ব্যাংক একীভূতকরণের ঝুঁকির সঙ্গে সুযোগও আছে- ব্র্যাক ব্যাংকের এমডি
০৬ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম | আপডেট: ০৬ এপ্রিল ২০২৪, ১২:০৯ এএম
দেশের ব্যাংক খাতের ভালো প্রবৃদ্ধি অর্জনের জন্য ব্যাংক একীভূত হওয়ার প্রয়োজন আছে। সে ক্ষেত্রে নিয়মনীতি ভালোভাবে পরিপালন করতে হবে। সেই সঙ্গে দক্ষ জনবলও লাগবে। তখন ঝুঁকি থাকলেও ব্যাংক একীভূত করে ভালো সুযোগ তৈরির সম্ভাবনা থাকবে। ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার (৫ এপ্রিল) মিট দ্য প্রেস অনুষ্ঠানে বেসরকারি খাতের ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন এসব কথা বলেন। এতে ব্যাংকটির শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেলিম আর এফ হোসেন বলেন, অর্থনীতির বর্তমান বাস্তবতায় ছোট ছোট ব্যাংকের টিকে থাকা কঠিন। তাই সরকার ব্যাংক একীভূতকরণের যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। প্রবৃদ্ধি বাড়ানোর জন্য এটার প্রয়োজন আছে। তবে কাজটা বুঝেশুনে করতে হবে। এসব করতে গেলে দক্ষ লোকবল প্রয়োজন। বিষয়টা ইতিবাচকভাবে দেখতে হবে। তবে সবকিছু নির্ভর করবে রেগুলেশন কেমন হবে তার ওপর। মার্জার বা একীভ‚তকরণে ঝুঁকি আছে। আবার ঝুঁকির সঙ্গে সুযোগও আছে।
সেলিম আর এফ হোসেনের মতে, দেশে আমদানি কমায় ডলারের চাহিদা কিছুটা কমে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এ জন্য ব্যাংকগুলো বেশি করে ডলার আনতে চাইছে না। খোলাবাজারে ডলার কেনাবেচা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই। তিনি বলেন, বেশ কিছু পণ্য আমদানির ওপর নিষেধাজ্ঞা দেওয়া আছে, সেটা এখনো তুলে নেওয়ার সময় আসেনি। আবার ডলার কিনে মানুষ বালিশের নিচেও রাখছে না। এ কারণেও ডলারের বাজার স্বাভাবিক হয়ে আসছে বলে মনে করেন তিনি। করোনার পর থেকে ব্যাংকে গ্রাহকের আচরণে পরিবর্তন এসেছে উল্লেখ করে সেলিম আর এফ হোসেন বলেন, ডিজিটাল বা স্মার্ট বাংলাদেশ গড়তে গেলে আমাদের আরও উদ্যোগ নিতে হবে। অনেক ব্যাংক পিছিয়ে আছে। আগামীতে তাদের এগিয়ে আসতে হবে। না হলে টিকে থাকতে পারবে না। মানুষ গরিব হতে পারেন, শিক্ষা কম থাকতে পারে; কিন্তু মানুষ বোকা না। তারা প্রযুক্তির সঙ্গে দ্রæত মানিয়ে নিচ্ছেন। সুতরাং ব্যাংকগুলোকে এখানে বিনিয়োগ করতে হবে।
ব্যাংকটির মুনাফার বিষয়ে সেলিম আর এফ হোসেন জানান, বেসরকারি খাতের ব্রাক ব্যাংক বিদায়ী ২০২৩ সালে রেকর্ড ৮০০ কোটি টাকার মুনাফা করেছে, যা এর আগের বছরের তুলনায় প্রায় ৩০০ কোটি টাকা বেশি। তিনি বলেন, ব্র্যাক ব্যাংক আগামী ৪ বছরের মধ্যে বাংলাদেশের শীর্ষ বেসরকারি ব্যাংক হতে চায়। ভালো মুনাফা করার অনেকগুলো কারণ রয়েছে উল্লেখ করে ব্যবস্থাপনা পরিচালক বলেন, আমাদের মোট ঋণের ৫৩ শতাংশ হচ্ছে ক্ষুদ্র ব্যবসায়। আমরা সিএমএসএমই ব্যবসায় দেশের সেরা ব্যাংক। তিনি বলেন, যদিও দেশের অন্যান্য ব্যাংকগুলো সিএমএসএমইতে তেমন ভালো অবস্থান নেই; যেটুকু তাদের রয়েছে, তা মাঝারি ব্যবসায়। এ কারণে আমাদের সিএমএসএমই ঋণ আদায় অনেক ভালো, যার কারণে আমাদের মুনাফা বাড়ছে। সেলিম আর এফ হোসেন বলেন, আমাদের প্রায় ২৭ হাজার কোটি টাকার বিনিয়োগ ক্ষুদ্র খাতে। যদিও বৈশ্বিক কারণে গত দেড় বছরে কিছুটা গতিমন্থরতা হয়েছে। তবে মার্চ মাসে আমরা দেখেছি এই সিএমএসএমই ঋণে ২৫ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। যদিও দেশের সার্বিক ব্যাংকিংয়ে এই ঋণের প্রবৃদ্ধি ১২ শতাংশের কাছাকাছি।
গ্রাহকের আস্থা ব্র্যাক ব্যাংকের মুনাফার অন্যতম কারণ উল্লেখ করে তিনি বলেন, গ্রাহক মনে করেন এই ব্যাংকে এসে কখনও ঠকার কারণ নেই। সিএমএসএমই খাতের পাশাপাশি ব্রাক ব্যাংকের কর্পোরেট ব্যবসাও অনেকগুণ বেড়েছে বলে জানান ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, আামাদের ডিপোজিটের ৫০ শতাংশ আসে রিটেইল সার্ভিস থেকে, কর্পোরেট ব্যাংকিং থেকে আসে ৩৫ শতাংশ। এছাড়া এসএমই ব্যাংকিং থেকে আসে ১৫ শতাংশ। আর ঋণের ক্ষেত্রে যদি দেখি, ৫০ শতাংশ আসে এসএমইতে, ৩৮ শতাংশ আসছে কর্পোরেট ব্যাংকিংয়ে আর সাড়ে ১২ শতাংশ আসছে রিটেইল ব্যাংকিং থেকে। এই তিনটা সেগমেন্টে ভালো সমন্বয় থাকার কারণে ব্রাক ব্যাংক ভালো করছে।
বিভাগ : ব্যবসা-বাণিজ্য
মন্তব্য করুন
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই সাটুরিয়ার শিশু শিক্ষার্থীদের ভরসা
পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে সড়ক অবরোধ