৭০০ কোটি টাকার সাবর্ডিনেটেড বন্ড ইস্যু করেছে ব্র্যাক ব্যাংক
২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১০ পিএম | আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:১০ পিএম
ব্যাংকের ‘টিয়ার II’ ক্যাপিটাল বেস বাড়ানোর লক্ষ্যে ৭০০ কোটি টাকার সাবর্ডিনেটেড বন্ড বাজারে ছেড়েছে ব্র্যাক ব্যাংক। বিনিয়োগকারীরা এখন এই বন্ডে বিনিয়োগ করতে পারবেন। সাম্প্রতিক বছরগুলোতে ব্যাংকটি ব্যালেন্সশিটে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করায় এই বন্ডটি ব্যাংকটির ক্যাপিটাল অ্যাডেকুয়েসি রিকয়্যারমেন্ট মেটাতে সহায়তা করবে। বুধবার (২১ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ন্যূনতম ১০ লাখ টাকার বন্ড ক্রয়ের মাধ্যমেই এই বন্ডে বিনিয়োগ করতে পারবে। স্থানীয় ও আন্তর্জাতিক রেটিং এজেন্সি থেকে সর্বোচ্চ ক্রেডিট রেটিং অর্জনকারী, দেশের অন্যতম শক্তিশালী ও টেকসই ব্যাংক কর্তৃক ইস্যুকৃত এই বন্ডটি দেশের সকল বিনিয়োগকারীদের জন্য একটি অত্যন্ত নিরাপদ বিনিয়োগ সুযোগ। আকর্ষণীয় রিটার্ন রেট হওয়ায় এই বন্ডের গ্রাহকরা অধিক আয়ের সুযোগ পাবেন। এছাড়াও গ্রাহকরা মুনাফার ওপর ৫% হ্রাসকৃত অগ্রিম আয়কর (এআইটি) থেকে উপকৃত হওয়ার পাশাপাশি তাঁদের আয়ের ওপরও দিতে হবে না কোনো আবগারি শুল্ক।
এই সাত বছর মেয়াদি নন-কনভার্টিবল, আনসিকিউরড, ফুলি-রিডিমেবল, কুপন-বিয়ারিং, ফ্লোটিং রেট-বেজড বন্ডটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদিত।
বন্ডের কুপন ইন্টারেস্ট রেট হিসেবে “রেফারেন্স রেট (সর্বোচ্চ এফডিআর রেটের গড়) + ৩% মার্জিন”- কে নির্ধারণ করা হয়েছে। সর্বশেষ রেফারেন্স রেটের ভিত্তিতে কুপন রেট ছয় মাস অন্তর অন্তর পুনরায় নির্ধারণ করা হবে। ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত কুপন রেট ১০.৯৭%- তে উন্নীত হয়েছে, যা বিদ্যমান অন্যান্য বিনিয়োগ বিকল্পগুলোর তুলনায় অধিক লাভজনক। বন্ডের প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ করা শুরু হবে তৃতীয় বছর থেকে। এভাবে প্রতিবছর প্রিন্সিপাল অ্যামাউন্টের ২০% করে পরিশোধ করা হবে এবং বন্ডের বিনিয়োগকারীরা অর্ধবার্ষিক-ভিত্তিতে কুপন ইন্টারেস্ট পাবেন।
এই বন্ডে বিনিয়োগের সুযোগ-সুবিধা সম্পর্কে বলতে গিয়ে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন বলেন, “সকল বিনিয়োগকারীদের, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী এবং সঞ্চয়কারীদের বিনিয়োগের সুযোগ দিতে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ ১০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। এই বন্ডের বিনিয়োগকারীদের আকর্ষণীয় সুবিধা দিতে আমরা ইন্ডাস্ট্রিতে বিদ্যমান এফডিআর রেটের তুলনায় বন্ডে ৩% বেশি ইন্টারেস্ট দিচ্ছি। তৃতীয় বছর থেকে ২০% হারে প্রিন্সিপাল অ্যামাউন্ট পরিশোধ এবং ৬ মাস পর পর মাসিক কুপন ইন্টারেস্ট রেট প্রদান গ্রাহকদের জন্য লাভজনক হবে।”
তিনি আরও বলেন, “বছরের পর বছর ধরে ব্র্যাক ব্যাংক আস্থা ও নির্ভরতায় এমন একটি উচ্চতায় পৌঁছে গিয়েছে, যেখানে গ্রাহকরা নিশ্চিন্তে ব্যাংকে তাদের অর্থ বিনিয়োগ করতে পারেন। এ কারণেই আমরা গ্রাহক ও বিনিয়োগকারীদের এই সুবর্ণ বিনিয়োগ সুযোগ নিতে উত্সাহিত করছি, যা তাঁদের একটি নিরাপদ আর্থিক ভবিষ্যৎ নিশ্চিত করতে ভূমিকা রাখবে।”
এই বন্ড পরিচালনায় ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেড লিড অ্যারেঞ্জার এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ট্রাস্টি হিসেবে কাজ করছে। বন্ড সম্পর্কে যেকোনো তথ্যের জন্য বিনিয়োগকারীদের ব্র্যাক ব্যাংক ব্রাঞ্চে গিয়ে বা [email protected] এই ঠিকানায় ইমেইলের মাধ্যমে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
'দুর্বল' দলের বিপক্ষে পয়েন্ট হারাল ইউনাইটেড
সালাহর জোড়া গোলে লিভারপুলের জয়
গুমের দায়ে আইনশৃঙ্খলা বাহিনীর ২২ সদস্য চাকরিচ্যুত
কুরস্ক অঞ্চলের ৪০ ভাগ খোয়ানোর স্বীকারোক্তি ইউক্রেনের
মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে বাংলাদেশ চীনের সাথে কাজ করতে আগ্রহী: বাণিজ্য উপদেষ্টা
হাজীদের সর্বোত্তম স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ ধর্ম উপদেষ্টা ড. খালিদ হোসেন
শরীয়তপুরে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ কর্মী সভা
মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় সিকিউরিটি গার্ড নিহত
পাকিস্তানকে উড়িয়ে দিল জিম্বাবুয়ে
১৫ দিন রিমান্ড শেষে কারাগারে আব্দুর রাজ্জাক
লক্ষ্মীপুরে ১২০ টাকায় পুলিশে চাকরি পেলেন ৫০ জন
নির্বাচিত সরকারই দেশকে পুনর্গঠন করতে পারে : তারেক রহমান
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটিতে অচেনা ৭ জন
মৌলভীবাজারে কৃষি ও প্রযুক্তি মেলা শুরু
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের মডেল উদ্ভাবন
ব্রহ্মপুত্রে অবৈধ ড্রেজার বসিয়ে চলছে বালু ব্যবসা
বাঘায় কৃষি শ্রমিককে গলা কেটে হত্যা
কেশবপুরে অবৈধ ইটভাটা বন্ধে বিভিন্ন দফতরে অভিযোগ
হামলার শিকার হয়েও মুখ খুলতে পারছে না বোয়ালমারীর বহু পরিবার
ইসলামী আন্দোলনের গণসমাবেশে আ.লীগ নিষিদ্ধের দাবি