‘চরিত্র আর একতায়, গড়বো ধরা শান্তিময়’
দেশের অন্যতম প্রধান শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসরের ৪০তম লিডারশীপ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ‘চরিত্র আর একতায়, গড়বো ধরা শান্তিময়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সম্প্রতি গাজীপুরে ৪ দিনব্যাপী এ ক্যাম্প সমাপ্ত হয়েছে। এই ক্যাম্পে ৪০০জন ডেলিগেট অংশগ্রহণ করেন।
৪০তম ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল ভলান্টারি ফাউন্ডেশন-আইভিএফ এর সিইও এবং জাপানের টোকিওস্থ জবু বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েট মোহাম্মদ নজরুল ইসলাম শাওনকে সামাজিক কার্যক্রম এবং শিক্ষাবৃত্তিতে বিশেষ...