সিলেট সিটি করপোরেশনে প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট উদ্বোধন করলেন এলজিআরডি মন্ত্রী
১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:২৭ পিএম
সিলেট সিটি করপোরেশন (সিসিক) এর প্লাস্টিক ও মিউনিসিপ্যাল সলিড বর্জ্য টেকসই উপায়ে ব্যবস্থাপনার লক্ষ্যে ১৫ কোটি ত্রিশ লাখ টাকা ব্যয়ে একটি বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট বসানো হয়েছে। শনিবার (১৭ ফেব্রুয়ারি) সিলেটের লালমাটিয়া ডাম্পিং গ্রাউন্ডে এই প্ল্যান্টের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। এসময় সিলেট ১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন, সিলেট ৩ আসনের সংসদ সদস্য হাবিুবর রহমান হাবিব, স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইব্রাহিম, সিসিক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর প্রধান নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ ইকবাল চৌধুরী সহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
সিলেট সিটি করপোরেশন এবং লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর যৌথ উদ্যোগে এটাই দেশের প্রথম ও একমাত্র প্লাস্টিক বর্জ্য পৃথকীকরণ প্ল্যান্ট। এই প্ল্যান্টের মাধ্যমে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর অপচনশীল প্লাস্টিক জাতীয় পণ্য স্বয়ংক্রিয়ভাবে আলাদা করা সম্ভব হবে। এই প্ল্যান্টটি চালুর ফলে সিলেট নগরী প্লাস্টিক বর্জ্যরে হাত থেকে মুক্তি পাবে বলে আশা করছে সিসিক।
অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সিসিক ও লাফার্জহোলসিমকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্লাস্টিক বর্জ্য টেকসই ব্যবস্থাপনা আমাদের দীর্ঘ দিনের চ্যালেঞ্জ। পুরো পৃথিবীই এই চ্যালেঞ্জ মোকাবেলায় বিভিন্ন ধরনের টেকসই পদক্ষেপ গ্রহন করেছে। বাংলাদেশ সরকারও সরকারি পর্যায়ে বিভিন্ন স্বল্প ও দীর্ঘ মেয়াদী প্রকল্প গ্রহনের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাসে কাজ করে যাচ্ছে। সরকারের একার পক্ষে কঠিন এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয় তাই প্রাইভেট প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে। আজ আমি লাফার্জহোলসিম এবং সিলেট সিটি করপোরেশন উভয় প্রতিষ্ঠানকে সাধুবাদ জানাই তাদের এই উদ্যোগের জন্য।
সিলেট সিটি করপোরেশন এর মেয়র বলেন, সিলেট সিটিকে একটি প্লাস্টিক মুক্ত নগরীতে রুপান্তর করা আমার অন্যতম লক্ষ্য। এই উদ্দেশ্যেই আমরা লাফার্জহোলসিম এর সাথে কাজ করছি। সিলেটবাসীর কাছে আমার অনুরোধ আপনারাও সচেতন হউন এবং প্লাস্টিক পণ্য ব্যবহার কমান। যেখানে সেখানে প্লাস্টিক পণ্য ফেলে পরিবেশের ক্ষতি করবেন না। আপনাদের সাথে নিয়ে আমরা দেশের প্রথম প্লাস্টিক বর্জ্য মুক্ত নগরী হতে চাই।
লাফার্জহোলসিম বাংলাদেশ এর প্রধান নির্বাহি কর্মকর্তা আজকের দিনটিকে মাইলফলক অর্জন উল্লেখ করে বলেন, লাফার্জহোলসিম ছাতকে দেশের একমাত্র স্বয়ংসম্পূর্ণ প্ল্যান্টে বিভিন্ন ধরনের অপচনশীল পণ্য টেকসই উপায়ে কো-প্রসেস করছে। এই সুবিধা কাজে লাগিয়ে সিলেট সিটি করপোরেশন এর অপনশীল প্লাস্টিক পণ্যগুলো আমরা কো-প্রসেস শুরু করতে যাচ্ছি। এর আগে পরীক্ষামূলক পর্যায়ে আমরা এক সাথে কাজ করেছি। ভবিষ্যতে সিলেট সিটি করপোরেশন এর আশেপাশের পৌরসভাগুলোকেও এই সুবিধা ব্যবহারে আমরা উৎসাহিত করবো।
তিনি আরো জানান, একটি গবেষণা অনুসারে ২০২৫ সালে বাংলাদেশে মোট বর্জ্যরে পরিমান বছরে ২০ মিলিয়ন টন ছাড়াবে। গত তিন দশক আগেও এর পরিমান ছিল মাত্র ৫ মিলিয়ন টন। বর্তমানে প্রতি দশ বছরে বর্জ্যরে পরিমান দ্বিগুন হচ্ছে। এটা আমাদের দেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এই বর্জ্যরে বড় একটা অংশ হলো প্লাস্টিক, যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ২০২১ সালের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে একজন মানুষ প্রতি বছর ৯ কেজি প্লাস্টিক পণ্য ব্যবহার করে, অর্থাৎ ১৭ কোটি জনসংখ্যা হিসাব করলে মোট প্লাস্টিক পণ্য ব্যবহারের পরিমান ১৬ লাখ টনেরও বেশি যার পুরোটাই পরিবেশে ফেরত আসছে। এ থেকে পরিত্রানের একমাত্র উপায় হলো টেকসই উপায়ে এই প্লাস্টিক পণ্যগুলো ব্যবস্থাপনা করা।
লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এর একটি স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্ট রয়েছে ছাতকে, যেখানে ক্লিংকার উৎপাদন করা হয়। একটি স্বয়ংসম্পূর্ণ সিমেন্ট প্ল্যান্টে ক্লিংকার তৈরির সুবিধা থাকায় এই ধরনের প্ল্যান্টে টেকসই উপায়ে বর্জ্য ব্যবস্থাপনা করা সম্ভব। জিওসাইকেল এমনই একটি টেকসই সমাধান। সারা বিশে^ প্রায় ৫০টিরও বেশি দেশে হোলসিম গ্রুপ এই সুবিধা প্রদান করছে। বাংলাদেশে জিওসাইকেল এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১৭ সালে। বর্তমানে বছরে প্রায় ১ লাখ টন বর্জ্য আমাদের জিওসাইকেল প্ল্যান্টে টেকসই উপায়ে ব্যবস্থাপনা করা সম্ভব। ভবিষ্যতে এর সক্ষমতা বছরে তিন লাখ টনে উন্নীত করতে যাচ্ছে লাফার্জহোলসিম।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি
বিপিএলের প্রথম দিনই মাঠে নামছে বসুন্ধরা-মোহামেডান
সাগরে মিলছে না আশানুরূপ ইলিশ হতাশায় মীরসরাইয়ের জেলেরা