কমলনগরে হিন্দু পরিবারের জমি দখল মামলায় শ্রমিকলীগ নেতা কারাগারে।
লক্ষ্মীপুরের কমলনগরে এক সংখ্যালঘু পরিবারের জমি দখলের ঘটনায় উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি মো.মনির হোসেনসহ ৫জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।(আজ)বুধবার দুপুরে দীর্ঘ শুনানির পর লক্ষ্মীপুর সিনিয়র জুডিসিয়াল কমলনগর আদালতের বিচারক তারেক আজিজ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত কাল মঙ্গলবার সংখ্যালঘু পরিবারের পক্ষে ট্রিকুট চন্দ্র দাস আদালতে মামলা করেন। অন্য আসামীরা হলো মো. মোহসীন, সমীর চন্দ্র দাস, মো. মিজান ও...