শেরপুরে বক্স বাজাতে নিষেধ করায় খুন হলো রিক্সা চালক, খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী
শেরপুর শহরের সদরে গভীর রাতে উচ্চ শব্দে সাউন্ডবক্স বাজাতে নিষেধ করায়মোহাম্মদ আলী ওরফে মিন্না শেখ (৫৫) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যাকরেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় অসহায় এ পরিবারের সদস্য ও স্থানীয়রাসন্ত্রাসীদের সর্বোচ্চ শাস্তি দাবী করেছেন।সারাদিন রিক্সা চালিয়ে বাসায় ফিরেছেন। ঘুমুতে গেছেন, কিন্তু উচ্চ শব্দেসাউন্ড সাউন্ড বক্স বাজানোর কারণে ঘুমুতে পারছিলননা শেরপুর শহরের পশ্চিমশেরী পাড়ার মিন্না সেখ। তার ঘরের সাথেই কবরস্থানে এলাকার...