প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে মোবাইল মানি খাত, ২০২২ সালে লেনদেনের মূল্যমান ছিল ১.২৬ ট্রিলিয়ন মার্কিন ডলার
১৮ এপ্রিল ২০২৩, ০৮:৪৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:০৭ পিএম
বিভিন্ন ডিজিটাল সেবার অব্যাহত জনপ্রিয়তা বৃদ্ধির পাশাপাশি মোবাইল মানি সেবা বিশ্বজুড়ে ধারণা বা পূর্বাভাসের চেয়ে দ্রুতগতিতে বাড়ছে। আজ প্রকাশিত জিএসএমএর বার্ষিক প্রতিবেদনে (স্টেট অব দ্য ইন্ডাস্ট্রি রিপোর্ট অন মোবাইল মানি ২০২৩) এ কথা জানানো হয়েছে।
বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে জিএসএমএ প্রতি বছর এই প্রতিবেদন প্রকাশ করে। এতে দেখা যাচ্ছে, মোবাইল মানি সেবা গ্রহণের হার প্রত্যাশার চাইতে এখন অনেক বেশি এবং বার্ষিক নিবন্ধিত মোবাইল মানি অ্যাকাউন্টের সংখ্যা ১৩ শতাংশ বেড়েছে। ২০২১ সালে যেখানে ১৪০ কোটি মোবাইল মানি অ্যাকাউন্ট ছিল, তা বেড়ে ২০২২ সালে ১৬০ কোটিতে পৌঁছায়। প্রথম ৮০ কোটি গ্রাহক পেতে এ খাতের ১৭ বছর লেগেছে, কিন্তু পরবর্তী ৮০ কোটি গ্রাহক পেতে মাত্র পাঁচ বছর সময় লাগার বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
২০২২ সালে মোবাইলে আর্থিক লেনদেনের পরিমাণ দৈনিক ৩৪৫ কোটি মার্কিন ডলারে পৌঁছায়, আগের বছর ২০২১ সালে যা ৩০০ কোটি হবে বলে আভাস দেয়া হয়েছিল। মোবাইল মানি লেনদেনের মোট মূল্যমান ২০২১ এবং ২০২২ সালের মধ্যে অবিশ্বাস্যভাবে ২২ শতাংশ বেড়েছে। ১ লাখ কোটি থেকে এটি প্রায় ১ লাখ ২৬ হাজার কোটিতে পৌঁছেছে।
তবে বিশ্বের অনেক এলাকায় সেবাবঞ্চিত জনগোষ্ঠীর কাছে নিরাপদ, ঝুঁকিমুক্ত ও কম খরচে আর্থিক সেবা পৌঁছে দিতে আরও কাজ করার প্রয়োজন রয়ে গেছে। বিশ্বজুড়ে এখনো ১৪০ কোটি মানুষ ব্যাংকিং সেবার আওতার বাইরে রয়েছে। এমন পরিস্থিতিতে একটি অধিকতর কার্যকর মোবাইল লেনদেন ব্যবস্থা গড়ে তুলতে জিএসএমএ মোবাইল মানি প্রোগ্রাম (https://www.gsma.com/mobilefordevelopment/mobile-money/) বিশ্বজুড়ে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান এবং এই শিল্পের অংশীদারদের সঙ্গে কাজ করছে। এ ক্ষেত্রে এসব সেবার প্রাসঙ্গিকতা ও উপযোগিতা বৃদ্ধি এবং তাদের টেকসই অবস্থা বা স্থায়ীত্ব নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে।
২০২৩ সালের প্রতিবেদনে দেখা যায়, বর্তমানে বিশ্বজুড়ে ৩১৫টি সচল মোবাইলনির্ভর আর্থিক সেবা চালু রয়েছে, যার মধ্যে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) অর্থ স্থানান্তর (মানি ট্রান্সফার) এবং ক্যাশ-ইন/ক্যাশ-আউট লেনদেন এখনো সবচেয়ে জনপ্রিয় সেবাগুলোর তালিকায় শীর্ষে রয়েছে। মোবাইল মানি সেবা ব্যবহার করে বিভিন্ন বিল পরিশোধ বছরে ৩৬ শতাংশ বেড়েছে, যার গতি ছিল অন্য কোনো সেবা ব্যবহারের চাইতে দ্রুত। মোবাইল মানি শিল্প এই সেবার বিভিন্ন দিকের বৈচিত্র্যের প্রতি গুরুত্ব আরোপ অব্যাহত রেখেছে বিভিন্ন দেশের অর্থনীতির ডিজিটাল রূপান্তরে (ডিজিটালাইজেশন) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
মহামারী-প্রভাবিত অগ্রযাত্রা
বিশ্ব যখন কোভিড-১৯ মহামারীর প্রভাব থেকে দ্রুত বেরিয়ে আসছে, মোবাইল মানি সেবাসমূহ তার টেকসই অগ্রগতি অব্যাহত রেখেছে। মহামারীর সময় এই খাতে অগ্রযাত্রায় নতুন মাত্রা যোগ হয়েছিল। কেবল মহামারীর সময় ৪০ কোটি নতুন অ্যাকাউন্ট যুক্ত হয়েছিল। এই দ্রুত অগ্রগতির নেপথ্যে রয়েছে নিম্ন ও মধ্য-আয়ের দেশগুলোর লাখো মানুষকে ডিজিটাল আর্থিক সেবার সুযোগ করে দিতে প্রযুক্তির ভূমিকা। এই অগ্রগতির ধারা অবাহত রয়েছে, যার প্রমাণ পুরো মাসজুড়ে (৩০ দিন) সচল অ্যাকাউন্টের সংখ্যা বৃদ্ধি। ২০২২ সালে এ সংখ্যা বেড়ে ৪০ কোটি ১০ লাখে পৌঁছেছে এবং এই বার্ষিক বৃদ্ধির হার ১৩ শতাংশ।
প্রতিবেদনে আরও দেখা যায়, ২০২২ সালে মোবাইল মানি সেবা ব্যবহারের কারণে আন্তর্জাতিক মুদ্রা প্রবাহ বছরে ২৮ শতাংশ বেড়ে দুই হাজার ২০০ কোটি ডলারে পৌঁছেছে। মহামারীর সময় প্রবাসীদের অনেকে মোবাইল মানি সেবার মাধ্যমে আত্মীয়-স্বজনদের কাছে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি অর্থ পাঠিয়েছেন। ফলে আন্তর্জাতিক মুদ্রার প্রবাহ ২০২০ এবং ২০২১ সালে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। আর প্রেরকদের অনেকে মোবাইল মানি সেবা বেছে নিয়েছেন এর কার্যকারিতা, দ্রুতগতি, নিরাপত্তা ও কম খরচের কারণে। ২০২২ সালেও এই প্রবণতা অব্যাহত ছিল যদিও তার গতি কিছুটা কমে যায়।
লৈঙ্গিক বৈষম্য দূরীকরণ
বিশ্বজুড়ে ব্যাংকিং সেবার বাইরে থাকা গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষত নারীদের আর্থিক খাতে অন্তর্ভুক্তির জন্য মোবাইল মানি সেবা বড় ভূমিকা রাখতে পারে। তাদের মধ্যে পরিবর্তন আনা এবং ক্ষমতায়নের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।
লিঙ্গ ব্যবধান বন্ধ করা
মোবাইল মানি বিশ্বের ব্যাঙ্কবিহীন, বিশেষ করে গ্রামীণ সম্প্রদায়ের মহিলাদের মধ্যে আর্থিক অন্তর্ভুক্তি চালিয়ে যাচ্ছে, যেখানে মোবাইল মানি অ্যাক্সেস একটি রূপান্তরমূলক এবং ক্ষমতায়ন ভূমিকা পালন করতে পারে।
তবে জিএসএমএর তথ্য-উপাত্ত অনুযায়ী মোবাইল মানি সেবার ক্ষেত্রে এখনো একটি বড় জেন্ডার বৈষম্য রয়ে গেছে যা গত বছর বৃদ্ধির ইঙ্গিত মিলেছে, বিশেষত ভারত, ইন্দোনেশিয়া ও পাকিস্তানে। মোবাইল ফোনের মালিকানা বা নিজস্ব মোবাইল থাকার বিষয়টি এই মোবাইল মানি ব্যবহারে নারী-পুরুষ বৈষম্যের একটি বড় কারণ। এছাড়া আরও বেশ কিছু বাধা এবং সাংস্কৃতিক রীতিনীতির কারণে নারীরা মোবাইল মানি সেবা গ্রহণের ক্ষেত্রে বাধার সম্মুখীন হচ্ছেন। ফলে নিম্ন ও মধ্য-আয়ের দেশগুলোতে নারীদের বর্তমানে একটি নিজস্ব মোবাইল মানি অ্যাকাউন্ট ব্যবহারের হার পুরুষের চেয়ে ২৮ শতাংশ কম।
এজেন্সি নেটওয়ার্ক বৃদ্ধি
মোবাইল মানি এজেন্টদের সংখ্যাও গত বছর উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে, এই হার ২০২১ এবং ২০২২ সালের মধ্যে ৪১ শতাংশ বেড়েছে। এজেন্টদের সামগ্রিক সংখ্যা ২০২১ সালে এক কোটি ২০ লাখ থেকে বেড়ে ২০২২ সালে এক কোটি ৭৪ লাখ হয়েছে। সক্রিয় এজেন্টদের সংখ্যা ২৫ শতাংশ বেড়ে ২০২২ সালে ৭২ লাখে পৌঁছেছে। এই অগ্রগতির ক্ষেত্রে বড় অবদান নাইজেরিয়ার, নিয়ন্ত্রক সংস্থার উদারপন্থী নীতিমালার কারনে মোবাইল মানি সেবাদাতাদের কাজের সুযোগ বাড়িয়ে দিয়েছে। এজেন্টরা মোবাইল মানি সেবাসমূহের অবিচ্ছেদ্য অংশ হিসেবে নিজেদের অব্যাহতভাবে তুলে ধরতে পেরেছেন এবং ২০২২ সালে সমস্ত ক্যাশ-ইন লেনদেনের দুই-তৃতীয়াংশ অর্জনে অবদান রেখেছেন।
বিশ্বজুড়ে মোবাইল মানির অবাহত অগ্রগতি দেখার ব্যাপারটা বেশ সম্ভাবনাময়। মোবাইল মানি নিম্ন ও মধ্য-আয়ের দেশগুলোর লাখো মানুষকে প্রথমবারের মতো ডিজিটাল আর্থিক সেবা গ্রহণের সুযোগ করে দিয়েছে যারা এর আগে ব্যাংকিং ও অন্যান্য সেবার আওতার বাইরে ছিলেন,’ বলেন জিএসএমএর মোবাইল ফর ডেভেলপমেন্ট শাখার প্রধান ম্যাক্স কুভেলিয়ের। তিনি আরও বলেন, ‘এই গুরুত্বপূর্ণ অগ্রগতির পরও পাড়ি দেওয়ার দীর্ঘ পথ বাকি রয়ে গেছে। বিশ্বজুড়ে শতকোটির বেশি মানুষ ব্যাংকিং সেবার আওতার বাইরে রয়ে গেছে। তাদেরকে মোবাইল ব্যাংকিং সেবার অন্তর্ভুক্ত করতে হবে। তাই জিএসএমএ মোবাইল মানি সেবার পরিধি বাড়াতে এবং এই গুরুত্বপূর্ণ ব্যবস্থার অগ্রগতি নিশ্চিত করতে উপযুক্ত নীতিমালা গ্রহণের জন্য বিভিন্ন দেশের সরকারকে উৎসাহিত করে। এটা জাতীয় অর্থনীতির ডিজিটাল রূপান্তর (ডিজিটালাইজেশন) এবং আর্থিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সহায়ক হবে এবং এতে করে অনিশ্চয়তাময় বিভিন্ন পরিস্থিতিতে জনগোষ্ঠী নিজেদের সহায়তার সুযোগ পাবে।’
আরও জানতে ‘২০২৩ স্টেট অব দ্য ইন্ডাস্ট্রি রিপোর্ট অন মোবাইল মানি‘ প্রতিবেদনটি ডাউনলোড করুন (https://www.gsma.com/sotir/)। অধিকতর তথ্যের জন্য জিএসএমএ মোবাইল মানি প্রোগ্রাম রয়েছে এই ঠিকানায় www.gsma.com/mobilemoney।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
কক্সবাজারগামী ট্রেনের লাকসামে যাত্রাবিরতি চাই
ব্যাংকখাত সংস্কারে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে
খালেদা জিয়া ও তারেক রহমানের মামলা বাতিল কতদিনে?
শেখ হাসিনা ও তার দোসরদের সুরক্ষা দেয়ার প্রবণতা দুঃখজনক
সেনবাগে ইসলামী আন্দোলনের গণ সমাবেশে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবী
সংক্ষিপ্ত বিশ্বসংবাদ
যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য সম্পর্ক উন্নয়নে সংলাপে আগ্রহী চীন
আলু-পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে সরব মমতা
আদানির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ যে প্রভাব পড়বে ভারতে
নেতানিয়াহু যুক্তরাজ্যে গ্রেফতার হতে পারেন, ইঙ্গিত ডাউনিং স্ট্রিটের
লেবাননে জাতিসংঘ মিশনে হামলা চার ইতালীয় সেনা আহত
ট্রাম্পের নতুন অর্থমন্ত্রী পদে স্কট বেসেন্টের মনোনয়ন
ডব্লিউএইচও এমপক্স নিয়ে সর্বোচ্চ সতর্কতা জারি
দক্ষিণ সুদানে তীব্র অপুষ্টির ঝুঁকিতে ২০ লক্ষাধিক শিশু
হিজবুল্লাহর বিরুদ্ধে রণাঙ্গনে ইসরাইলের নারী সেনা
ইসরাইলে অস্ত্র রফতানি বন্ধে ডাচ আদালতে মামলা
পারমাণবিক যুদ্ধের বিষয়ে সতর্ক করলেন কিম জং
অভিনেতা সেবাস্তিয়ান কিডারের মৃত্যু
সোনারগাঁয়ে বিএনপির কার্যালয় উদ্বোধন
সারা আলি খানকে নিয়ে গুজব!