১০৫ ইনভয়েসে অগ্রিম স্বাক্ষর, টাঙ্গাইল খাদ্য কর্মকর্তাকে শোকজ
২৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম | আপডেট: ২৪ জানুয়ারি ২০২৫, ০৪:৩৬ পিএম
টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা খাদ্য গুদামের এলএসডির সংরক্ষন ও চলাচল কর্মকর্তা জিয়াউল করিম মোহাম্মদ তারেকের বিরুদ্ধে চরম আনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। তার দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন দপ্তরে অভিযোগও দিয়েছেন খাদ্য গুদামে কর্মরত কর্মচারীরা।
এদিকে কর্মস্থলে উপস্থিত না থেকেও ১০৫টি ভি-ইনভয়েসে অগ্রীম স্বাক্ষর করে ফেসে গেছেন তিনি। এ কারণে গত বৃহস্পতিবার তাকে শো’কজ করা হয়েছে। একই সাথে আগামী তিন কার্যদিবসের (মঙ্গলবার) মধ্যে সুস্পষ্ট ব্যাখ্যা দিতেও বলা হয় তাকে। গত বৃহস্পতিবার আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক সুরাইয়া খাতুন স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ শোকজের বিষয়টি জানানো হয়। জানা যায়, গত ৯ জানুয়ারি ১৩ জানুয়ারি পর্যন্ত শহরের বিশ্বাস বেতকা খাদ্য গুদামের এলএসডির সংরক্ষন ও চলাচল কর্মকর্তা জিয়াউল করিম মোহাম্মদ তারেক কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। কিন্তু তিনি কর্মকস্থল ত্যাগ করার সময় ১০৫টি ভি-ইনভয়েসে অগ্রীম স্বাক্ষর করে যান। যা সম্পূর্ণ নিয়ম বহিভর্‚ত। এ নিয়ে উর্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শেষে বিষয়টি প্রমানিত হওয়ায় তাকে শোকজ করা হয়।
খোঁজ নিয়ে জানা যায়, জিয়াউল করিম মোহাম্মদ তারেকের বিরুদ্ধে জ্ঞাত আয় বহিভর্‚ত সম্পদ অর্জন ও চাকুরিবিধি অমান্য করে বিদেশ ভ্রমনের অভিযোগ উঠে। এ অভিযোগে তার বিরুদ্ধে ২০২০ সালের ২৯ ডিসেম্বর খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক সারোয়ার মাহমুদ বিভাগীয় মামলা করেন। তবে আওয়ামী পরিবারের সন্তান হওয়ায় তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে সাহস পায়নি কেউ। দীর্ঘদিন আওয়ামী লীগ সরকারের দাপট দেখিয়ে নামে বেনামে গড়ে তুলেছেন অঢেল সম্পদ। এরমধ্যে ২০১৮-১৯ অর্থবছরের আয়কর রিটার্নে দেখা যায় মোট ১৫ লাখ ৪০ হাজার টাকার সম্পত্তির তথ্য উল্লেখ করেছেন। এর পাশাপাশি রয়েছেন বিএস খতিয়ান নম্বর ১০৩৮৪ ঝিলংজা কক্সবাজার মৌজার ২ দাগের ১০ শতাংশ এবং বিএস খতিয়ান নম্বর ৩২০১ কাকারা চকরিয়া মৌজায় ৪০ শতাংশ জমি রয়েছে জিয়াউলের নিজ নামে।
এছাড়া তার বড় ভাই লক্ষ্যাচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেজাউল করিম সেলিমকে চকরিয়ায় ১০ টাকা মূল্যের চাল বিতরনের জন্য ‘ভাই ভাই ট্রেডার্স’ নামে একটি লাইসেন্স করে দেন। তবে পরবর্তীতে ১০ টাকা মূল্যের চাল কালোবাজারে বিক্রির দায়ে সেই লাইসেন্স স্থগিত করা হয়।
টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা খাদ্য গুদামের এলএসডির সংরক্ষন ও চলাচল কর্মকর্তা জিয়াউল করিম মোহাম্মদ তারেক দায়িত্ব পালনের পর থেকেই তার লোকজনদের দিয়ে ডিও হোল্ডার এবং বাইরের বিভিন্ন অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে নি¤œমানের চাল ও গম কিনে গুদামে মজুদ করে রাখেন। পরবর্তীতে সরকারি ভাল মানের চাল ও গম বাইরের ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দেন। এ নিয়েও গত বছর ৮ অক্টোবর নি¤œমানের চাল মজুদের বিষয়ে ৫ সদস্য বিশিষ্ট এবং ইচ্ছাকৃতভাবে গম ওজনের কম দেখানোর জন্য গত ২৭ আগষ্ট তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়।
পরবর্তীতে সেই তদন্ত কমিটির প্রতিবেদনে দেখা যায়, মজুদনকৃত চাল ও গম নি¤œমানের প্রমান পাওয়া যায়। তারপরও অজ্ঞাত ক্ষমতার দাপটে এখনো বহাল তবিয়তে রয়েছেন তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে তিনজন আহত
বাংলাদেশের সংস্কার উদ্যোগকে সমর্থন আল গোরের
২০২৪ সালে জলবায়ু সঙ্কটে দেশের সোয়া ৩ কোটি শিশুর শিক্ষা ব্যাহত
মাদারীপুরে মানবপাচারকারীকে গণপিটুনির ভিডিও ভাইরাল
জাতীয় ঐক্য বিনষ্ট হলে ফিরে আসবে ফ্যাসিস্টরা : কুড়িগ্রামে ডা. শফিকুর রহমান
মোরেলগঞ্জে পল্লী বিদ্যুৎতের মিটার সংকট মিলছে না সংযোগ : গ্রাহকদের ভোগান্তি
রাউজানে জুমার নামাজে যাওয়ার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা
বাজারে পলিথিন কেন সেটা না ভেবে ভাবুন কেন ব্যবহার করছেন : পরিবেশ উপদেষ্টা
আড়াইহাজারে পুলিশ কনস্টেবলকে আটক করলো জনতা
টিকটকারদের যন্ত্রণায় বিব্রত মেট্রোরেল যাত্রীরা
কুষ্টিয়ার মিরপুরে হত্যা চেষ্টা মামলায় আটক ২
পেঁয়াজ চাষিদের মাথায় হাত
টঙ্গীতে কারখানার খাবার খেয়ে দেড় শতাধিক শ্রমিক অসুস্থ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল অবকাশে এখন কক্সবাজার-রাজনৈতিক মহলে বেশ আলোচনা
জাতীয় নির্বাচনের জন্যে সকলকে প্রস্তুতি নিতে হবে -কৃষিবিদ শামীম
মহানগর কৃষকদলের উদ্যোগে কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী পালিত
সভাপতি মতিন, সা. সম্পাদক রফিকুল কার্যকরী সভাপতি লিয়াকত
মাগুরায় কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্প
অপরাধ দমনে খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ যশোর জেলা পুলিশ
গুঁড়ি গুঁড়ি শিশিরে আলু-বোরো বীজতলা নিয়ে দুশ্চিন্তায় কৃষক