পোশাক অ্যাকসেসরিজ আমদানি নিষিদ্ধ চায় বিজিএপিএমইএ
১১ জুন ২০২৩, ০৬:৪৪ পিএম | আপডেট: ১১ জুন ২০২৩, ০৬:৪৪ পিএম

তৈরি পোশাক উৎপাদনে ব্যবহৃত যেসব প্যাকেজিং এবং অ্যাকসেসরিজ পণ্য দেশে উৎপাদিত, সেগুলো আমদানি নিষিদ্ধ করার দাবি জানিয়েছে এ খাতের উদ্যোক্তাদের সংগঠন বিজিএপিএমইএ। এ খাতের জন্য উৎস ১ শতাংশ থেকে কমিয়ে আধা শতাংশ করা এবং এ হার অন্তত আগামী পাঁচ বছর অব্যাহত রাখারও দাবি জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় আরও কিছু দাবি তুলে ধরা হয়। শনিবার (১১ জুন) রাজধানীর ইসিবি চত্বরে বিপিজিএমিএর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের এসব দাবি তুলে ধরেন ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা সেলিম। সহসভাপতি মনির উদ্দিন আহমেদ এবং জহির উদ্দিন আলমগীরসহ অন্য নেতারা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এক প্রশ্নের জবাবে মোস্তফা সেলিম বলেন, পোশাক উৎপাদনে প্যাকেজিং এবং অ্যাকসেসরিজের চাহিদার শতভাগ জোগান দিতে সক্ষম স্থানীয় প্রায় আড়াই হাজার কারখানা। তারপরও পোশাক উৎপাদনে এসব পণ্য আমদানি করেন কোনো কোনো পোশাক প্রস্তুতকারক। তিনি বলেন, এ কারণে একদিকে বিদেশি মুদ্রার রিজার্ভ সংকটের মধ্যে আমদানি বাবদ বড় অঙ্কের ডলার ব্যয় হয়ে যাচ্ছে। আবার স্থানীয় অ্যাকসেসরিজ এবং প্যাকেজিং পণ্যও অবিক্রীত থাকছে।
বস্ত্র ও পোশাক খাতের সহায়ক খাত বিজিএপিএমইএর ভূমিকা তুলে ধরে ভারপ্রাপ্ত সভাপতি বলেন, শতভাগ রফতানিমুখী পোশাকশিল্পের অগ্রযাত্রায় অ্যাকসেসরিজ ও প্যাকেজিং শিল্পে সময় এবং ব্যয়সাশ্রয়ী সরবরাহ করে আসছে। এর ফলে তৈরি পোশাক রফতানিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডটাইমের ক্ষেত্রে বড় সুবিধা পাচ্ছেন উদ্যোক্তা রফতানিকারকরা। স্থানীয়ভাবে অ্যাকসেসরিজ এবং প্যাকেজিং দেশে উৎপাদিত হওয়ার আগে এসব পণ্য আমদানি করতে অর্থ ব্যয়ের পাশাপাশি লিডটাইমে অনেক পিছিয়ে ছিল দেশের পোশাক খাত।
তিনি বলেন, জাতীয় শিল্পনীতি, রফতানি নীতি ও বস্ত্রনীতিতে সমজাতীয় খাতের জন্য সমসুযোগের কথা বলা আছে। অথচ অ্যাকসেসরিজ এবং প্যাকেজিং খাতকে সমান সুবিধা দেয়া হচ্ছে না। এ কারণে কিছুটা সংকট চলছে। আবার ২০৩০ সালের মধ্যে ১০০ কোটি ডলার পোশাক রফতানির লক্ষ্যমাত্রা অর্জনে যে পরিমাণ অ্যাকসেসরিজ এবং প্যাকেজিংয়ের চাহিদা তৈরি হবেÑসে পরিমাণ জোগান দেয়া সম্ভব হবে না।
বাজেট পাসের আগে বিবেচনার জন্য বিজিএপিএমইএর পোশাক খাতের মতো এ অ্যাকসেসরিজ এবং প্যাকেজিং খাতকেও পরিপূর্ণ বন্ডেড সুবিধা দেয়ার দাবি জানিয়েছে। সাবকন্ট্রাক্টসহ আরও কিছু ক্ষেত্রে এখন এ সুবিধা পাওয়া যায় না। আধুনিক প্রযুক্তির অ্যাকসেসরিজ শিল্প গড়ে তুলতে সরকারের পক্ষ থেকে নীতি সহায়তা হিসেবে যন্ত্রপাতি আমদানিতে সহজ শর্ত এবং স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার দাবিও জানানো হয়।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন

কম্পিউটারে প্রিন্ট করা কপি ফেরত রাখা প্রসঙ্গে?

শেরপুরে যানজট নিরসনে সভা অনষ্ঠিত

পার্বত্য চট্টগ্রামের ইটভাটা মালিকদের ২ রিট পিটিশনের স্থগিতাদেশ বাতিল

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

সব দায় মাথা পেতে নিলেন শান্ত

উদ্দীপন প্রশাসকের অপসারণ ও দুর্নীতিবাজদের বিচারের দাবিতে ঐক্য ফোরামের বিবৃতি

ঝিকরগাছায় আ.লীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

রানা প্লাজায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

‘একটি দল নির্বাচন নির্বাচন করে আ. লীগকে পুনর্বাসন করে যাচ্ছে’

১৫ বছর পর নিজ গ্রামে গাইবেন হাবিব ওয়াহিদ

চৌফলদন্ডীতে ইঞ্জিনিয়ার সহিদুজ্জামান ক্ষতিগ্রস্থ প্রান্তিক লবণচাষীদের প্রণোদনা ও ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে

ব্র্যাক ইউনিভার্সিটিতে চীনা ভাষা দিবস ২০২৫ উদযাপন

কাশ্মীরে হামলায় ড. ইউনূসকে নিয়ে ভারতীয় মিডিয়ার জঘন্য কুৎসা

নোবিপ্রবি ভিসির সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

চা মৌসুমের শেষ নিলামে বিক্রি হয়েছে আড়াই কোটি টাকার চা

বোদা উপজেলা বিএনপির সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ

নেত্রকোনায় আব্দুস সোবাহান হত্যা মামলায় রায়ে ১ জনের ফাঁসি ও ১জনের যাবজ্জীবন কারাদণ্ড

বিএনপি নেতা হাজী জহিরের পিতার জানাযা সম্পন্ন; আমিনুল হকের শোক

ঈশ্বরদীতে বিশ্রামাগার থেকে প্রকৌশলীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছাগলনাইয়ায় ৩ইউপি সদস্যকে আটক করে যৌথবাহিনীর হাতে সোপর্দ