গাড়ি রক্ষণাবেক্ষণ সহায়তায় প্রিপেইড কার্ড চালু করেছে সাউথইস্ট ব্যাংক, মাস্টারকার্ড ও যান্ত্রিক
০৫ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪, ০৫:৩০ পিএম
সাউথইস্ট ব্যাংক পিএলসি আজ মাস্টারকার্ড এবং যানবাহন রক্ষণাবেক্ষণ স্টার্টআপ যান্ত্রিক লিমিটেডের সঙ্গে একটি প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে। দেশের ক্রমবর্ধমান গাড়ির মালিকদের জন্য চালু করা নতুন এই কার্ডটি কার্ডহোল্ডারদের বিস্তৃত সুবিধা প্রদান করবে। এর মাধ্যমে তারা জ্বালানি খরচ নিয়ন্ত্রণ এবং যান্ত্রিক প্ল্যাটফর্মে বিশেষ ছাড় প্রাপ্তির মাধ্যমে গাড়ির রক্ষণাবেক্ষণ করতে পারবেন। মঙ্গলবার (৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
রাস্তায় হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেলে মেরামতের ক্ষেত্রে কার্ডহোল্ডাররা পাবেন ২০% ছাড় এবং গাড়ির মালিক উক্ত গাড়ির বীমায় ১৫% ছাড় পাবেন। নিয়মিত কার ওয়াশ সার্ভিস এবং ইন্টেরিয়র পলিশ ও পরিষ্কারের সুবিধাও তারা পাবেন। এছাড়া, মেরামতের কাজে ৩,০০০ টাকা পর্যন্ত সঞ্চয়ের সুবিধা উপভোগ করবেন কার্ডহোল্ডাররা। এলপিজি ব্যবহারের ক্ষেত্রে, কার্ডহোল্ডারদের জন্য কিস্তি পরিশোধে বিনা সুদে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে।
এছাড়াও, প্রিপেইড কার্ডহোল্ডাররা মাস্টারকার্ডের ৮,০০০-এরও বেশি মার্চেন্ট পার্টনার আউটলেটে সেবা গ্রহণ করলে বিশেষ ছাড় পাবেন। আরও রয়েছে, বছরে দুইবার বিনামূল্যে গাড়ির ফোম ওয়াশ, বিনামূল্যে ইঞ্জিনের তেল পরিবর্তন এবং গাড়ির সার্বিক অবস্থা ও এসি বিনামূল্যে চেকআপের সুবিধাও।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন বলেন, “এই সহযোগিতা গড়ে তুলতে পেরে আমরা আনন্দিত। এটি আমাদের গ্রাহকদের জন্য সেবার বিস্তৃত পরিসরকে আরও বৈচিত্র্যময় করবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কার্ডটি কার্ডহোল্ডারদের অসাধারণ সুযোগ-সুবিধা প্রদানের পাশাপাশি তাদের প্রিয় যানবাহনকে সবসময় চমৎকার অবস্থায় রাখার নিশ্চয়তা দেবে। ফলে, এই কার্ডের ব্যবহার গাড়ির মালিকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।”
যান্ত্রিক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও শুভ আল-ফারুক বলেন, “সাউথইস্ট ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ডের এই অনন্য উদ্যোগে সহযোগী হতে পেরে আমরা উচ্ছ্বসিত। প্রতিষ্ঠার পর থেকেই আমরা আমাদের গ্রাহকদের জন্য গাড়ির রক্ষণাবেক্ষণ সহজ করে তোলার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি, যাতে তারা তাদের ব্যয়ের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের গাড়ির যতœ নিতে পারেন।”
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, “বাংলাদেশের ভোক্তা বাজার দ্রুত সম্প্রসারিত হচ্ছে, যার ফলে দেশে গাড়ির মালিকের সংখ্যা বাড়ছে। গাড়ির রক্ষণাবেক্ষণে সাশ্রয়ী সেবার চাহিদা বৃদ্ধি পাওয়ায়, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও যান্ত্রিকের সঙ্গে এই নতুন কার্ডটি চালু করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। এটি গাড়ির মালিকদের সাশ্রয়ী মূল্যে উন্নতমানের সেবা গ্রহণের সুযোগ দেবে, পাশাপাশি তারা আকর্ষণীয় সুবিধাও উপভোগ করতে পারবেন। এই সহযোগিতামূলক উদ্যোগটি মাস্টারকার্ডের কার্ডহোল্ডারদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সেবা প্রদান করার প্রতিশ্রুতিকে তুলে ধরে।”
বিভাগ : অর্থনীতি
মন্তব্য করুন
আরও পড়ুন
ডিসেম্বরে বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র বৈঠক, হাসিনাকে ফেরানো নিয়ে আলোচনা থাকবে
রামু সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত
এক সপ্তাহে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়ল ৬ কোটি ১০ লাখ ডলার
প্রবাসীদের যে জন্য সুখবর দিলো মালয়েশিয়া
জাবি শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় মামলা, তদন্ত কমিটি গঠন, ফটকে তালা, মশাল মিছিল
মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে থাকবে জাতীয়তাবাদী ছাত্রদল
"নতুন সিনেমা নিয়ে ফিরছেন গ্লোবাল তারকা অ্যাঞ্জেলিনা জোলি"
ড. ইউনূসকে নিয়ে খালেদা জিয়ার পুরোনো যে বক্তব্য ভাইরাল
নতুন নির্বাচন কমিশনের প্রতি ইসলামী আন্দোলনের শুভ কামনা
আলোচনায় ফ্যাসিস্ট হাসিনার ‘টুস করে ফেলে দেয়ার’ হুমকি
দীর্ঘ ১৫ বছর সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি: খোকন
'ইউটিউব ট্রেন্ডিংয়ে রয়েছে অভিনেতা তারিক আনাম খানের নাটক'
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ