কলাপাড়ায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত
পটুয়াখালী কলাপাড়ায় লাওহে মাহফুজ দারুচ্ছুন্নাত হাফিজীয়া মাদ্রাসায় কোরআনে হেফজ সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে টিয়াখালী ইউপির ৯ নং ওয়ার্ড পশ্চিম বাদুরতলী লাওহে মাহফুজ দারুচ্ছুন্নাত হাফিজীয়া মাদ্রাসায় এ হেফজ সবক অনুষ্ঠিত হয়। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা শাজাহান`র সভাপতিত্বে হেফজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খেপুপাড়া নেছার উদ্দিন কামিল মাদ্রাসা`র অধ্যক্ষ মাওঃ নাসির উদ্দিন হাওলাদার। এসময় উপস্থিত...