শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় ৩৯ পোশাক কারখানা বন্ধ, সড়ক অবরোধ
২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পিএম | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫২ পিএম

শ্রমিক অসন্তোষের জেরে সৃষ্ট অস্থিরতা কাটিয়ে ঢাকার আশুলিয়া শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি গত সপ্তাহ থেকে স্বাভাবিক অবস্থায় ফিরলেও গতকাল (২২ সেপ্টেম্বর) থেকে ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে শ্রমিকরা আবারও আন্দোলন শুরু করেন। ফলে, আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) নতুন করে শিল্পাঞ্চলের ২৭টি পোশাক কারখানা বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারায় 'নো ওয়ার্ক, নো পে' ভিত্তিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বন্ধ ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে: হামীম গ্রুপ, নাসা গ্রুপ, ব্যান্ডো ডিজাইন লিমিটেড, ডেকো গ্রুপ, স্টারলিং ক্রিয়েশনসহ বেশ কিছু পোশাক কারখানা। এসব কারখানার অধিকাংশই আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের বাইপাইল থেকে জিরাবো এলাকা পর্যন্ত অবস্থিত। এছাড়া, কারখানা খোলা রাখার পর কাজ বন্ধ বা ছুটি রয়েছে ১২টি কারখানায়। শিল্প পুলিশের সূত্র জানায়, আজ সোমবার শিল্পাঞ্চলের বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের উভয় পাশে অবস্থিত অধিকাংশ কারখানা ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে আশুলিয়ার ডিইপিজেড, কাঠগড়াসহ অন্যান্য এলাকায় অবস্থিত কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এর আগে গতকাল বিজিএমইএ জানিয়েছিল, গতকাল আশুলিয়া শিল্পাঞ্চলে তাদের মোট ২৭টি কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ ছিল। এর মধ্যে বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারার (নো ওয়ার্ক, নো পে) ভিত্তিতে বন্ধ ছিল ১৩টি এবং কারখানা খোলা রাখার পর কাজ বন্ধ আছে কিংবা স্ব-বেতনে ছুটি আছে, এমন কারখানা ছিল ১৪টি। শিল্প সূত্র জানায়, মূলত বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের উভয় পাশে যে কারখানাগুলো অবস্থিত, বিশেষ করে নর-সিংহপুর ও তার আশেপাশে, এসব কারখানা আজ বন্ধ রয়েছে। শিল্প পুলিশের ভাষ্যমতে, মূলত গতকাল শিল্পাঞ্চলের বিভিন্ন কারখানায় শ্রমিকরা নতুন করে ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা করাসহ বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করলে গতকালই শ্রমিকদের আন্দোলনের মুখে বেশ কিছু কারখানা কর্তৃপক্ষ কারখানা ছুটি ঘোষণা করতে বাধ্য হয়। অনেক কারখানার শ্রমিকরা কাজ বন্ধ করে কারখানা থেকে বেরিয়ে যান। বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের উভয় পাশে অবস্থিত যেসব কারখানা আজ শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ ঘোষণা করা হয়েছে, তার সংখ্যা অন্তত ৩০টি হবে বলে জানায় সূত্রটি। তবে বন্ধ থাকা এসব কারখানার সঠিক সংখ্যা জানা যায়নি। এদিকে সকালে বকেয়া বেতনসহ কারখানা খুলে দেওয়ার দাবিতে তৈরি পোশাক কারখানা জেনারেশন নেক্সটের শ্রমিকরা নর-সিংহপুর এলাকায় বাইপাইল-আবদুল্লাহপুর সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। কারখানাটির শ্রমিকরা জানান, অনেক কারখানায় যখন টিফিন বিল, নাইট বিল, হাজিরা বোনাস সংক্রান্ত দাবি নিয়ে শ্রমিকরা আন্দোলন করছিল, তখন আমাদের কোনো দাবি ছিল না। অন্য কারখানার শ্রমিকরা এসে আমাদের ফ্যাক্টরিতে ঝামেলা করার চেষ্টা করলেও আমরা কাজ করেছি। তারপরও আমাদের মালিক কারখানা বন্ধ করে রেখেছে। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানাটির একজন নারী শ্রমিক বলেন, আগস্ট মাসের বেতন আমাদের এখনো পরিশোধ করা হয়নি। যার কারণে আমরা বাসা ভাড়া ও দোকানের বাকি পরিশোধ করতে পারিনি। তিনি বলেন, আমরা প্রায় ৫ থেকে ৬ হাজার শ্রমিক চরম অসহায় ও অনিশ্চয়তার মধ্য দিয়ে দিন পার করছি। আমরা গরিব বলেই কারখানায় কাজ করতে এসেছি। এর আগে প্রশাসনের পক্ষ থেকে আমাদের পাওনা পরিশোধের আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন হয়নি। তাই আজ বাধ্য হয়ে আমরা রাস্তায় নেমে বিক্ষোভ করছি। উল্লেখ্য, শ্রমিক অসন্তোষের মধ্যে গত কিছুদিন যাবৎ বন্ধ রয়েছে তৈরি পোশাক কারখানা জেনারেশন নেক্সট। কয়েকদিন আগে শিল্প পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছিল, পরিস্থিতি স্বাভাবিক হলেও শ্রমিকদের বেতন দিতে না পারায় কারখানা কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ রেখেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সকাল সাড়ে ১০টা নাগাদ কারখানাটির শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছিলেন। ঘটনাস্থলে উপস্থিত রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এদিকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মো. সারোয়ার আলমের বক্তব্য পাওয়া যায়নি।
বিভাগ : ব্যবসা-বাণিজ্য
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

চীনের উপরে আরও ৫০ শতাংশ কর চাপানোর ঘোষণা ট্রাম্পের

সমুদ্রে আছড়ে পড়ল হেলিকপ্টার অ্যাম্বুল্যান্স, নিহত ৩

জালিম ইসরাইলকে যে কোনো মূল্যে নিরস্ত্র করা এখন সময়ের দাবী: ছারছীনার পীর

ভূমিকম্পের পরে মিয়ানমারের মান্দালয়ে গোপনে গিয়ে যা দেখা গেল

লেমুর শূন্য পার্ক গাজীপুর সাফারি পার্ক থেকে ৩টি আফ্রিকান লেমুর চুরি

মতলবে ফিলিস্তিনে ইসরাইলী হামলার প্রতিবাদে জামায়াতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গাজায় ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল

গাজায় গণহত্যার প্রতিবাদে এক দিন পেছালো ‘স্বাধীনতা কনসার্ট’

রামুতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরোচিত হামলা প্রতিবাদে উত্তাল রাউজান

অবিলম্বে মুসলিম জাতিসংঘ গঠন করুন - সিলেট মহানগর জমিয়তের আহবান

শৈলকুপায় সড়ক দুর্ঘটনা মায়ের পর চলে গেলো শিশু সন্তানও

সাতক্ষীরায় ছাত্র-জনতা হত্যায় জড়িত আ.লীগ নেতা কোপাত মোড়ল গ্রেফতার

রাঙ্গামাটিতে ৪৮ ঘন্টার মধ্যে হত্যা মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার

প্রশাসনে ফ্যাসিস্টের ‘দোসর’ কর্মচারীদের অপসারণসহ ৫ দাবি

পুলিশের মামলায় থানায় নিরাপত্তা দেওয়া স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল রিমান্ডে

মে মাসে সংস্কারের প্রথম পর্যায়ের সংলাপ সম্পন্ন হবে: আলী রীয়াজ

যুক্তরাষ্ট্রের আরও ১০০ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেবে বাংলাদেশ

মার্সেলের বিপুল অঙ্কের টাকা আত্মসাতকারী অসাধু ডিস্ট্রিবিউটর গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি আরও বাড়বে: প্রেস সচিব