বন্যার পদধ্বনি : প্রয়োজনীয় প্রস্তুতি নিতে হবে
২১ জুন ২০২৩, ০৭:৫৭ পিএম | আপডেট: ২২ জুন ২০২৩, ১২:০১ এএম
পবিত্র ঈদুল আজহার সময় দেশের বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। আষাঢ় মাসের শুরু থেকে প্রায় প্রতিদিনই রাজধানী ঢাকাসহ দেশের কোথাও না কোথাও মাঝারি আকারের বৃষ্টিপাত হচ্ছে। সেই সাথে প্রায় সবগুলো প্রধান নদনদীর পানি হু হু করে বেড়ে চলেছে। বিপদসীমা পেরিয়ে তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের উত্তরাঞ্চলে এরই মধ্যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আসাম ও মেঘালয়ে ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে সিলেটের হাওরাঞ্চলেও বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ায় তড়িঘড়ি ধান কেটে গোলায় তোলার আয়োজন করতে হচ্ছে। বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও নদনদীর পানিবৃদ্ধি অব্যাহত থাকলে নি¤œাঞ্চলের ফসলি জমি, বাড়িঘর ডুবে সম্পদ হানির আশঙ্কা রয়েছে। ক্ষেতের ফসল, গোলার ধান-চাল এবং গবাদিপশু নিয়ে বড় ধরনের সংকটের সম্মুখীন হওয়ার আশঙ্কায় উদ্বিঘœ হয়ে পড়েছে এসব এলাকার কৃষক ও অধিবাসীরা। বিশেষত নি¤œ আয়ের সাধারণ মানুষের পাশাপাশি ঈদের পশু নিয়ে আশাবাদী খামারিদের কপালে দেখা দিয়েছে চিন্তার ভাঁজ। এ কারণে ঢাকা ও আশপাশের কোরবানির পশুর হাটগুলোতে এবার অনেকটা আগেভাগেই পশু আসতে শুরু করেছে। ঈদের এখনো এক সপ্তাহ বাকি। শহরে কোরবানির পশু ক্রেতারা সাধারণত ঈদের দু’একদিন আগে পশু কিনে থাকেন।
ঈদুল আজহার সময় লাখ লাখ কোরবানির পশুর যোগানদাতা কৃষক ও খামারিদের জন্য এই সময়টা অতীব গুরুত্বপূর্ণ। কোরবানির পশুর বেশিরভাগই আসে দেশের উত্তরের জেলাগুলো থেকে। সেসব জেলায় আগাম বন্যা পরিস্থিতি পশু খামারিদের জন্য আশঙ্কার বিষয়। ঈদের সময় ভারী বৃষ্টিপাত ও বন্যা দেখা দিলে গরু-মহিষ, ছাগল-ভেড়ার খামারিদের জন্য বড় বিপদ হবে। পশুখাদ্যের উচ্চমূল্যের ধকল নিয়ে কোরবানির সময় লাভের আশায় লাখ লাখ টাকা বিনিয়োগ করে পশু লালন-পালনের পর বন্যা ও অতিবৃষ্টিতে নিরুপায় হয়ে লোকসান দিয়ে পশু বিক্রির আশঙ্কা থাকে। এ ধরনের পরিস্থিতি কারোই কাম্য নয়। ইতোমধ্যেই রংপুর, লালমনিরহাট, নিলফামারী, কুড়িগ্রাম, গাইবান্ধা, বগুড়া, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ ও সুনামগঞ্জের নি¤œাঞ্চল পানিতে তলিয়ে গেছে বলে জানা যায়। গতকাল ইনকিলাবে প্রকাশিত রিপোর্ট অনুসারে, বন্যা সতর্কীকরণ বিভাগের এক কর্মকর্তা আগামী ১০ দিন দেশের বিভিন্ন এলাকায় ভারী বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছেন। ভারী বৃষ্টিতে ঢাকার অধিকাংশ রাস্তায় পানিবদ্ধতা সৃষ্টি হয়। বৃষ্টিতে কাঁদাপানি একাকার হয়ে কোরবানির পশুর হাটগুলোতে আসা বিক্রেতা ও ক্রেতাদের দুর্ভোগের সীমা থাকে না। বৃষ্টি ও বন্যা পরিস্থিতির আশঙ্কা মাথায় রেখেই কোরবানির পশু বেচকেনার হাটের সামগ্রিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে।
দেশের অর্থনীতি এখন এক চরম ক্রান্তিকাল অতিক্রম করছে। সাধারণ মানুষের আয়ের সাথে সঙ্গতিহীন মূল্যস্ফীতির কারণে মানুষের জীবনযাত্রা দুর্বহ হয়ে উঠেছে। যথাযোগ্য মূল্যে কোরবানির পশু বেচাকেনা, কোরবানিকৃত পশুর চামড়ার মূল্যের উপর গ্রামীণ অর্থনীতি ও অতিদরিদ্র মানুষের জীবনযাত্রায় বড় ধরনের প্রভাব সৃষ্টি করে। গরুর গোশতের উচ্চমূল্যের কারণে কোরবানির গোশত দরিদ্র মানুষের গোশত খাওয়ার প্রধান উপলক্ষ হয়ে উঠে। অতি বৃষ্টি বা বন্যার কারণে যেন ঈদের আনন্দকে ম্লান করে দিতে না পারে সে দিকে সংশ্লিষ্ট সকলকে বিশেষ যতœশীল হতে হবে। বিশেষত বন্যায় উদ্বাস্তু ও কর্মহীন মানুষের পুনর্বাসনসহ খাদ্য ও অর্থ সহায়তা নিশ্চিতে সরকার এবং স্থানীয় প্রশাসনকে আগাম প্রস্তুতি নিতে হবে। সাম্প্রতিক সময়ে সামুদ্রিক ঘূর্ণীঝড় মোখা মোকাবেলায় সরকারের ব্যাপক প্রস্তুতি থাকলেও শেষ পর্যন্ত আমাদের উপকূলে মোখার আঘাত তেমন একটা আসেনি। তবে বন্যা পরিস্থিতি যাই হোক, সামগ্রিক সব বিষয় বিবেচনায় রেখে বন্যা প্রবণ এলাকার উপদ্রুত মানুষের সহায়তায় স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর দফতর, দুর্যোগ, পুনর্বাসন ও ত্রাণ মন্ত্রণালয়কে এখনই নির্দেশ দিতে হবে। ভারতের সিকিম, আসাম, মেঘালয়ের ক্রমাবনতিশীল বন্যা পরিস্থিতি থেকে বাংলাদেশের সীমান্ত জেলাগুলোতে বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা সহজেই অনুমেয়। ঈদের সময় বন্যা পরিস্থিতিতে সরকারের পাশাপাশি দেশের ধনী ও সচ্ছল ব্যক্তিরা অসহায়, দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন, এটাই সকলের প্রত্যাশা। উজানে ভারতের বাঁধ ও যৌথ নদীর পানির ওপর আমাদের কোনো নিয়ন্ত্রণ না থাকায় বন্যার এমন আশঙ্কা আমাদের জন্য সাংবাৎসরিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই, অভিন্ন নদীর পানি বণ্টন ও পানি ব্যবস্থাপনায় আঞ্চলিক সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
নিবন্ধন চূড়ান্ত: হজযাত্রী ৮৩ হাজার ২৪২ জন
হল্যান্ডের পেনাল্টি মিস,বিবর্ণ সিটি ফের হারাল পয়েন্ট
শরীফ থেকে শরীফার গল্প বাতিল করতে হবে: ইসলামী আন্দোলন বাংলাদেশ
বিসিএ নির্বাচন সম্পন্ন: মিজান সভাপতি, মতিন সম্পাদক
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৫৩
বিএনপি মুক্ত সাংবাদিকতায় বিশ্বাসী: শাহজাহান চৌধুরী
সচিবালয়ে আগুন: গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতাকে দায়ী করলো এবি পার্টি
পরকীয়া প্রেমের ঘটনায় গৌরনদীতে উপ-সহকারী ২ কৃষি কর্মকর্তা এলাকাবাসীর হাতে আটক
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
লামায় ১৭টি ত্রিপুরা সম্প্রদায়ের বসতঘর পুড়ে ছাই হওয়ার ঘটনায় ৪জন গ্রেপ্তার
বিজয় দিবস টেনিস শুক্রবার শুরু
আশুলিয়ায় ভাড়াটিয়া তাড়িয়ে জোরপূর্বক জমি দখলের অভিযোগ
আজানের জবাব দেওয়া প্রসঙ্গে।
লক্ষ্মীপুরে চুরির অপবাদে নাকে খত দেওয়ার ঘটনায় মামলা
শরীয়তপুরে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ