বিলুপ্তির পথে শেরপুরের তেঁতুল গাছ, মুখরোচক আচারের প্রধান উপকরণ তেঁতুল!
০৪ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পিএম | আপডেট: ০৪ এপ্রিল ২০২৫, ০১:৫৮ পিএম

বিলুপ্তির পথে শেরপুরের তেঁতুল গাছ, অথচ মুখরোচক আচারের প্রধান উপকরণ তেঁতুল! মাত্র দেড় যুগ আগেও শেরপুরের এমন কোন বাড়ি ছিল না যেখানে একটি হলেও তেঁতুল গাছ না ছিল। তখন জেলার গারো পাহাড়ে আর্থিক সম্ভাবনার অপর নাম ছিল তেঁতুল। আম, কাঁঠাল, কলা, বেল, আদা ও হলুদের সাথে পাল্লা দিয়ে বিভিন্ন হাট-বাজারে জায়গা করে নিয়েছিল টক-মিষ্টি স্বাদের তেঁতুল। তখনকার সময় গাছতলায় পড়ে থাকা তেঁতুল এখন রাখতে পারে অর্থনৈতিক সমৃদ্ধিতে বিরাট ভূমিকা। তেঁতুলের নাম শোনা মাত্রই কার না জিহ্বায় পানি এসে যায়।
তেঁতুলে আসক্তি নেই এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। ইতোপূর্বে জেলার সর্বত্র বিশেষ করে গারো পাহাড় অঞ্চলে টক-মিষ্টি স্বাদের তেঁতুলের আচারের স্বাদই আলাদা। তখন বিভিন্ন হাট-বাজারেও জমে উঠেতো তেঁতুল বেচাকেনা। ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় কিনে নিয়ে যেতো টক-মিষ্টি তেঁতুল। শেরপুরের কলা-কাঁঠালসহ কৃষিপণ্যে ভরে যেতো হাট-বাজার। তেঁতুল বিভিন্ন হাট-বাজারে ২-৫ টাকা দরে প্রতি কেজি বিক্রি হতো। বর্তমানে তেঁতুলের ব্যাপক চাহিদা থাকায় সেই টক-মিষ্টি তেঁতুল বিক্রি হচ্ছে ১২০ টাকা থেকে ১৩০ টাকা কেজিতে।
কোনো ধরনের কীটনাশক বা পরিচর্যা ছাড়াই প্রাকৃতিকভাবে উৎপাদিত তেঁতুল লাভজনক হওয়ায় বাণিজ্যিকভাবে তেঁতুল চাষ হতে পারে শেরপুর ও গারো পাহাড়ে। কিন্তু এব্যাপারে কৃষি বিভাগ কৃষকদের সঠিক পরামর্শ দিলে তারা কোন ঝুঁকতেন তেঁতুল গাছ রোপনে। ফল ব্যবসায়ীরা বলেন, তেঁতুলের ব্যাপক চাহিদা রয়েছে। তেঁতুলের চাহিদা বাড়ার সাথে সাথে স্থানীয় বাজারে দামও বেড়ে গেছে। দেশের আচার তৈরির কারখানাগুলোতেও তেঁতুলের ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে গারো পাহাড়ি তেঁতুলের চাহিদা ব্যাপক।
তেঁতুলে কোনো ধরনের কীটনাশকের ব্যবহার প্রয়োজন হয় না বলে গুনাগুণ ও ভাল। কোনো ধরনের বিনিয়োগ বা ঝুঁকি ছাড়াই তেঁতুল বিক্রি করে যে কোন পরিবারে আর্থিক সচ্ছলতা আসতে পারে নিঃসন্দেহে। প্রাকৃতিকভাবে উৎপাদিত তেঁতুলে বিক্রি করে সংসারের অর্থনৈতিক চাকা ঘুরতে পারে এই জেলার মানুষের।
এলাকার প্রবীণ লোকেরা বলেন, তেঁতুলে লোকসান হয় না বলে তেঁতুলের বাণিজ্যিক চাষ সম্ভাবনাময়। তারা বলেন, একসময় স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে হতো বলে ভালো দাম পাওয়া যেত না। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকারি ব্যবসায়ীরা এসে প্রচুর তেঁতুল ক্রয় করতেন। কিন্তু শেরপুরে ইটভাটা হওয়ার পর শুরু হয় তেঁতুল গাছ নিধন। তেঁতুল গাছ কেটে শুরু হয় ইটভাটায় লাকড়ি হিসেবে বিক্রি। এভাবেই আস্তে আস্তে তেঁতুল গাছ বিলুপ্ত হতে থাকে।
তাছাড়া তখন দেশে আচার ফ্যাক্টরি ও ছিলনা বলে জনসাধারণ তেঁতুল বিক্রি করে পোষাতে পারেননি। তাই ইটভাটায় ভাল দাম পাওয়ায় দেদারসে গাছ কেটে লাকড়ি হিসেবে বিক্রি করে। এভাবেই তেঁতুল গাছ বিলুপ্ত হয়ে যায় শেরপুর থেকে। কিন্তু আচার ফ্যক্টরীগুলো চালু হবার পর থেকে বাড়তে থাকে সেই গাছ তলায় পড়ে থাকা তেঁতুলের চাহিদা ও দাম। তাই আবরো তেঁতুল গাছ রোপন করে শেরপুরের কৃষি পরিবারগুলো ভাল দামে তেঁতুল বিক্রি করে অনায়াসেই আর্থিকভাবে লাভবান হতে পারবেন বলে অভিঙ্গ মহলের ধারণা। স্থানীয়রা বলেন, একসময় তেঁতুল নিয়ে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হতো।
এখন আর বসে থাকতে হয় না। বাজারে আসার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীরা কিনে নিয়ে যায়। ভালো দাম পাওয়ার পাশাপাশি ক্রেতার জন্য অপেক্ষার দিনও শেষ হয়ে গেছে। দেশব্যাপী তেঁতুলের বাজার সৃষ্টি হওয়ায় শেরপুর গারো পাহাড়ে তেঁতুল চাষে কৃষিভিত্তিক শিল্প গড়ে ওঠার সম্ভাবনাও রয়েছে। সরকারি পৃষ্ঠপোষকতা ও কৃষি বিভাগ অন্তরিক হলে তেঁতুলেই গারো পাহাড়ের মানুষের অর্থনৈতিক সচ্ছলতা ফিরে আসার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আশরাফুল আলম রাসেল দৈনিক ইনকিলাবকে বলেন, এক সময়ের প্রাকৃতিকভাবে বেড়ে ওঠতো তেঁতুল গাছ। তখন ও তেঁতুল বিক্রি করে লাভবান হতেন লোকজন। তেঁতুল গাছ লাগানোর পর তেমন কোনো পরিশ্রম করতে হয় না। বড় তেঁতুল গাছ থেকে প্রতি বছর কয়েকশ মণ ফল পাওয়া যায়। সুতরাং তেঁতুল গাছ রোপন এবং সেই রোপিত গাছের তেঁতুলে ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে এই গারো জেলা শেরপুরসহ পাহাড়ি উপজেলার জনগণের।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন ফিলিপাইনের

ইসরায়েলি ভয়াবহ হামলায় গাজায় একদিনেই নিহত আরও ৬০ ফিলিস্তিনি

তুরিন আফরোজকে আদালতে তোলা হবে আজ

কমলনগরে স্বেচ্ছাসেবকদল নেতার প্রতিবন্ধী পিতাকে পিটিয়ে হত্যা,একই পরিবারের আহত- ৫

ভারতীয় সিনেমায় আরমিন মুসার 'নিদ্রাহীন'

নতুন ফিল্ডিং কোচ পেল বাংলাদেশ

অভিজ্ঞদের নিয়েই আসছে জিম্বাবুয়ে

বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরার তালিকায় যারা

কুমিল্লার সাবেক এমপি শফিউদ্দিন শামীমের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

আবেদ আলীর বাড়ি-ফ্ল্যাট-জমি জব্দ ব্যাংক হিসাব অবরুদ্ধ

পুরান ঢাকায় আগুনে একজনের মৃত্যু

ট্রাম্পের পাল্টা শুল্কে ব্যবসায়ীরা চিন্তিত : আইসিসিবি সভাপতি

আরব আমিরাত ও তুরস্ক সফরে যাচ্ছেন সিরিয়ার প্রেসিডেন্ট

পহেলা বৈশাখ পান্তা-ইলিশ খাওয়া আমাদের সংস্কৃতি না -প্রাণিসম্পদ উপদেষ্টা

আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র-রাশিয়ার বৈঠক

ঢাকায় মার্কিন নাগরিকদের চলাচলে সতর্কতা জারি

ইসরাইল নৃশংসতার সর্বোচ্চ সীমাও অতিক্রম করেছে : কর্নেল অলি

গণজাগরণ মঞ্চের নেপথ্যের নায়কদের সচিব করার প্রস্তাব

ওয়াকফ বিল ইস্যুতে সারজিস : মোদিকে ছুড়ে ফেলার বিকল্প নেই