গফরগাঁওয়ে দিনভর বৃষ্টি কৃষকের স্বস্তি
গফরগাঁও উপজেলার ১৫টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে রোববার ও সোমবার দিনভর বৃষ্টির হওয়ার ফলে আমনসহ অন্যান্য ফসলের ভাল হয়েছে । এতে করে কৃষকদের মুখে হাসি ফুটেছে । বিশেষ করে আপাতত সেচ হতে কৃষকদের আর্থিক ভাবে লাভবান হয়েছে । চরআলগী ইউনিয়নের চরমছলন্দ গ্রামের কৃষক মোঃ মুর্শিদ মিয়া জানান , ভাইয়ে এ বৃষ্টি হওয়ার ফলে আমাদের অনেক উপকার হয়েছে । বছরের মধ্যে সবচেয়ে...