তালতলীতে আগুনে পুড়ল ১৯ টি দোকান ও ৪ বসতঘর, ৪ কোটি টাকার ক্ষয়ক্ষতি
১৪ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম | আপডেট: ১৪ এপ্রিল ২০২৫, ১২:২৫ পিএম

বরগুনার তালতলীতে ১৯ টি দোকান ও ৪ টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রবিবার (১৩ এপ্রিল) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার কড়াইবাড়ীয়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ব্যবসায়ীদের অভিযোগ, তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের অপেশাদার কর্মকাণ্ডের কারণে অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। পরে আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তালতলী ফায়ার সার্ভিসের কর্মকর্তার শাস্তি দাবি করেছেন তারা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত ১২ টার দিকে কড়াইবাড়ীয়া বাজারের একটি পেট্রোলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয় বাসিন্দারা তালতলী ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দেয়। পরে তালতলী ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে এসে আগুন নিভাতে গেলে তাদের যান্ত্রিক ত্রুটি থাকায় তারা আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে খবর দেয়া হয় পাশ্ববর্তী উপজেলা আমতলী ফায়ার সার্ভিস স্টেশনকে। আমতলী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। ততক্ষণে আগুনে পুড়ে যায় মুদি-মনিহারি, হার্ডওয়্যার, ফার্মেসি ও তেলের দোকানসহ ১৯ টি দোকান ও ৪ বসতঘর।
হার্ডওয়্যার ব্যবসায়ী মহিবুল্লাহ মোল্লা বলেন, আমি ৭ বছর ধরে এই বাজারে ব্যবসা করি। আমার প্রায় ৪০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি সর্বস্ব হারিয়ে ফেলেছি।
মুদি দোকানদার ফারুক মিয়া বলেন, আমার প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। আমি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ব্যবসা করছি। এখন কিভাবে আমার ঋণের টাকা শোধ করব জানি না। আমি সবকিছু হারিয়ে এখন নিঃস্ব।
কড়াইবাড়ীয়া ব্যবসায়ী সমিতির সভাপতি কবির আকন বলেন, প্রথমে একটি তৈলের দোকান থেকে আগুনে সূত্রপাত ঘটে। পরে আগুন আগুন আশেপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এসময় তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাকে খবর দেওয়া হলে তাদের ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব করে। এছাড়াও তাদের যান্ত্রিক ত্রুটি থাকায় আগুন নিভাতে ব্যর্থ হয়। ততক্ষণে আগুনে ১৯ টি দোকান ও ৪ বসতঘর পুড়ে যায়। এতে প্রায় ৪ কোটি টাকার ক্ষতি হয়েছে। এসময় তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
অভিযোগ অস্বীকার করে তালতলী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা এস. এম. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থলে ছুটে যাই। কিন্তু পানি সংকট থাকায় আগুন নিবারণে বিঘ্ন ঘটে। পরে আমতলী ফায়ার সার্ভিস স্টেশন ও আমাদের যৌথ প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও বলেন, কিভাবে আগুনে সূত্রপাত হয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
তালতলী উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালমা বলেন, খবর পেয়ে রাত ১২ থেকে ৪ টা পর্যন্ত ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। উপজেলা প্রসাশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। ফায়ার সার্ভিস কর্মীদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

কুলাউড়া আ'লীগের সাধারণ সম্পাদক কামরুলকে আটক করেছে পুলিশ

সামরিক শক্তিতে কে এগিয়ে? ভারত নাকি পাকিস্তান!

উপদেষ্টা পরিচয়ে সানির অভিষেক

বিএসএফের এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স

ইয়েমেনের মারিব ও আমরান প্রদেশে মার্কিন বিমান হামলা

৮০০ কর্মী-স্বেচ্ছাসেবী নিয়ে ধানমন্ডিতে মশক নিধন অভিযান

আবুধাবি মাতাবেন জেনিফার লোপেজ

ইসরাইলের সঙ্গে অস্ত্রচুক্তি বাতিল করল স্পেন

শর্ত সাপেক্ষে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে চান জোলানি

ফরিদপুর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানার আইডিতে শিক্ষা উপদেষ্টা ও ডিসিকে নিয়ে স্ট্যাটাস

দুবাই থেকে আসা যাত্রীর পরিধেয় কাপড়ে মিলল গলানো স্বর্ণ

৩৮তম বিসিএস প্রশাসন ক্যাডার এসোসিয়েশনের সভাপতি জিসান, সম্পাদক নিলয়

তবে কী যুদ্ধের দামামা বাজছে ভারত-পাকিস্তানে?

আজ বায়ুদূষণে শীর্ষে দিল্লি; ঢাকার বাতাসে উন্নতি

ট্রাম্পের সোনালি দিনের স্বপ্নে ভাটা, জনসমর্থন কমেছে তিন মাসেই

বোয়ালমারী একটি বাড়ি নিয়ে একটি গ্রাম!

ভারতে পাকিস্তান হাইকমিশনের বাইরে ব্যাপক বিক্ষোভ চলছে

চীন নীতি অপরিবর্তিত রেখে যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তিতে যেতে প্রস্তুত ইইউ

একজন পাকিস্তানিরও ক্ষতি হলে ভারতকে পরিণাম ভোগ করতে হবে : খাজা আসিফ

জাতিসংঘের দুটি আঞ্চলিক সংস্থায় নির্বাচিত বাংলাদেশ