প্রবৃদ্ধি-মূল্যস্ফীতি-বিনিয়োগের লক্ষ্য অবাস্তব
১১ জুন ২০২৪, ১২:০৮ এএম | আপডেট: ১১ জুন ২০২৪, ১২:০৮ এএম
প্রস্তাবিত বাজেটে প্রবৃদ্ধি, মূল্যস্ফীতি ও বিনিয়োগের যে লক্ষ্য ঠিক করা হয়েছে, তা বর্তমান সামষ্টিক অর্থনৈতিক প্রেক্ষাপটে অবাস্তব। মুদ্রানীতির মতো সংকোচনশীল বাজেট মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সাহায্য করবে। তবে তা লক্ষ্য পূরণে সক্ষম হবে না। ঘাটতি হ্রাস ও বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) কৃচ্ছতা সাধন সত্ত্বেও বিনিয়োগের শ্লথগতির কারণে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন দুরূহ হবে। সোমবার (১০ জুন) রাজধানীর বনানীর একটি হোটেলে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজিত বাজেটোত্তর আলোচনা সভায় সঞ্চালকের বক্তব্যে এসব কথা বলেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান ড. মাশরুর রিয়াজ। সভায় প্রধান অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন এমসিসিআই’র সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ, ডিসিসিআই সভাপতি আশরাফ আহমেদ, এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম এবং সিটি ব্যাংক এনএ’র কান্ট্রি অফিসার মইনুল হক।
ড. রিয়াজ বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতির মতো সংকোচনশীল বাজেট ভালো উদ্যোগ। তবে এতে মূল্যস্ফীতির লক্ষ্য (৬ দশমিক ৫ শতাংশ) অর্জন সম্ভব কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ এ ধরনের পদক্ষেপ নেয়ার পরও গত ২০ মাসে মূল্যস্ফীতি ৯ শতাংশের কাছাকাছি অবস্থান করছে। বেসরকারি বিনিয়োগের ক্ষেত্রেও সøথগতি লক্ষণীয়। বিদ্যুৎ, জ্বালানি ও অবকাঠামো খাতে বরাদ্দ কমানো হয়েছে। বিধায় সামগ্রিকভাবে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন সম্ভব নয়।
তিনি বলেন, রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাকেও অবাস্তব বলা যায়। প্রস্তাবিত বাজেটে লক্ষ্যমাত্রায় ১০ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে। যদিও চলতি অর্থবছরে প্রকৃত রাজস্ব আদায়ের সঙ্গে তুলনায় করলে দেখা যাবে, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে ৩০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। যা বর্তমান প্রেক্ষাপটে সম্ভব নয়। রাজস্ব লক্ষ্যমাত্রা ৪ লাখ ৯০ কোটি টাকার পরিবর্তে সাড়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হলে তা অধিক যৌক্তিক হতো বলে মনে করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে দীর্ঘমেয়াদি নীতি জরুরি। সেটি না থাকলে ব্যবসায়ীরা সঠিক পরিকল্পনা করতে পারবে না। বর্তমানে প্রজ্ঞাপনের মাধ্যমে আকস্মাৎ কর হার পরিবর্তন করে ফেলে। নীতির ধারাবাহিকতা অন্তত ৫ বছরের জন্য থাকা উচিত বলে মনে করেন তিনি। তিনি বলেন, হয়রানিমুক্তভাবে ব্যবসায়ীরা ভ্যাট-ট্যাক্স দিতে চায়। কাস্টমসে এইচএস কোডের সামান্য ভুলের কারণে কাস্টমস ৪০০ শতাংশ জরিমানা করে হয় শুধুমাত্র পুরস্কারের লোভে। এ ধরনের বিধান বাতিল করা উচিত। হয়রানি রোধে এনবিআরের নীতি বিভাগ ও রাজস্ব আদায় বিভাগ পৃথক করার পরামর্শ দেন তিনি।
নির্ধারিত আলোচনায় এনবিআর চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, ব্যবসা-বাণিজ্য সহজ করতে ভালো পলিসি করা হয়। কিন্তু বাস্তবায়ন করা যাচ্ছে না। আবার নীতির ধারাবাহিকতা থাকে না। বাজেটে আগে আয়কর বিভাগ থেকে প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের অবকাশ সুবিধা প্রত্যাহার করেছে, অন্যদিকে বহাল রাখা হয়েছে সরকারি অর্থনৈতিক অঞ্চলের সুবিধা। এতে ব্যবসায় বৈষম্য দেখা দেবে। এটা নিয়ম হতে পারে না।
এলআর গ্লোবালের প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াজ ইসলাম বলেন, বাজেটে তালিকাবহির্ভূত কোম্পানির কর হার কমানো হয়েছে। এ কারণে তালিকাভুক্ত ও তালিকাবহির্ভূত কোম্পানির কর হারের পার্থক্য কমে গেছে, পাশাপাশি ক্যাপিটাল গেইনের ওপর কর বসানো হয়েছে। যা এই মুহূর্তের জন্য পুঁজিবাজার সহায়ক উপযুক্ত সিদ্ধান্ত হয়নি। বন্ড মার্কেটের কর অব্যাহতি দেয়া হলে অর্থায়ন জটিলতা কাটতে বলে মনে করেন তিনি।
রাজস্ব আদায়ে কাঠামোগত সংস্কারের পরামর্শ দেন এমসিসিআই’র সাবেক সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির। আর সিটি ব্যাংক এনএ’র কান্ট্রি অফিসার মইনুল হক বলেন, ঋণ নেয়ার প্রবণতা বাড়লে বেসরকারি খাতে বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে।
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
মানুষের ‘হৃদয় স্পর্শ করার’ ট্রেনিং নিতে স্বাস্থ্য উপদেষ্টার পরামর্শ
জনসংযোগ ও বিজ্ঞাপনী সংস্থা ওপাশ কমিউনিকেশনস লিমিটেডের যাত্রা শুরু
নরসিংদীর পলাশে ইটবাহী ট্রলির ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু
খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাত
ড. মাহবুব মোল্লা কলেজ সেনাবাহিনীর নিয়ন্ত্রণে
পরিবহন খাতে বিশৃঙ্খলার চেষ্টায় আ.লীগের দোসররা
মাওলানা আতাহার আলীকে বাদ দিয়ে দেশের জাতীয় ইতিহাস রচিত হতে পারে না : ধর্ম উপদেষ্টা
লোহাগড়ায় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের কোপে ৪ জন গুরুতর আহত
আসছে বছর গাঁটছড়া বাঁধতে চলেছে তামান্না-বিজয় জুটি
সিলেটে 'রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা' শীর্ষক বিএনপির কর্মশালা কাল মঙ্গলবার
কোনো গণমাধ্যমে ভাঙচুর বরদাশত করা হবে না: নাহিদ ইসলাম
জমিয়তে ওলামায়ে ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মতবিনিময় অনুষ্ঠিত
সিকৃবিতে মাৎস্য বিজ্ঞান অনুষদের উদ্যোগে অনুষ্ঠিত হলো ফুটবল সুপারলীগ
ঢাবির ট্রাস্ট ফান্ড বৃত্তি পেলেন ১৫ শিক্ষার্থী
স্পেনে সমকামীতার অভিযোগে একজনকে হত্যা, অভিযুক্ত চার
১৮১ রানে পিছিয়েও বাংলাদেশের ইনিংস ঘোষণা
বন্ধু থেকে যেভাবে শত্রুতে পরিণত হল ইরান ও মিশর
কমলনগর ছেড়ে ঢাকা যাওয়ার পথে ৭ টি মাইক্রোবাস ও ৫ টি যাত্রীবাহী বাস আটক
ওয়ালটনের সঙ্গে এমপ্লয়ি গ্রিন ব্যাংকিং চুক্তি স্বাক্ষর সিটি ব্যাংকের
নাঙ্গলকোটে কলেজ ছাত্রী পিংকি হত্যা মামলার দুই আসামি গ্রেফতার