লাখ টাকা ছাড়িয়েছে প্রতি টন রডের দাম
জ্বালানি তেলের দাম এবং ডলার সঙ্কটে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় দেশে এমএস (মাইল্ড স্টিল) রডের দাম টন প্রতি ১ লাখ টাকা ছাড়িয়ে গেছে বলে জানিয়েছেন এ খাত সংশ্লিষ্টরা। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় নির্মাণের এখন ভর মৌসুম চলছে। এই সময়ে ক্রমাগত দাম বেড়ে যাওয়ায় সরকারি অবকাঠামো নির্মাণের খরচও বাড়ছে। বাড়তি দাম তুলতে না পেরে সরকারি নির্মীয়মাণ প্রকল্পের কাজ ফেলে রাখছেন ঠিকাদাররা।...