রায়গঞ্জে বাসের ধাক্কায় অটো ভ্যান যাত্রীর মৃত্যু
সিরাজগঞ্জের রায়গঞ্জে ঢাকা বগুড়া মহাসড়কের কামারবাড়ি ব্রিজের সামনে একতা বাসের ধাক্কায় জাহাঙ্গীর আলম নামের এক অটো ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে। জানা যায় বৃহস্পতিবার রাত আটটার দিকে ভূইয়া গাতি থেকে একটি যাত্রীবাহী অটো ভ্যান ষোল মাইলের দিকে যাচ্ছিল, অটো ভাড়াটি কামারপাড়া ব্রিজের সামনে গেলে পিছন থেকে একতা বাসটি অটো ভ্যানকে ধাক্কা দেয়, এতে অটো ভ্যানে থাকা জাহাঙ্গীর আলম মহাসড়কের ওপর ছিটকে...