‘হত্যাকাণ্ড বন্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে হবে’
০৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পিএম | আপডেট: ০৭ এপ্রিল ২০২৫, ০৬:৩৪ পিএম

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে ও গাজাবাসীদের আহুত হরতাল সমর্থনে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ এপ্রিল) যোহরের নামাজের পরপরই জেলা ইমাম-মুয়াজ্জিন পরিষদ ও তাওহিদী জনতার ব্যানারে শহরের আলফাত স্কয়ারে প্রথমে জড়ো হন সংগঠনের নেতৃবৃন্দ ও তাওহিদী জনতা। পরে ট্রাফিক পয়েন্ট থেকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের মাধ্যমে মিছিলটি পুরাতন বাসস্টেশন পর্যন্ত যায়। মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ পালন করা হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ইমাম মুয়াজ্জিন পরিষদ সুনামগঞ্জের সভাপতি মাওলানা আবু সাঈদ।
সমাবেশে ইমাম মুয়াজ্জিন পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রকিব বিশ্বম্ভরপুরী ও হাফিজ মাওলানা ত্বাহা হোসাইনের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামেয়া মাদানিয়া সুনামগঞ্জের মুহতামিম শায়খ মাওলানা আব্দুল বছীর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আয়শা সিদ্দিকা মহিলা মাদ্রাসার মুহতামিম শায়খ মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, মাওলানা ইমাম উদ্দিন, মুফতি আব্দুল হক আহমদি, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী।
এসময় বক্তারা বলেন, গাজায় মুসলমানদেরকে নির্বিচারে ইসরায়েলের কুলাঙ্গাররা হত্যা করছে। ছোট্ট শিশু থেকে শুরু করে নারী-পুরুষদের হত্যা করে উল্লাস করছে ইসরায়েলিরা। গাজার রফাহকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এধরণের নৃশংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী বিবেকবান মানুষদের সোচ্চার হবার আহ্বান জানান বক্তারা।
বক্তারা আরও বলেন, ইসরায়েলি কুলাঙ্গাররা নিরীহ মানুষের রক্ত ঝরিয়ে উল্লাস করছে এবং গাজার রফাহ শহরকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। গাজায় যা ঘটছে তা মানবতার চরম লঙ্ঘন। ছোট্ট শিশু থেকে শুরু করে অসহায় নারী-পুরুষদের যেভাবে হত্যা করা হচ্ছে, তা কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। ইসরায়েল যেন একটি দানবে পরিণত হয়েছে, যারা নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। রফাহকে ধ্বংস করে দেওয়ায় সেখানকার লক্ষ লক্ষ মানুষ গৃহহীন ও খাদ্যহীন হয়ে পড়েছে। আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের প্রতি ইসরায়েলের কোনো প্রকার সম্মান নেই বলে বক্তারা অভিযোগ করেন।
এই নৃশংসতার বিরুদ্ধে বিশ্বব্যাপী বিবেকবান মানুষদের সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, আজ নীরব থাকার কোনো অবকাশ নেই। বিশ্বের প্রতিটি বিবেকবান মানুষকে এই বর্বরতার বিরুদ্ধে আওয়াজ তুলতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে হবে, যাতে তারা অবিলম্বে এই হত্যাকাণ্ড বন্ধ করে এবং গাজার জনগণের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কামরুজ্জামান হাকিমী, মাওলানা ইলিয়াস আহমদ গুলেনুর, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা রফিক আহমদ উলাশনগরী, মাওলানা মিজানুর রহমান, মাওলানা বেলাল আহমদ হেলালী, মাওলানা আব্দুশ শহীদ, মাওলানা সাইদুর রহমান, মাওলানা মোহাম্মদ আলী খান, হাফিজ মাওলানা হাবিবুর রহমান, মাওলানা আব্দুল্লাহ গাজিনগরী, মুফতি মামুনুর রশিদ, জাহিদুল ইসলাম প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সান্দা বিশ্বকাপে স্বর্ণপদক জিতেছেন ইরানের দারিয়াই

সবুজ প্রবৃদ্ধির জন্য অংশগ্রহণমূলক বাণিজ্য ও কৌশলগত অংশীদারিত্বে জোর দিলেন সৈয়দা রিজওয়ানা হাসান

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে শুল্কের মাধ্যমে শেয়ার বাজারে ‘কারসাজির’ অভিযোগ

ট্রাম্পের শুল্ক নীতি স্থগিতের পরে ঘুরে দাঁড়াল এশিয়ার শেয়ার বাজার

বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতে চায় ঢাকা-মস্কো

ইসরাইলী বর্বরতার বিরেদ্ধে বরিশালে বিএনপি’র বিক্ষোভ

‘গাজা ও রাফা ইসরায়েলের নৃশংস গণহত্যা’র প্রতিবাদে গণসংহতি আন্দোলনের বিক্ষোভ সমাবেশ কাল

পোল্যান্ডে বাংলাদেশের দূত সাবেক আইজিপি ময়নুল ইসলাম

নোয়াখালীর কোম্পানীগঞ্জে যুবলীগ নেতাসহ গ্রেফতার ৮

মানবাধিকার নিয়ে ইউসিবিডি আয়োজিত সেমিনারে মত প্রকাশের স্বাধীনতার ওপর গুরুত্বারোপ

ইসরাইলি নৃশংস গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফিলিস্তিনি মুসলমানদের হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াচ্ছে না, তাদের ধ্বংস অনিবার্য : মির্জা আব্বাস

বোয়ালমারীতে প্রতিপক্ষের হামলায় আহত দেলোয়ার হোসেন মারা গেছেন

ট্রান্সশিপমেন্ট বাতিল হলেও স্বাভাবিক বাংলাবান্ধা, নেপালে গেল ১৪৭ টন আলু

‘এনসিপি বাংলাদেশকে বিনিয়োগের স্বর্গরাজ্য বানাতে চায়’

সংস্কার কমিশনে ইসলামী আন্দোলনের প্রস্তাব- বাংলাদেশ জনকল্যাণ রাষ্ট্র

চা বাগানে ছিল ১৫ ফুট লম্বা অজগর, লাউয়াছড়া উদ্যানে অবমুক্ত

ট্রান্সশিপমেন্ট ইস্যুতে নিজেদের পায়ে কুড়াল মারলো ভারত! বাংলাদেশ পাল্টা যে ব্যবস্থা নিচ্ছে

মেয়ে দেখতে এসে দেওয়া টাকা না নেওয়া প্রসঙ্গে।

মুসলিম শাসকরা কি ইহুদিদের দাসে পরিণত হয়েছেন?