রাজবাড়ীতে দাদার সাথে চা খেতে গিয়ে বিদ্যুৎস্পৃর্ষে শিশুর মৃত্যু
রাজবাড়ীর পাংশায় দাদার সাথে চা খেতে গিয়ে বিদ্যুৎস্পৃর্ষে আব্দুল্লাহ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আব্দুল্লাহ পাংশা উপজেলার বাবুপাড়া ইউনিয়নের বউবাজার এলাকার সৌদি প্রবাসী সেলিম শেখের ছেলে।রবিবার (১৯ মার্চ) সকালে উপজেলার বাবুপাড়া ইউনিয়নে বউ বাজারে শাহাদুলের চায়ের দোকানে বিদ্যুৎস্পৃর্ষের ঘটনা ঘটে।আব্দুল্লাহর দাদা মোঃ জনাব আলী শেখ বলেন, প্রতিদিনের ন্যায় নাতিকে নিয়ে বাড়ির পাশর্^বর্তী বউ বাজারে শাহাদাৎ ওরফে শাহাদুলের চায়ের দোকানে...