বার ট্রাম্প সরকারের প্রথম কূটনৈতিক বৈঠক জয়শঙ্করের সঙ্গেই করলেন সদ্য নিযুক্ত মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ।
ওয়াকিবহাল মহলের দাবি— শুধু অর্থনৈতিক স্বার্থপূরণ নয়, চীনকে ঠেকাতেও যে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করা প্রয়োজন, তা টের পেয়েছে আমেরিকা। তাই ভারতকে এই ‘স্পেশাল’ গুরুত্ব! জয়শঙ্করের সঙ্গে মার্কো রুবিও–র বৈঠকও বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ — গোড়া থেকেই চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য পরিচিত রুবিও। ২০২০ এবং তার আগেও রুবিও–কে ‘ব্ল্যাকলিস্টেড’ করেছিল বেইজিং। তাই বিদেশসচিব হিসেবে রুবিও–র নাম ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছিল।
সূত্রের খবর, রুবিও–জয়শঙ্করের বৈঠকে একাধিক কূটনৈতিক ইস্যুর পাশাপাশি চীনকে ঠেকাতে জোট বেঁধে কাজ করার ব্যাপারে কথা হয়েছে। বৈঠকের পরে এক্স হ্যান্ডলে জয়শঙ্কর লেখেন, ‘মার্কো রুবিওর সঙ্গে ভারতের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হলো।’ বৈঠকে জয়শঙ্করের সঙ্গে ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রাও। বৈঠক শেষে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে রুবিও এবং জয়শঙ্কর হ্যান্ডশেক করে ছবিও তোলেন।
তথ্য বলছে, আমেরিকায় নতুন প্রেসিডেন্ট শপথ নিলে সাধারণত ক্যানাডা, মেক্সিকো কিংবা ন্যাটো–র কোনও সদস্য দেশের সঙ্গে প্রথম আলোচনায় বসা হয়। এ বার প্রথা ভেঙে সামনের সারিতে তুলে আনা হলো ভারতকে। ট্র্যাডিশন ভুলে যেন নিজের স্টান্সেই দ্বিতীয় ইনিংস শুরু করলেন ট্রাম্প। সূত্রের খবর, প্রথম ১০০ দিনের মধ্যেই তিনি ভারত সফরে আসতে পারেন। শোনা যাচ্ছে, রুবিও–ও সম্ভবত ভারত দিয়েই শুরু করবেন অফিশিয়াল বিদেশ সফর।
মার্কিন পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পরে কোয়াডের মিটিংয়ে যোগ দেন জয়শঙ্কর। সূত্রের খবর, সেখানে আমেরিকার তরফে ছিলেন রুবিও এবং ওয়ালজ। মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকাতে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানকে সঙ্গে নিয়ে কোয়াড গড়েছিল আমেরিকা। অভিযোগ, জো বাইডেন আমলে তা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। গত বছর জানুয়ারিতে কোয়াডের বৈঠকে যোগও দেয়নি আমেরিকা। প্রশ্ন উঠেছে, সেই খামতিটা ঢেকে এ বার চীনকে ঠেকাতে ট্রাম্প কি ভারতকেই বাজি ধরছেন?
কিন্তু এই ট্রাম্প প্রশাসনই তো অবৈধ ভাবে আমেরিকায় থাকা ভারতীয়দের তাড়াতে মরিয়া! সূত্রের খবর, ইতিমধ্যেই এমন প্রায় ১৮ হাজার ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে। অস্বস্তির হলেও ভারত বিষয়টাকে অত্যন্ত সুচারু ভাবে সামাল দিতে চাইছে, কারণ নথিপত্র যাচাই করে এই ১৮ হাজারের দেশে ফেরানোর প্রক্রিয়া নয়াদিল্লিই দেখভাল করবে বলে জানা গিয়েছে।
ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ট্রাম্পের এই ‘ছোট’ দাবি মেনে নিয়ে ভারত আসলে ‘বড়’ কাজ গোছাতে চাইছে। তাদের মতে, অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আদতে এইচ-১বি এবং স্টুডেন্টস ভিসার মতো বৈধ মাধ্যমে ভারতের দক্ষ কর্মী এবং শিক্ষার্থীদের আমেরিকায় যাওয়ার রাস্তা চওড়া করছে নয়াদিল্লি। পরিসংখ্যান বলছে, ২০২৩–এ আমেরিকা যে প্রায় চার লক্ষ অভিবাসীকে এইচ-১বি ভিসা দিয়েছিল, তার তিন-চতুর্থাংশই ভারতীয় ছিলেন! সূত্র: ডন।
চীনকে মোকাবেলা করতে ভারতের দিকে ঝুঁকছে যুক্তরাষ্ট্র
ইনকিলাব ডেস্ক
ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণের পর, ভারত মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের সমর্থন প্রদর্শন করেছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী নবনিযুক্ত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সাথে প্রথম দেখাকারীদের মধ্যে একজন ছিলেন এবং নতুন মার্কিন প্রেসিডেন্ট এবং নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করার জন্য ইতিমধ্যেই প্রচেষ্টা চলছে।
ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী ডঃ এস. জয়শঙ্কর, যার সাথে মার্কো রুবিওর সাথে সাক্ষাৎ ছিল দায়িত্ব গ্রহণের পর পরবর্তীকালের প্রথম দ্বিপাক্ষিক আলোচনা, তিনিও একটি সংবাদ সম্মেলন করেন, যেখানে তিনি শীঘ্রই পাকিস্তানের সাথে বাণিজ্য পুনরায় শুরু করার সম্ভাবনা উড়িয়ে দেন। রুবিওর কার্যকাল শুরু হয়েছিল চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলার উপর স্পষ্ট মনোযোগ দিয়ে, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ভারসাম্য রক্ষাকারী হিসেবে ভারতের উপর মার্কিন নির্ভরতার উপর জোর দিয়ে।
ট্রাম্পের শপথে বিদেশি অতিথিদের সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখেই স্পষ্ট হয়েছিল ‘প্রায়োরিটি’। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে বসানো হয়েছিল একেবারের সামনের সারিতে। কোয়াড–সদস্য জাপান ও অস্ট্রেলিয়ার প্রতিনিধিরা ছিলেন দু’সারি পিছনে! এ বার ট্রাম্প সরকারের প্রথম কূটনৈতিক বৈঠক জয়শঙ্করের সঙ্গেই করলেন সদ্য নিযুক্ত মার্কিন বিদেশসচিব মার্কো রুবিও এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালজ।
ওয়াকিবহাল মহলের দাবি— শুধু অর্থনৈতিক স্বার্থপূরণ নয়, চীনকে ঠেকাতেও যে ভারতের সঙ্গে কৌশলগত সম্পর্ক মজবুত করা প্রয়োজন, তা টের পেয়েছে আমেরিকা। তাই ভারতকে এই ‘স্পেশাল’ গুরুত্ব! জয়শঙ্করের সঙ্গে মার্কো রুবিও–র বৈঠকও বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ — গোড়া থেকেই চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার জন্য পরিচিত রুবিও। ২০২০ এবং তার আগেও রুবিও–কে ‘ব্ল্যাকলিস্টেড’ করেছিল বেইজিং। তাই বিদেশসচিব হিসেবে রুবিও–র নাম ঘোষণায় শোরগোল পড়ে গিয়েছিল।
সূত্রের খবর, রুবিও–জয়শঙ্করের বৈঠকে একাধিক কূটনৈতিক ইস্যুর পাশাপাশি চীনকে ঠেকাতে জোট বেঁধে কাজ করার ব্যাপারে কথা হয়েছে। বৈঠকের পরে এক্স হ্যান্ডলে জয়শঙ্কর লেখেন, ‘মার্কো রুবিওর সঙ্গে ভারতের প্রথম দ্বিপাক্ষিক বৈঠক হলো।’ বৈঠকে জয়শঙ্করের সঙ্গে ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রাও। বৈঠক শেষে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সামনে রুবিও এবং জয়শঙ্কর হ্যান্ডশেক করে ছবিও তোলেন।
তথ্য বলছে, আমেরিকায় নতুন প্রেসিডেন্ট শপথ নিলে সাধারণত ক্যানাডা, মেক্সিকো কিংবা ন্যাটো–র কোনও সদস্য দেশের সঙ্গে প্রথম আলোচনায় বসা হয়। এ বার প্রথা ভেঙে সামনের সারিতে তুলে আনা হলো ভারতকে। ট্র্যাডিশন ভুলে যেন নিজের স্টান্সেই দ্বিতীয় ইনিংস শুরু করলেন ট্রাম্প। সূত্রের খবর, প্রথম ১০০ দিনের মধ্যেই তিনি ভারত সফরে আসতে পারেন। শোনা যাচ্ছে, রুবিও–ও সম্ভবত ভারত দিয়েই শুরু করবেন অফিশিয়াল বিদেশ সফর।
মার্কিন পররাষ্ট্রসচিবের সঙ্গে বৈঠকের পরে কোয়াডের মিটিংয়ে যোগ দেন জয়শঙ্কর। সূত্রের খবর, সেখানে আমেরিকার তরফে ছিলেন রুবিও এবং ওয়ালজ। মূলত ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনকে ঠেকাতে অস্ট্রেলিয়া, ভারত ও জাপানকে সঙ্গে নিয়ে কোয়াড গড়েছিল আমেরিকা। অভিযোগ, জো বাইডেন আমলে তা ক্রমশ দুর্বল হয়ে পড়ে। গত বছর জানুয়ারিতে কোয়াডের বৈঠকে যোগও দেয়নি আমেরিকা। প্রশ্ন উঠেছে, সেই খামতিটা ঢেকে এ বার চীনকে ঠেকাতে ট্রাম্প কি ভারতকেই বাজি ধরছেন?
কিন্তু এই ট্রাম্প প্রশাসনই তো অবৈধ ভাবে আমেরিকায় থাকা ভারতীয়দের তাড়াতে মরিয়া! সূত্রের খবর, ইতিমধ্যেই এমন প্রায় ১৮ হাজার ভারতীয়কে চিহ্নিত করা হয়েছে। অস্বস্তির হলেও ভারত বিষয়টাকে অত্যন্ত সুচারু ভাবে সামাল দিতে চাইছে, কারণ নথিপত্র যাচাই করে এই ১৮ হাজারের দেশে ফেরানোর প্রক্রিয়া নয়াদিল্লিই দেখভাল করবে বলে জানা গিয়েছে।
ওয়াকিবহাল মহলের একাংশের মতে, ট্রাম্পের এই ‘ছোট’ দাবি মেনে নিয়ে ভারত আসলে ‘বড়’ কাজ গোছাতে চাইছে। তাদের মতে, অবৈধ অভিবাসীদের ফিরিয়ে আদতে এইচ-১বি এবং স্টুডেন্টস ভিসার মতো বৈধ মাধ্যমে ভারতের দক্ষ কর্মী এবং শিক্ষার্থীদের আমেরিকায় যাওয়ার রাস্তা চওড়া করছে নয়াদিল্লি। পরিসংখ্যান বলছে, ২০২৩–এ আমেরিকা যে প্রায় চার লক্ষ অভিবাসীকে এইচ-১বি ভিসা দিয়েছিল, তার তিন-চতুর্থাংশই ভারতীয় ছিলেন! সূত্র: ডন।
বিভাগ : আন্তর্জাতিক
মন্তব্য করুন
আরও পড়ুন
চরনিখলা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
বিশ্বনাথে সাবেক ছাত্রলীগ নেতা সুইট গ্রেফতার
নতুন বাংলাদেশ বিনির্মাণে ইসলাম-ই কার্যকর পন্থা শীর্ষক জেলা সম্মেলন অনুষ্ঠিত
নতুন কমিটির উদ্দেশ্যে সাবেক সভাপতি তিন টাকার কমিটি রুখে দেয়া কঠিন কিছু হবে না
মির্জাপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
উদ্বোধনের ৪দিন পরও সেচ পানি মিলেনি মেঘনা - ধনাগোদা সেচ প্রকল্পের কৃষকের
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থী বহিষ্কার
বিশ্বনাথে সাংবাদিককে খুন-গুমের হুমকি
সুবর্ণচরে অনুমোদনহীন কীটনাশক ও ভেজাল সার খালে ফেলে নষ্ট করলো প্রশাসন
ফেসবুকে ভুয়া তথ্য প্রতিরোধে মেটাকে পদক্ষেপ নেওয়ার আহ্বান ড. ইউনূসের
ঈশ্বরদীর ৩ অবৈধ ইটভাটায় অভিযান ২ লাখ টাকা জরিমানা আদায়
‘বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে তারুণ্যের উৎসব অগ্রণী ভূমিকা পালন করতে পারে’
সিংগাইরে অজ্ঞাত বৃদ্ধের লাশের পরিচয় মিলেছে
শাহরাস্তিতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বেনাপোলে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠক
শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১৬৬ জনের বিরুদ্ধে ফের হত্যা মামলা বগুড়ায়
ছাগলনাইয়ায় ছাত্র শিবিরের প্রকাশনা সামগ্রী প্রদর্শনী ও বিক্রয় উৎসব
ছাগলনাইয়ায় 'মুফতি মাহমুদুর রহমান আল্ খিদমা ফাউন্ডেশন' এর আত্মপ্রকাশ
কচুয়ায় ফুলকপির ভালো ফলনেও লাভের মুখ দেখছে না কৃষকরা
নজরুল বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অর্ধযুগপূর্তি উৎযাপন