বেসিক ব্যাংকের ‘ম্যাগপাই’, ঘরে বসেই মিলবে সেবা
১৪ মার্চ ২০২৩, ০৭:২১ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৩৩ পিএম
ব্যাংকিং সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও সহজলভ্য করার লক্ষ্যে ডিজিটাল ব্যাংকিং ‘ম্যাগপাই’ অ্যাপ এবং কাস্টমার অনবোডিং প্ল্যাটফর্ম ‘বেসিক আই অ্যাকাউন্ট’ চালু করেছে রাষ্ট্র মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড। এসব সেবার মাধ্যমে ২ মিনিটেই ব্যাংক হিসাব খুলতে পারবেন গ্রাহকরা। পাশাপাশি ঘরে বসেই মিলবে ব্যাংকিং সুবিধা।
মঙ্গলবার (১৪ মার্চ) রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ সেবার উদ্বোধন করেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। ব্যাংকের পরিচালনা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাশেম এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী মো. আনিসুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক মো. রাজীব পারভেজ, ড. নাহিদ হোসেন, ড. মো. আবদুল খালেক খান (বীর মুক্তিযোদ্ধা), শামীম আহম্মেদ এবং বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও বেসিক ব্যাংকের সমন্বয়ক মো. মেজবাউল হক। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. আ. রহিম, আবু মো. মোফাজ্জেল ও মো. আবুল কালাম আজাদ, মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন, এ.এস.এম রওশানুল হক, মো. ইসমাইল, মো. মমিনুল হক, আইসিটি বিভাগের উপ-মহাব্যবস্থাপক মো. হেলাল উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বেসিক ব্যাংক প্রথমবারের মতো ডিজিটাল ব্যাংকিং অ্যাপস চালু করেছে। এই অ্যাপে ব্যাংকিংসহ অন্যান্য সকল আর্থিক সেবা রয়েছে। দেশের যেকোনো নাগরিক মাত্র ২ মিনিটেই তার ব্যাংক হিসাব খুলতে পারবে। এতে মানুষকে ব্যাংক হিসাব খোলার জন্য ব্যাংকে যেতে হবে না। ঘরে বসেই মানুষ ব্যাংকিং সুবিধা পাবেন।
অনুষ্ঠানে জানানো হয়, গ্রাহক ঘরে বসেই ই-কেওয়াইসি ভিত্তিক ব্যাংক হিসাব খুলতে পারবেন। এছাড়া হিসাব বিবরণী জানা এবং ডাউনলোড করা, চেক বই রিকুইজিশন, ইএফটি, আরটিজিএস এবং এনপিএসবির মাধ্যমে অন্য ব্যাংকে সরাসরি ফান্ড ট্রান্সফার, অ্যাড মানি, ই-কমার্স ও মার্চেন্ট পেমেন্ট, ক্রেডিট কার্ডের বিল প্রদান, ইউটিলিটি বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, টিকিটিংসহ অন্যান্য ব্যাংকিং সেবা ম্যাগপাই অ্যাপের মাধ্যমে পাওয়া যায়।
এই অ্যাপে বেসিক ব্যাংকের যেকোনো কার্ড, অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট যুক্ত করা, যেকোনো ভিসা অথবা মাস্টার কার্ড থেকে ফান্ড ট্রান্সফার, কিউআর কোডের মাধ্যমে কেনাকাটা, মোবাইল রিচার্জ, ব্যালেন্স ইনকোয়ারি ও তাৎক্ষণিক কার্ড/অ্যাকাউন্ট স্টেটমেন্ট সুবিধা রয়েছে। স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি প্রদান ও গ্রহণ করা যায় বেসিক ব্যাংকের ম্যাগপাই অ্যাপে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের দাবী অত্যন্ত যৌক্তিক
পাঠ্যবই ছাপায় অনিয়মে আনন্দ প্রিন্টার্সকে সতর্কতা
দক্ষিণ লেবাননে ৬ চিকিৎসাকর্মী নিহত
জনগণের সাথে জনসংযোগ বাড়াতে হবে
আমরা যুদ্ধে বিশ্বাসী না কেউ গায়ে পড়লে জবাবের প্রস্তুতি রাখতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা
বাফুফের নতুন সভাপতি তাবিথের কাছে ২৭ রেফারির চিঠি
ফের বাড়লো সোনার দাম, ভরি ১ লাখ ৪২ হাজার টাকা
বাংলাদেশে খেলা নিয়ে অনিশ্চিয়তায় হামজা!
বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে অনূর্ধ্ব-২০ নারী সাফের খেলা
সিলেটে মাজিদের ফিফটি
অ্যাম্বাসেডর কাপ উশুতে সেনাবাহিনী চ্যাম্পিয়ন
মাদক শুধু ব্যক্তিকে নয় পরিবারকেও ধ্বংস করে
সাধারণ মানুষের পেটে লাথি মেরে আ.লীগ নিজেদের ভাগ্য গড়েছে : এমরান সালেহ প্রিন্স
ধর্মদ্রোহী সরকারের সময় কোনো ধর্মই নিরাপদ ছিল না
দৌলতখানে শীতকালীন সবজি পরিচর্যায় ব্যস্ত কৃষক
সুন্দরগঞ্জে ছয় পা বিশিষ্ট বাছুরের জন্ম
বৈষম্যের শিকার কুমিল্লার ১৫ হাজার এতিম শিশু
দালালচক্রে জিম্মি রোগীরা
ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই সাটুরিয়ার শিশু শিক্ষার্থীদের ভরসা
পঞ্চগড়ে চিকিৎসক পদায়নের দাবিতে সড়ক অবরোধ