আগুন থেকে সতর্ক থাকতে হবে
১৫ এপ্রিল ২০২৩, ০৮:২৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১২:৪৯ পিএম
গতকাল রাজধানীর নিউ সুপার মার্কেটে ভোর ৫টা ৪০ মিনিটে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া শাখার এক কর্মকর্তা জানান, ভোর ৫টা ৪০মিনিটে আগুন লাগার সংবাদ আসে নিয়ন্ত্রণ কক্ষে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল ৫টা ৪৩ মিনিট থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ২৮টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স¤পর্কে কিছু জানাতে পারেননি ফায়ার সার্ভিস। গত ৪ এপ্রিল বঙ্গবাজারে আগুন লেগে ভস্মিভূত হওয়ার ১১ দিনের মাথায় নিউ সুপার মার্কেটে আগুন লাগার ঘটনা ঘটল। এর আগে এলিফেন্ট রোড, সিদ্দিক বাজার, কাটাবনসহ রাজধানীর বিভিন্ন স্থানে আগুন লাগার ঘটনা ঘটে। এতে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মৃত্যু ও আহত হওয়ার ঘটনা ঘটে। এসব আগুন লাগার কারণ সম্পর্কে তদন্ত চলছে বলে জানা যায়।
আমাদের দেশে সাধারণত গ্রীষ্মকালে প্রচ- খরতাপ থাকে। ফসলি জমিসহ খাল-বিল শুকিয়ে যায়। শুকনো গাছের পাতা থেকে শুরু করে সবকিছুই উত্তপ্ত ও দাহ্য অবস্থায় থাকে। আবহাওয়ার পরিবর্তনজনিত কারণে এই খরার প্রচ-তা বাড়ছে। বিগত কয়েক দিনে রাজধানীতে দিনের তাপমাত্র গড়ে ৩৭ ডিগ্রী করে চলছে। দেশের কোথাও কোথাও ৪০-এর ঘর পেরিয়েছে। ৫০ জেলায় তাপদাহ বইছে বলে আবহাওয়া অধিদফতর জানিয়েছে। আগামী এক সপ্তাহ এই তাপদাহ কমার সম্ভাবনা কম। এ সময়ে তাপমাত্রা ৪২ ডিগ্রিতে পৌঁছতে পারে। অসহ্য গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। খেটেখাওয়া মানুষ চরম দুর্ভোগে পড়েছে। প্রচ- রোদে কাজকর্ম ঠিকমতো করতে পারছে না। শিশু ও বৃদ্ধদের পরিস্থিতি সবচেয়ে বেশি শোচনীয়। পশু-পাখি যেখানে পানি পাচ্ছে, সেখানে গা ভিজাচ্ছে। হিটস্ট্রোক, ডায়রিয়া, জ্বর, শ্বাসকষ্টসহ নানা রোগব্যাধির প্রকোপ বেড়ে যাওয়ায় মানুষ দুর্বিসহ পরিস্থিতির মধ্যে পড়েছে। দিন ও রাতের তাপমাত্রার খুব বেশি হেরফের হচ্ছে না। এ সময়ে স্বাভাবিক তাপমাত্রার চেয়ে রাতের তাপমাত্রা ১.৫ থেকে ৪.৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বেশি থাকছে। বাতাসে আর্দ্রতা কম থাকায় শুষ্কতা আরও বেশি অনুভূত হচ্ছে। গ্রীষ্মে আবহাওয়ার এই বিরূপ পরিস্থিতি অস্বাভাবিক বলে প্রতীয়মান হচ্ছে। তাপদাহের কারণে নদ-নদী, খাল-বিলের পানি শুকিয়ে যাওয়ায় কৃষকরা পড়েছে বিপাকে। ঠিকমতো সেচকাজ চালাতে পারছে না। পানির অভাবে অনেক মৎস্য খামার শুকিয়ে গেছে। ফল, শাক-সবজিসহ ফসলি ক্ষেত শুকিয়ে মরে যাচ্ছে। সবকিছু শুষ্ক থাকায় আগুন লাগলেই তা দ্রুত ছড়িয়ে পড়ে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মো. রিয়াজ আক্তার মল্লিক তার এক গবেষণাপত্রে বলেছেন, বৈশ্বিক ক্রমবর্ধমান উষ্ণায়নের ধারায় বিগত ৫০ বছরে বাংলাদেশের তাপমাত্রা গড়ে ০.৪ ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। এমনকি দেশের এলাকাভেদে তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এ তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে পরিবেশের সাথে খাপ খাইয়ে আমাদের জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে। সতর্ক থাকতে হবে।
রাজধানীতে বিগত কয়েকটি আগুনের ঘটনার ক্ষেত্রে অন্যতম কারণের মধ্যে প্রচ- তাপদাহে শুষ্ক পরিবেশকে দায়ী করছেন পর্যবেক্ষকরা। তারা মনে করছেন, যেসব মার্কেটে ইতোমধ্যে আগুন লেগেছে সেগুলোর বেশিরভাগই পোশাকের মার্কেট। এগুলো দাহ্য বস্তু। সামান্য অগ্নিস্ফুলিঙ্গ থেকেই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। তাছাড়া অনেক মার্কেট আছে বিশেষ করে বঙ্গবাজার টিন ও কাঠের তৈরি হওয়ায় এবং শুষ্ক থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এমনিতে টিন দ্রুত উত্তপ্ত হয়ে উঠে। সেক্ষেত্রে আগুন লাগলে তা ভয়াবহ আকার ধারণ করে। চলমান তাপদাহের কথা বিবেচনা করে এবং ঈদের শেষ সময়ের কেনাকাটার ভিড়ের বিষয়টি আমলে নিয়ে সব ধরনের মার্কেটে আগুন থেকে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি। বৈদ্যুতিক লাইন ঠিক রয়েছে কিনা, সর্টসার্কিট হওয়ার আশঙ্কা, এসিসহ অন্যান্য বৈদ্যুত্যিক সরঞ্জাম সঠিক আছে কিনা তা মার্কেট কর্তৃপক্ষকে ভালভাবে পরীক্ষা করতে হবে। ফায়ার সার্ভিসকে সবসময় জরুরি পরিস্থিতি মোকাবেলায় বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে, যাতে কোথাও আগুন লাগার ঘটনা ঘটলে দ্রুত সাড়া দিয়ে সেখানে পৌঁছে ব্যবস্থা গ্রহণ করতে পারে। সাধারণ মানুষকেও সতর্ক থাকতে হবে, যেন কোনো ছোটখাটো দুর্ঘটনা থেকে বড় দুর্ঘটনা না ঘটে।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
বাংলাদেশের বিপক্ষে যে একাদশ দিয়ে মাঠে নামছে ওয়েস্ট ইন্ডিজ
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান